নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দল ও বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শরীফুজ্জামান শরীফের বাস ভবনের সামনে আকস্মিক অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ। এ সময় নেতাকর্মীদের মারধরসহ ১০ জনকে আটক করা হয়। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার পর থেকে এ ঘটনা ঘটে। এ প্রসঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ বলেন, ‘চুয়াডাঙ্গা শহরে গণসংযোগ শেষে বাড়িতে প্রবেশ করার পর নেতাকর্মীরা বিদায় নিয়ে শান্তিপূর্ণভাবে নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছিলেন। ঠিক এমন সময় চুয়াডাঙ্গা সদর থানার সামনে থেকে পুলিশের কয়েকটি টিম বাঁশি বাজাতে বাজাতে আমার বাড়ির দিকে আসতে থাকে। একপর্যায়ে বাড়ির সামনে এসে তারা ১০ জন নেতাকর্মীকে জোরপূর্বক গাড়ীতে তুলে নিয়ে যায়।’খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে পৌছুলে ঘটনার বিষয়ে কোন কথা না বলে চলে যায় পুলিশ সদস্যরা। তবে বিকেল থেকে রাত পর্যন্ত বাসভবনের দু’প্রান্তে পুলিশের অবস্থান দেখে বিপুল সংখ্যাক নেতাকর্মী অবরুদ্ধ হয়ে ছিল বলে জানা গেছে। নির্বাচনী প্রচারণা কিংবা ব্যক্তিগত কোন কাজের জন্য বের হতে পারেননি শরীফুজ্জামান নিজেও।পুলিশ জানায়, দু’টি মামলায় ১০ জনকে আটক করা হয়েছে। আটকৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদরের কোটালির খবির উদ্দিনের ছেলে কায়েস উদ্দীন (৪৩), একই গ্রামের মৃত জামাত আলীর ছেলে আবুল হাশেম (৪৫), হিজলগাড়ীর মৃত আমির আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৩), তিতুদহের নুরুল ইসলামের ছেলে জামাল উদ্দীন (২২), নুরুল্লাহপুরের মৃত নুর মোহাম্মেদের ছেলে রহিদুল ইসলাম (৪৫), সড়াবাড়িয়ার মৃত আবু বক্কর মল্লিকের ছেলে মোক্তার হোসেন (৪৩), চুয়াডাঙ্গা পৌর শহরের সবুজপাড়ার মৃত লুৎফর রহমান শেখের ছেলে সামসুল শেখ (৫৫), ইসলামপাড়ার মৃত ইব্রাহিম মন্ডলের ছেলে আব্দুর রাজ্জাক (৪৮), একই এলাকার জাকির হোসেনের ছেলে লিটন হোসেন (৩২) ও আলুকদিয়া মনিরামপুরের মৃত ভাদু মন্ডলের ছেলে লাড্ডু (৪৫)।