চাঁদপুরের কচুয়ার কৃতিসন্তান, ইউরোপীয় ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য, কচুয়া জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সহ-সভাপতি ও কচুয়া উপজেলা যুবদলের সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান (জামান মজুমদার) স্বদেশ প্রত্যাবর্তন করেছেন।
এ উপলক্ষে মাঝিগাছা ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও জার্সি বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেলে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মাঝিগাছা মাওলানা মবিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো।
৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ তাজুল ইসলামমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ ইউসুফ মিয়াজী।
তিনি বলেন, “প্রবাসে থেকেও যেভাবে জামান মজুমদার দলীয় আদর্শ ছড়িয়ে দিচ্ছেন এবং কচুয়া বিএনপির প্রতি ভালোবাসা রেখেছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব স্থানীয় রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।”
অনুষ্ঠানে বক্তারা মোঃ কামরুজ্জামান এর প্রবাস জীবনে দলের প্রতি নিষ্ঠা ও অবদানের ভূয়সী প্রশংসা করেন। একইসাথে তাঁর নেতৃত্বে ভবিষ্যতে সংগঠন আরও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। তাছাড়া জামান মজুমদার নিজেই একজন ক্রীড়ামোদী মানুষ। তাঁর অনুপ্রেরণায় এই উদ্যোগ ভবিষ্যতে নিয়মিত হবে। তাঁর সক্রিয় অংশগ্রহণে বিএনপির কার্যক্রম আরও গতিশীল হবে।
অনুষ্ঠান শেষে শহীদ জিয়া স্মৃতি সংসদের পক্ষ থেকে ক্রীড়া কার্যক্রমে ব্যবহারের জন্য স্থানীয় তরুণদের মাঝে জার্সি বিতরণ করা হয়। একই দিনে অন্যান্য প্রবাসীদের ফুলের মালা দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিতারা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জসিম উদ্দিন মাষ্টার,সহ-সভাপতি কামরুল মাষ্টার,সফিকুল ইসলাম মাষ্টার,সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী,উপজেলা যুবদলের সহ-সভাপতি শামীম মিয়াজী,সহ-দপ্তর সম্পাদক মো. ফয়সাল মাষ্টার প্রমুখ।
এসময় বিতারা ইউনিয়ন যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক মজনু তালুকদার,যুব নেতা শরীফ মিয়াজী,ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আলী আকবর তুহিন,সজীব মিয়াজী,বিতারা ইউনিয়ন পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি হিমু ঢালী,সুজন চৌধুরী,যুগ্ন সম্পাদক শরীফুল ইসলাম,হাছান মিয়াজী,নাঈম মিয়াজী,সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা,সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল মজুমদার,৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি কালাম তালুকদার,সিনিয়র সহ-সভাপতি ফারুক মুন্সী,সাধারন সম্পাদক আরজু মিয়াজী,ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কাউছার তালুকদার,সাংগঠনিক সম্পাদক তাহের আলী মুন্সী,ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেজবাহ মিয়াজী,সাধারন সম্পাদক মোহাম্মদ হোসেন,৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি জুনায়েদ সিদ্দিকী,সিনিয়র সহ-সভাপতি আনিছ মৃধা,যুগ্ন সাধারন সম্পাদক মো. নোমান,মো. নাসিম গাজী সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।