শিরোনাম :
Logo বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা Logo সিন্ডিকেটের নিষেধাজ্ঞা অমান্য করে কুবি ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ মিছিল Logo ফিটনেসবিহীন কুবির বিআরটিসি বাসে আগুন Logo চাঁদপুরে টাইফয়েড টিকাদান কর্মশালা অনুষ্ঠিত Logo খুুবি উপাচার্যের সাথে হিট প্রজেক্টপ্রাপ্ত শিক্ষকদের মতবিনিময় Logo চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রতিটি স্তরে সেবা গ্রহীতাদের স্বস্তি Logo নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক হত্যার প্রতিবাদে ইবিতে মানববন্ধন  Logo নারী হেনস্থা ও সাইবার বুলিংয়ের প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ Logo চাঁদপুর মডেল থানায় ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo ইবি’র দুই নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে কমিটি পুনর্গঠন

সিন্ডিকেটের নিষেধাজ্ঞা অমান্য করে কুবি ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:২৩:২২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ৭০৬ বার পড়া হয়েছে
রাজনীতি নিষিদ্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে সিন্ডিকেটের সিদ্ধান্তকে অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে গণ*ধর্ষণের হুমকি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিব এবং যুগ্ম আহ্বায়কের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশ থেকে এই মিছিল শুরু হয়।
জানা যায়, এ সময় ছাত্রদলের প্রায় ৭০-৮০ জন নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের একটু দূর থেকে মিছিল শুরু করে প্রধান ফটক হয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। এরপর তারা মিছিল নিয়ে গোল চত্বর থেকে প্রশাসনিক ভবনের পাশ দিয়ে ঘুরে প্রধান ফটকে অবস্থান কর্মসূচি করে। এতে ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিব ছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক মোঃ আবুল বাশার, আতিকুর রহমানসহ আরো অনেক নেতৃবৃন্দ।
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে মিছিল করার কারণ জানতে চাইলে শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান বলেন, ‘এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম ছিল না। আমাদের একটা বোনকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেওয়ার প্রতিবাদ করেছি আমরা। যদিও ছাত্রদলের ব্যানারে আমরা মিছিল করেছি তবে এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম ছিল না। সাধারণ শিক্ষার্থী হিসেবে সবার উচিত এমন ঘটনার প্রতিবাদ করা।’
সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ বলেন, স্বৈরাচারী সরকারের আমলে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ হয়েছে। আমরা এই সিদ্ধান্ত মানি না। সিন্ডিকেটের এই সিদ্ধান্ত বাতিল করার জন্য আমরা গত একবছরে বেশ কয়েকবার প্রশাসনের সাথে সাক্ষাৎ করেছি। কিন্তু তারা কোন উদ্যোগ নেয়নি। শিক্ষার্থীদের স্বার্থে ক্যাম্পাসে রাজনৈতিক ব্যানারে কোনো প্রোগ্রামকে আমরা যৌক্তিক হিসেবেই দেখি।
এ বিষয়ে জানার জন্য শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের মুঠোফোনে একাধিক কল করা হলেও তিনি সাড়া দেননি।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। তারা আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। আমরা আগামীকাল এগারোটায় এ বিষয়টি নিয়ে মিটিং ডেকেছি। মিটিংয়ে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।’
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১০০ তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা

সিন্ডিকেটের নিষেধাজ্ঞা অমান্য করে কুবি ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ১০:২৩:২২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
রাজনীতি নিষিদ্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে সিন্ডিকেটের সিদ্ধান্তকে অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে গণ*ধর্ষণের হুমকি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিব এবং যুগ্ম আহ্বায়কের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশ থেকে এই মিছিল শুরু হয়।
জানা যায়, এ সময় ছাত্রদলের প্রায় ৭০-৮০ জন নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের একটু দূর থেকে মিছিল শুরু করে প্রধান ফটক হয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। এরপর তারা মিছিল নিয়ে গোল চত্বর থেকে প্রশাসনিক ভবনের পাশ দিয়ে ঘুরে প্রধান ফটকে অবস্থান কর্মসূচি করে। এতে ছাত্রদলের আহ্বায়ক, সদস্য সচিব ছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক মোঃ আবুল বাশার, আতিকুর রহমানসহ আরো অনেক নেতৃবৃন্দ।
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে মিছিল করার কারণ জানতে চাইলে শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান বলেন, ‘এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম ছিল না। আমাদের একটা বোনকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেওয়ার প্রতিবাদ করেছি আমরা। যদিও ছাত্রদলের ব্যানারে আমরা মিছিল করেছি তবে এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম ছিল না। সাধারণ শিক্ষার্থী হিসেবে সবার উচিত এমন ঘটনার প্রতিবাদ করা।’
সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ বলেন, স্বৈরাচারী সরকারের আমলে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ হয়েছে। আমরা এই সিদ্ধান্ত মানি না। সিন্ডিকেটের এই সিদ্ধান্ত বাতিল করার জন্য আমরা গত একবছরে বেশ কয়েকবার প্রশাসনের সাথে সাক্ষাৎ করেছি। কিন্তু তারা কোন উদ্যোগ নেয়নি। শিক্ষার্থীদের স্বার্থে ক্যাম্পাসে রাজনৈতিক ব্যানারে কোনো প্রোগ্রামকে আমরা যৌক্তিক হিসেবেই দেখি।
এ বিষয়ে জানার জন্য শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের মুঠোফোনে একাধিক কল করা হলেও তিনি সাড়া দেননি।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। তারা আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। আমরা আগামীকাল এগারোটায় এ বিষয়টি নিয়ে মিটিং ডেকেছি। মিটিংয়ে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।’
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১০০ তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।