শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত Logo চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প Logo ফের ভূমিকম্প Logo কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী Logo কুবির বাংলা বিভাগের বাংলা নাটক বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন Logo মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত Logo মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৫ এর উদ্বোধন Logo পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ প্রদর্শনী Logo আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছি: চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী বাবু খান

আজকের ৪টি দ্বিতল বাসের যাত্রা নবদিগন্তের সূচনা : ইবি উপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, “আজকের এই চারটি বিআরটিসি দ্বিতল বাসের যাত্রা একটি নবদিগন্তের সূচনা করল। বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে—এটাই প্রত্যাশা।”
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বৃদ্ধির লক্ষ্যে পরিবহন পুলে নতুন চারটি বিআরটিসি দ্বিতল বাস উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় অনেকখানিই যানবাহন নির্ভর। লোকেশনজনিত কারণে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পরিবহনের বিকল্প নেই। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইবিই শিক্ষার্থীদের সবচেয়ে বেশি পরিবহন সুবিধা দিয়ে আসছে। নতুন যুক্ত হওয়া চারটি দ্বিতল বাস কেবলমাত্র শিক্ষার্থীদের জন্য চলাচল করবে। যতদিন না ক্যাম্পাস পূর্ণাঙ্গ আবাসিক রূপ পাচ্ছে, ততদিন উন্নয়নমূলক এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, বিআরটিসি মহাপরিচালক পরবর্তীতে সুযোগ হলে ইবির জন্য আরও নতুন বাস দেওয়ার আশ্বাস দিয়েছেন।
অনুষ্ঠানে পরিবহন প্রশাসক কমিটির সভাপতি অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য প্রফেসর ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. জাহাঙ্গীর আলম এবং বিআরটিসি পাবনা ডিপোর ডিজিএম (পি অ্যান্ড এস) প্রকৌশলী মো. মনিরুজ্জামান বাবু। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আগামী সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে রুট নির্ধারণ সাপেক্ষে বাসগুলো শিক্ষার্থীদের জন্য নিয়মিত চলাচল করবে। রুট ও সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী

আজকের ৪টি দ্বিতল বাসের যাত্রা নবদিগন্তের সূচনা : ইবি উপাচার্য

আপডেট সময় : ১১:৪০:৫৩ অপরাহ্ণ, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, “আজকের এই চারটি বিআরটিসি দ্বিতল বাসের যাত্রা একটি নবদিগন্তের সূচনা করল। বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে—এটাই প্রত্যাশা।”
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বৃদ্ধির লক্ষ্যে পরিবহন পুলে নতুন চারটি বিআরটিসি দ্বিতল বাস উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় অনেকখানিই যানবাহন নির্ভর। লোকেশনজনিত কারণে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পরিবহনের বিকল্প নেই। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইবিই শিক্ষার্থীদের সবচেয়ে বেশি পরিবহন সুবিধা দিয়ে আসছে। নতুন যুক্ত হওয়া চারটি দ্বিতল বাস কেবলমাত্র শিক্ষার্থীদের জন্য চলাচল করবে। যতদিন না ক্যাম্পাস পূর্ণাঙ্গ আবাসিক রূপ পাচ্ছে, ততদিন উন্নয়নমূলক এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, বিআরটিসি মহাপরিচালক পরবর্তীতে সুযোগ হলে ইবির জন্য আরও নতুন বাস দেওয়ার আশ্বাস দিয়েছেন।
অনুষ্ঠানে পরিবহন প্রশাসক কমিটির সভাপতি অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন প্রো-উপাচার্য প্রফেসর ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. জাহাঙ্গীর আলম এবং বিআরটিসি পাবনা ডিপোর ডিজিএম (পি অ্যান্ড এস) প্রকৌশলী মো. মনিরুজ্জামান বাবু। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আগামী সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে রুট নির্ধারণ সাপেক্ষে বাসগুলো শিক্ষার্থীদের জন্য নিয়মিত চলাচল করবে। রুট ও সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।