চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের সফিবাদ গ্রামে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া পাকা রাস্তা সংস্কারে এগিয়ে এলেন বিএনপি নেতাকর্মীরা ও স্থানীয় এলাকাবাসী।
জানা যায়, বৃষ্টিতে রাস্তাটির ভাঙাচোরা অবস্থা দীর্ঘদিন যাবৎ জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। বর্ষা মৌসুমে এই দুর্ভোগ চরমে পৌঁছায়। স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও কোনো কার্যকর ব্যবস্থা না পেয়ে শেষমেশ নিজেরাই উদ্যোগ নেন এলাকার যুব সমাজ ও বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকালে রাস্তা সংস্কারের কাজ উদ্বোধন করেন পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা মাষ্টার কামরুল হাসান চৌধুরী। এ সময় এলাকার শতাধিক মানুষ স্বেচ্ছাশ্রমে অংশ নেন। কোদাল, বেলচা, ট্রলি ও ট্রাক ব্যবহার করে কয়েক ঘণ্টার মধ্যেই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলেন তারা।
বিএনপি ও স্থানীয় এলাকাবাসীরা বলেন, “জনগণের দুর্ভোগ দেখেও চুপ করে থাকা যায় না। আমরা দলমত ভুলে এলাকার স্বার্থে সবাই মিলে কাজ করেছি।”
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এ ধরনের কাজে যদি সব সময় রাজনৈতিক কর্মীরা এগিয়ে আসে, তাহলে গ্রামের অনেক সমস্যার সমাধান হবে।”
এটি একটি উদাহরণ হয়ে থাকল—কীভাবে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়নে জনগণ একত্রিত হতে পারে। এদিকে সার্বিক ভাবে সহযোগিতা করেন সফিবাদ আল ফালাহ সামাজিক সংগঠন।
এসময় বিএনপি নেতা হেদায়েত উল্যাহ প্রবন,মাষ্টার কামরুল হাসান চৌধুরী,মোস্তাফা কামাল মুন্সী,শাহেদুল ইসলাম হেলাল,নুর মোহাম্মদ মিয়াজী,স্থানীয় অধিবাসী ফয়সাল মোল্লা,কাউসার মিয়াজী সহ অন্যান্যরা রাস্তা সংস্কারে অংশগ্রহন করেন।