ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কারাতে ক্লাব পেয়েছে নতুন নেতৃত্ব। ক্লাবের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে সোমবার (২৫ আগস্ট)। ক্লাব সদস্যদের মতামত ও বিদায়ী সভাপতির সুপারিশের ভিত্তিতে উপদেষ্টা প্যানেল এই কমিটি অনুমোদন দেয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাইমুন নোমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিয়া ইসলাম।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি সিদরাতুল মুনতাহা সাদিয়া, রাসেল আহমেদ ও ঐশি জামান মুসকু; যুগ্ম সাধারণ সম্পাদক মায়িশা মালিহা চৌধুরী, আব্দুল্লাহ আল মাহমুদ ও শারমিন আক্তার; সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ আকাশ ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিস আলী; অর্থ সম্পাদক ইরফান উল্লাহ ও সহ-অর্থ সম্পাদক তিথি খাতুন; সেক্রেটারি অব মেম্বার সিরাজুম মুনিরা রাফা ও ডেপুটি সেক্রেটারি অব মেম্বার ফারজানা আফরোজ, দপ্তর সম্পাদক ফারহানা নাসরিন ও সহ-দফতর সম্পাদক মিথিলা ইসলাম মায়া।
এছাড়াও প্রকাশনা সম্পাদক ফারিহা আখি ও সহ-প্রকাশনা সম্পাদক কানিজ ফাতেমা কানন; আইন সম্পাদক লাবিবা ও সহ-আইন সম্পাদক আনিকা তাবাসসুম ঈশা; তথ্যপ্রযুক্তি সম্পাদক সাজ্জাদ হোসেন ও সহ-তথ্যপ্রযুক্তি সম্পাদক আরিফুল ইসলাম; প্রশিক্ষণ সম্পাদক হাসিন রুবাইয়াত ও সহ-প্রশিক্ষণ সম্পাদক ইফফাত জেরিন কেয়া নির্বাচিত হয়েছেন।
নতুন সভাপতি ফাইমুন নোমান বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় কারাতে ক্লাব শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা, আত্মরক্ষার কৌশল এবং খেলোয়াড়সুলভ মনোভাব গড়ে তুলতে কাজ করবে। দক্ষ প্রশিক্ষক ও সংগঠিত ব্যবস্থাপনার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের ব্যক্তিগত উন্নয়ন নিশ্চিত করব, ইনশা’আল্লাহ। আমাদের পরিকল্পনায় রয়েছে নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা, কিউ গ্রেডিং টেস্ট, আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং আত্মরক্ষা সচেতনতা কর্মসূচি। আমরা বিশ্বাস করি, এসব কার্যক্রম ক্লাবকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলতে পারবো।’