এইউবি ক্যাম্পাসে বইপাঠ প্রতিযোগিতা ও পিঠা উৎসব !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৫৭:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৬৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) স্থায়ী ক্যাম্পাস পাঠাগারের উদ্যোগে ঋতুকালীন উৎসব অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের অংশ হিসেবে বইপাঠ প্রতিযোগিতা, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের সুপরিসর লবিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উৎসব উপলক্ষে পিঠার স্টল স্থাপন করেন। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মুহাম্মদ জাফার সাদেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি এ ধরনের আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণ তাদের সামাজিক যোগ্যতা বৃদ্ধি করে।
তিনি বিশ্ববিদ্যালয়ের সব কো-কারিকুলার কার্যক্রমে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে স্থায়ী ক্যাম্পাসে নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধির দিকেও তিনি গুরুত্বারোপ করেন।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অ্যাড. আবুল কালাম আজাদ, সিন্ডিকেট ও বোর্ড অব ট্রাস্টিজ সদস্য এস এম ইয়াছিন আলী, স্থায়ী ক্যাম্পাস সমন্বয়ক মো. এখলাসুর রহমান, ডেপুটি লাইব্রেরিয়ান রাবেয়া আখতারসহ শিক্ষকমণ্ডলী, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা এ আয়োজনে অংশ নেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এইউবি ক্যাম্পাসে বইপাঠ প্রতিযোগিতা ও পিঠা উৎসব !

আপডেট সময় : ০৫:৫৭:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) স্থায়ী ক্যাম্পাস পাঠাগারের উদ্যোগে ঋতুকালীন উৎসব অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের অংশ হিসেবে বইপাঠ প্রতিযোগিতা, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের সুপরিসর লবিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উৎসব উপলক্ষে পিঠার স্টল স্থাপন করেন। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মুহাম্মদ জাফার সাদেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি এ ধরনের আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণ তাদের সামাজিক যোগ্যতা বৃদ্ধি করে।
তিনি বিশ্ববিদ্যালয়ের সব কো-কারিকুলার কার্যক্রমে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে স্থায়ী ক্যাম্পাসে নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধির দিকেও তিনি গুরুত্বারোপ করেন।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অ্যাড. আবুল কালাম আজাদ, সিন্ডিকেট ও বোর্ড অব ট্রাস্টিজ সদস্য এস এম ইয়াছিন আলী, স্থায়ী ক্যাম্পাস সমন্বয়ক মো. এখলাসুর রহমান, ডেপুটি লাইব্রেরিয়ান রাবেয়া আখতারসহ শিক্ষকমণ্ডলী, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা এ আয়োজনে অংশ নেন।