প্রতিপক্ষ সঙ্কটে বিসিবি, খেলতে চায় না কেউ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:২৯:০৫ অপরাহ্ণ, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ৭১১ বার পড়া হয়েছে

হঠাৎ করে ভারত দল বাংলাদেশ সফরে না আসায় বেশ চাপে পড়েছে বাংলাদেশ। আর্থিক দিক দিয়ে তো বটেই, মাঠের খেলাতেও পড়ছে যার প্রভাব। নিতে পারছে না এশিয়া কাপের সম্ভাব্য সেরা প্রস্তুতি।এশিয়া কাপের আগে আগস্টে ভারতের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল টাইগারদের। সূচিও তৈরি ছিল। তবে হঠাৎ মুখ ঘুরিয়ে নেয় তারা, বাংলাদেশে আসতে অস্বীকৃতি জানায় বিসিসিআই।

ভারত দল না আসায় বিসিবির মিডিয়া সত্ত্ব বিক্রিতে বড় ধরনের প্রভাব ফেলে। এফটিপিতে ভারতের বিপক্ষে সিরিজ থাকায় বিসিবির পরিকল্পনা ছিল ২০২৪ থেকে ২০২৭ পর্যন্ত মিডিয়া স্বত্ব একসাথে বিক্রির।

মূলত ভারতের মতো বড় দলের উপস্থিতির কারণে সেই প্যাকেজে উচ্চমূল্য আশা করেছিল তারা। কিন্তু ভারত না এলে ওই প্যাকেজের আকর্ষণ অনেকটাই কমে যায়। ফলে বড় লোকসানের মুখে বিসিবি।

যদিও আপাতত শুধু পাকিস্তান সিরিজের জন্য স্বত্ব বিক্রি করে কাজ চালিয়েছে বিসিবি; তবে মাঠের খেলার প্রভাব নিয়ে পড়েছে চিন্তায়। এসিসির এই আসর মাঠে গড়াতে যে এখনো মাস দেড়েক বাকি।এখনো হয়তো সূচি ঘোষণা হয়নি, তবে জানা গেছে, সেপ্টেম্বরের ৮ তারিখ শুরু হতে পারে এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের এই আসর। তার আগে লম্বা সময়ের বিশ্রাম হিতের বিপরীত হতে পারে।

পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টির পর লিটন দাসও বলেছিলেন, এশিয়া কাপে যাওয়ার আগে আরো একটি সিরিজ খেলতে পারলে ভালো হতো তাদের জন্য। তবে বেশিভাগ দলেরই আগস্টে আন্তর্জাতিক সূচি থাকাতেই বেধেছে বিপত্তি।

শনিবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গণমাধ্যমের সাথে আলাপকালে জানান, নেপাল ও নেদ্যারল্যান্ডসের সাথে সিরিজ আয়োজন নিয়ে আলোচনা করছে বিসিবি।

তবে বাস্তবতা হলো- বিসিবির হাতে খুব বেশি সময় ও অপশন নেই। এই সময়ে ব্যস্ততা কম আফগানিস্তান ও আয়ারল্যান্ডের। তবে এশিয়া কাপের পর রশিদদের সাথে সিরিজ খেলার পূর্ব পরিকল্পনা আছে।তবে আশার আলো আগস্টের শেষভাগে এসে খেলা নেই নিউজিল্যান্ড ও আরব আমিরাত দলের। তাদের যে কারো সাথে দেশে বা বিদেশে হলেও একটি সিরিজ আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বোর্ড।

সেক্ষেত্রে রয়ে যায় শুধু আয়ারল্যান্ড। আর সূত্র বলছে, আইরিশদের সাথে সম্ভাব্য সিরিজ নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু করে দিয়েছে বিসিবি। তবে আলোচনা তেমন ফলপ্রসূ নয়।

বিসিবি’র অন্য একটা সূত্র বলছে, টানা সিরিজ খেলার ধকল সামলে নিতে আপাতত ক্রিকেটারদের বিশ্রামে রাখাটাই জরুরি। ১০ থেকে ১২ দিনের বিশ্রামের পর আগস্টের প্রথম সপ্তাহে শুরু হবে স্কিল ক্যাম্প।

সিরিজ খেলার জন্য শেষ পর্যন্ত বিদেশী দল পাওয়া না গেলে ‘এ’ দল বা হাই পারফরম্যান্স দলের সাথে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেই এশিয়া কাপের প্রস্তুতি সারতে পারে জাতীয় দল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিপক্ষ সঙ্কটে বিসিবি, খেলতে চায় না কেউ

আপডেট সময় : ০৭:২৯:০৫ অপরাহ্ণ, শনিবার, ২৬ জুলাই ২০২৫

হঠাৎ করে ভারত দল বাংলাদেশ সফরে না আসায় বেশ চাপে পড়েছে বাংলাদেশ। আর্থিক দিক দিয়ে তো বটেই, মাঠের খেলাতেও পড়ছে যার প্রভাব। নিতে পারছে না এশিয়া কাপের সম্ভাব্য সেরা প্রস্তুতি।এশিয়া কাপের আগে আগস্টে ভারতের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল টাইগারদের। সূচিও তৈরি ছিল। তবে হঠাৎ মুখ ঘুরিয়ে নেয় তারা, বাংলাদেশে আসতে অস্বীকৃতি জানায় বিসিসিআই।

ভারত দল না আসায় বিসিবির মিডিয়া সত্ত্ব বিক্রিতে বড় ধরনের প্রভাব ফেলে। এফটিপিতে ভারতের বিপক্ষে সিরিজ থাকায় বিসিবির পরিকল্পনা ছিল ২০২৪ থেকে ২০২৭ পর্যন্ত মিডিয়া স্বত্ব একসাথে বিক্রির।

মূলত ভারতের মতো বড় দলের উপস্থিতির কারণে সেই প্যাকেজে উচ্চমূল্য আশা করেছিল তারা। কিন্তু ভারত না এলে ওই প্যাকেজের আকর্ষণ অনেকটাই কমে যায়। ফলে বড় লোকসানের মুখে বিসিবি।

যদিও আপাতত শুধু পাকিস্তান সিরিজের জন্য স্বত্ব বিক্রি করে কাজ চালিয়েছে বিসিবি; তবে মাঠের খেলার প্রভাব নিয়ে পড়েছে চিন্তায়। এসিসির এই আসর মাঠে গড়াতে যে এখনো মাস দেড়েক বাকি।এখনো হয়তো সূচি ঘোষণা হয়নি, তবে জানা গেছে, সেপ্টেম্বরের ৮ তারিখ শুরু হতে পারে এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের এই আসর। তার আগে লম্বা সময়ের বিশ্রাম হিতের বিপরীত হতে পারে।

পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টির পর লিটন দাসও বলেছিলেন, এশিয়া কাপে যাওয়ার আগে আরো একটি সিরিজ খেলতে পারলে ভালো হতো তাদের জন্য। তবে বেশিভাগ দলেরই আগস্টে আন্তর্জাতিক সূচি থাকাতেই বেধেছে বিপত্তি।

শনিবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গণমাধ্যমের সাথে আলাপকালে জানান, নেপাল ও নেদ্যারল্যান্ডসের সাথে সিরিজ আয়োজন নিয়ে আলোচনা করছে বিসিবি।

তবে বাস্তবতা হলো- বিসিবির হাতে খুব বেশি সময় ও অপশন নেই। এই সময়ে ব্যস্ততা কম আফগানিস্তান ও আয়ারল্যান্ডের। তবে এশিয়া কাপের পর রশিদদের সাথে সিরিজ খেলার পূর্ব পরিকল্পনা আছে।তবে আশার আলো আগস্টের শেষভাগে এসে খেলা নেই নিউজিল্যান্ড ও আরব আমিরাত দলের। তাদের যে কারো সাথে দেশে বা বিদেশে হলেও একটি সিরিজ আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বোর্ড।

সেক্ষেত্রে রয়ে যায় শুধু আয়ারল্যান্ড। আর সূত্র বলছে, আইরিশদের সাথে সম্ভাব্য সিরিজ নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু করে দিয়েছে বিসিবি। তবে আলোচনা তেমন ফলপ্রসূ নয়।

বিসিবি’র অন্য একটা সূত্র বলছে, টানা সিরিজ খেলার ধকল সামলে নিতে আপাতত ক্রিকেটারদের বিশ্রামে রাখাটাই জরুরি। ১০ থেকে ১২ দিনের বিশ্রামের পর আগস্টের প্রথম সপ্তাহে শুরু হবে স্কিল ক্যাম্প।

সিরিজ খেলার জন্য শেষ পর্যন্ত বিদেশী দল পাওয়া না গেলে ‘এ’ দল বা হাই পারফরম্যান্স দলের সাথে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেই এশিয়া কাপের প্রস্তুতি সারতে পারে জাতীয় দল।