শুক্রবার | ৭ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo নবাব ফয়জুন্নেসার সমাধিতে নোবিপ্রবিয়ানদের শ্রদ্ধা Logo কয়রায় সুন্দরবনে অবৈধ প্রবেশ: তিন জেলে আটক, জব্দ নৌকা ও ৮০ কেজি কাঁকড়া Logo চাঁদপুরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে প্যাপিরাস পাঠাগারের সাহিত্য আড্ডা Logo কয়রা–পাইকগাছার উন্নয়নে জনগণের পাশে থাকার অঙ্গীকার মনিরুল হাসানের Logo জাতীয় বিপ্লব দিবসে ইবিতে শিক্ষক–শিক্ষার্থীদের র‌্যালি ও পুষ্পস্তবক অর্পণ  Logo বুটেক্সে শিক্ষার্থীর ওপর শারীরিক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, বহিষ্কার দাবি Logo খুবিতে এআই ফর একাডেমিক এন্ড রিসার্চ এক্সিলেন্স শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo জলবায়ু-সহনশীল জীবিকার পথে ‘ফ্ল্যাশ’ প্রকল্পের যাত্রা শুরু Logo একাডেমিক সংস্কারের দাবিতে জাতীয় ছাত্রশক্তির ৫ দফা প্রস্তাব

পিয়াস আফ্রিদির উদ্যোগে চিত্রনায়ক ডিএ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের পথচলা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫৩:৪৪ অপরাহ্ণ, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৭১ বার পড়া হয়েছে

২০১৮ সালে ফেসবুকের মাধ্যমে প্রথমে পরিচয় হয় চিত্রনায়ক ডিএ তায়েব এর সাথে” অনেক আগে থেকেই তার নাটক টেলিফিল্ম দেখেছি এবং উনি যখন ২০১৭ সালে প্রথম সোনা বন্ধু সিনেমাটি করলো সেই সিনেমাটিও হলে গিয়ে দেখেছি” উনি আগে থেকেই আমার প্রিয় একজন অভিনেতা” উনাকে ঘিরে একটি সংগঠন করার চিন্তা মাথায় আগে থেকেই ছিল ” ২০২০ সালে আমরা ফেসবুকের অনেকগুলো বন্ধু মিলে একটি বিনোদনমুখী সংগঠন করতে চাচ্ছিলাম” তখন আমার বন্ধুদের মাঝে আমি প্রস্তাব দেই চিত্রনায়ক ডিএ তায়েব এর নামে একটি সংগঠন করবো যেহেতু ওনাকে আগে থেকেই ভালোবাসি” পরবর্তীতে তারা অনেক চিন্তা ভাবনা করে আমার প্রস্তাবের সাথে একাত্মতা পোষণ করে” এবং অবশেষে ২০২০ সালে সুপারস্টার ডিএ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাব নামের সংগঠনটি আমরা শুরু করি” তৎকালীন সময় আমার সাথে যারা ছিল এই সংগঠনটি চালু করার জন্য তাদের মধ্যে উল্লেখযোগ্য’ শরিফুল ইসলাম” এপেক্স সাঈদ আহসান” অপু চৌধুরী” জাফর হোসেন শিথিল” আশিকুর রহমান”মোঃ ফারুক হোসেন”  সোহান খান” ফজল মাহমুদ” শুভ সতু সহ আরো কয়েকজন মিলে আমরা এটির যাত্রা শুরু করেছিলাম” পরবর্তীতে এই সংগঠন থেকে কিছু মেম্বার আলাদা হয়ে গিয়ে আরেকটি সংগঠন করেন যেটির নাম সুপার হিরো ডি এ তায়েব ফ্যান ক্লাব” সংগঠনটি চালু করার পর থেকেই এটি শুধু বিনোদন কেন্দ্রিক একটি সংগঠন হিসেবে আমরা পরিচালনা করিনি” এই সংগঠন থেকে আমরা অনেক মানবিক কাজ করে করেছি। প্রতি বছর” প্রতিবছর আমরা অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ, গরিব অসহায়দের ইফতারের আয়োজন এবং প্রতি ঈদে আমরা গরীব অসহায় লোকদের সাধ্যমত সহযোগিতা করি। এছাড়াও বিভিন্ন মানবিক কাজ করে থাকি। আমাদের সংগঠনের টানা তিনবার সাধারণ সম্পাদক ছিলাম এখন বর্তমানে সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে আছি ” সকলের দোয়ায় ও  সহযোগিতায় ইনশাআল্লাহ আজীবন এই সংগঠনের সাথে থাকবো” এবং আমরা সবাই মিলে যতটুকু পারি সব সময় সংগঠনের পক্ষ থেকে মানবিক কাজ করার চেষ্টা করব “।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবাব ফয়জুন্নেসার সমাধিতে নোবিপ্রবিয়ানদের শ্রদ্ধা

পিয়াস আফ্রিদির উদ্যোগে চিত্রনায়ক ডিএ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের পথচলা

আপডেট সময় : ০৭:৫৩:৪৪ অপরাহ্ণ, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

২০১৮ সালে ফেসবুকের মাধ্যমে প্রথমে পরিচয় হয় চিত্রনায়ক ডিএ তায়েব এর সাথে” অনেক আগে থেকেই তার নাটক টেলিফিল্ম দেখেছি এবং উনি যখন ২০১৭ সালে প্রথম সোনা বন্ধু সিনেমাটি করলো সেই সিনেমাটিও হলে গিয়ে দেখেছি” উনি আগে থেকেই আমার প্রিয় একজন অভিনেতা” উনাকে ঘিরে একটি সংগঠন করার চিন্তা মাথায় আগে থেকেই ছিল ” ২০২০ সালে আমরা ফেসবুকের অনেকগুলো বন্ধু মিলে একটি বিনোদনমুখী সংগঠন করতে চাচ্ছিলাম” তখন আমার বন্ধুদের মাঝে আমি প্রস্তাব দেই চিত্রনায়ক ডিএ তায়েব এর নামে একটি সংগঠন করবো যেহেতু ওনাকে আগে থেকেই ভালোবাসি” পরবর্তীতে তারা অনেক চিন্তা ভাবনা করে আমার প্রস্তাবের সাথে একাত্মতা পোষণ করে” এবং অবশেষে ২০২০ সালে সুপারস্টার ডিএ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাব নামের সংগঠনটি আমরা শুরু করি” তৎকালীন সময় আমার সাথে যারা ছিল এই সংগঠনটি চালু করার জন্য তাদের মধ্যে উল্লেখযোগ্য’ শরিফুল ইসলাম” এপেক্স সাঈদ আহসান” অপু চৌধুরী” জাফর হোসেন শিথিল” আশিকুর রহমান”মোঃ ফারুক হোসেন”  সোহান খান” ফজল মাহমুদ” শুভ সতু সহ আরো কয়েকজন মিলে আমরা এটির যাত্রা শুরু করেছিলাম” পরবর্তীতে এই সংগঠন থেকে কিছু মেম্বার আলাদা হয়ে গিয়ে আরেকটি সংগঠন করেন যেটির নাম সুপার হিরো ডি এ তায়েব ফ্যান ক্লাব” সংগঠনটি চালু করার পর থেকেই এটি শুধু বিনোদন কেন্দ্রিক একটি সংগঠন হিসেবে আমরা পরিচালনা করিনি” এই সংগঠন থেকে আমরা অনেক মানবিক কাজ করে করেছি। প্রতি বছর” প্রতিবছর আমরা অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ, গরিব অসহায়দের ইফতারের আয়োজন এবং প্রতি ঈদে আমরা গরীব অসহায় লোকদের সাধ্যমত সহযোগিতা করি। এছাড়াও বিভিন্ন মানবিক কাজ করে থাকি। আমাদের সংগঠনের টানা তিনবার সাধারণ সম্পাদক ছিলাম এখন বর্তমানে সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে আছি ” সকলের দোয়ায় ও  সহযোগিতায় ইনশাআল্লাহ আজীবন এই সংগঠনের সাথে থাকবো” এবং আমরা সবাই মিলে যতটুকু পারি সব সময় সংগঠনের পক্ষ থেকে মানবিক কাজ করার চেষ্টা করব “।