বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo শেরপুরে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ Logo শেরপুরে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ Logo ১৭ জানুয়ারি বায়রার ভোট গ্রহণ: সিন্ডিকেট মুক্ত বায়রা গঠনে সম্মিলিত সমন্বয় ফ্রন্টকে জয়যুক্ত করার আহ্বান Logo ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু Logo ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ Logo বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি হয়েছে: বিশ্বব্যাংক Logo আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চাঁদপুর-২ আসনে লেবার পার্টির নাসিমা নাজনীন সরকার Logo আমরা বিএনপি পরিবারের উদ্যোগে সাতক্ষীরার ৯নং ওয়ার্ডে তারেক রহমানের ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচির লিফলেট বিতরণ Logo আবেদনের শর্ত পূরণ ছাড়াই খুবির সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি

ফিটনেসবিহীন কুবির বিআরটিসি বাসে আগুন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:২০:৩৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৬৩ বার পড়া হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিআরটিসি বাসে যেন শনির দশা কাটছে না। এবার বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি বাসস্টপে বিকেল পৌনে পাঁচটার দিকে আগুন লাগার ঘটনাটি ঘটেছে। তবে, কোন হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের থেকে জানা গেছে, পৌনে পাঁচটার দিকে বিআরটিসির আট নম্বর বাসটি স্টপেজে আসার পরপরই ইঞ্জিনের পিছনের দিকে আগুন লাগে এবং ধোঁয়া বের হতে থাকে। আগুন লাগার ঘটনা দেখে অন্যান্য বাসের চালকেরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মারুফ শেখ বলেন, ‘বাস স্টপজের পাশে দাঁড়িয়ে কথা বলছিলাম। ৪:৪৫ -৪:৫০ এর মধ্যে বিআরটিসি ৮ নম্বর বাস আসে। স্টপেজে ঢোকার সাথে সাথে বাসটির পিছনে ইঞ্জিনে আগুন ধরে যায়। এসময় পাশে অন্যান্য বাস চালকেরা দৌড়ে এসে বাস থামাতে বলে। এরপর আরও বেশি আগুন ধরে ওঠে। তখনই আগুন নেভানোর চেষ্টা করা হয়। আগুন নেভানোর পর দেখা যায়, পিছনের চাকা আর ইঞ্জিনে ধানের খড় আটকে আছে। বাস চালকদের ধারণা মতে, ঘর্ষণের ফলে আগুন ধরছে এবং খড় থাকায় আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে।’
আরেক প্রত্যক্ষদর্শী জরিনা আক্তার মায়া বলেন, ‘বাসটি স্টপেজে আসার সঙ্গে সঙ্গে পেছনের দিক থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। এরপর বাস চালকরা এসে আগুন নেভায়।’
আরেক প্রত্যক্ষদর্শী আইন বিভাগের শিক্ষার্থী মাহাবুব আলম বলেন, ‘আজ বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি বাসে হঠাৎ আগুন লাগে। বাসটি ছাড়ার কথা ছিল বিকাল ৫টা ১০ মিনিটে। ভাগ্য ভালো, তখনো কোনো শিক্ষার্থী বাসে ওঠেনি। না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।’
তিনি আরও বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবহণ হিসেবে যে বিআরটিসি বাসগুলো ব্যবহার করা হচ্ছে, সেগুলো বহুদিনের পুরোনো এবং যথাযথ ফিটনেসের অভাবে শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি বাড়ছে। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।’
বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলের সহকারী রেজিস্ট্রার মোঃ মোশারফ হোসাইন ভূঁইয়া বলেন, ‘আমি ঘটনা জানার পর বাস চালকের সাথে কথা বলেছি। তবে বাসে আগুন লাগেনি, বাসের সাইলেন্সারে খড় লেগে থাকার কারণে ধোয়া হয়েছিল। রাস্তায় চলার সময় সাইলেন্সারে খড় পেঁচিয়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের শিডিউল অনুযায়ী শিক্ষার্থীদের নিয়ে যথাসময়ে বাসটি ক্যাম্পাস ছেড়ে চলে যায়।’
উল্লেখ্য, এর আগে গত ২৪ আগস্ট দুপুর আড়াইটার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটি বিআরটিসি বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলতলি বিশ্বরোড এলাকায় ইউটার্ন নেওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। এসময় একটি চট্টগ্রাম মুখী একটি ট্রাক ‘ঢাকা মেট্রো-ব ১১-৪৯৫১’ নম্বর প্লেটের বিআরটিসি বাসের সামনের অংশে ধাক্কা দিলে বাসটি দুর্ঘটনা ঘটে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেরপুরে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

ফিটনেসবিহীন কুবির বিআরটিসি বাসে আগুন

আপডেট সময় : ১০:২০:৩৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিআরটিসি বাসে যেন শনির দশা কাটছে না। এবার বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি বাসস্টপে বিকেল পৌনে পাঁচটার দিকে আগুন লাগার ঘটনাটি ঘটেছে। তবে, কোন হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের থেকে জানা গেছে, পৌনে পাঁচটার দিকে বিআরটিসির আট নম্বর বাসটি স্টপেজে আসার পরপরই ইঞ্জিনের পিছনের দিকে আগুন লাগে এবং ধোঁয়া বের হতে থাকে। আগুন লাগার ঘটনা দেখে অন্যান্য বাসের চালকেরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মারুফ শেখ বলেন, ‘বাস স্টপজের পাশে দাঁড়িয়ে কথা বলছিলাম। ৪:৪৫ -৪:৫০ এর মধ্যে বিআরটিসি ৮ নম্বর বাস আসে। স্টপেজে ঢোকার সাথে সাথে বাসটির পিছনে ইঞ্জিনে আগুন ধরে যায়। এসময় পাশে অন্যান্য বাস চালকেরা দৌড়ে এসে বাস থামাতে বলে। এরপর আরও বেশি আগুন ধরে ওঠে। তখনই আগুন নেভানোর চেষ্টা করা হয়। আগুন নেভানোর পর দেখা যায়, পিছনের চাকা আর ইঞ্জিনে ধানের খড় আটকে আছে। বাস চালকদের ধারণা মতে, ঘর্ষণের ফলে আগুন ধরছে এবং খড় থাকায় আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে।’
আরেক প্রত্যক্ষদর্শী জরিনা আক্তার মায়া বলেন, ‘বাসটি স্টপেজে আসার সঙ্গে সঙ্গে পেছনের দিক থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। এরপর বাস চালকরা এসে আগুন নেভায়।’
আরেক প্রত্যক্ষদর্শী আইন বিভাগের শিক্ষার্থী মাহাবুব আলম বলেন, ‘আজ বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি বাসে হঠাৎ আগুন লাগে। বাসটি ছাড়ার কথা ছিল বিকাল ৫টা ১০ মিনিটে। ভাগ্য ভালো, তখনো কোনো শিক্ষার্থী বাসে ওঠেনি। না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।’
তিনি আরও বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবহণ হিসেবে যে বিআরটিসি বাসগুলো ব্যবহার করা হচ্ছে, সেগুলো বহুদিনের পুরোনো এবং যথাযথ ফিটনেসের অভাবে শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি বাড়ছে। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।’
বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলের সহকারী রেজিস্ট্রার মোঃ মোশারফ হোসাইন ভূঁইয়া বলেন, ‘আমি ঘটনা জানার পর বাস চালকের সাথে কথা বলেছি। তবে বাসে আগুন লাগেনি, বাসের সাইলেন্সারে খড় লেগে থাকার কারণে ধোয়া হয়েছিল। রাস্তায় চলার সময় সাইলেন্সারে খড় পেঁচিয়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের শিডিউল অনুযায়ী শিক্ষার্থীদের নিয়ে যথাসময়ে বাসটি ক্যাম্পাস ছেড়ে চলে যায়।’
উল্লেখ্য, এর আগে গত ২৪ আগস্ট দুপুর আড়াইটার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটি বিআরটিসি বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলতলি বিশ্বরোড এলাকায় ইউটার্ন নেওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। এসময় একটি চট্টগ্রাম মুখী একটি ট্রাক ‘ঢাকা মেট্রো-ব ১১-৪৯৫১’ নম্বর প্লেটের বিআরটিসি বাসের সামনের অংশে ধাক্কা দিলে বাসটি দুর্ঘটনা ঘটে।