শিরোনাম :
Logo ইবিতে দুর্গাপূজা উপলক্ষে পরীক্ষা স্থগিতের নোটিশ Logo সুন্দরবনে বন বিভাগের পৃথক অভিযানে ৫ জেলে আটক  ৩টা নৌকা, জাল, বিষের বোতল সহ মাছ জব্দ  Logo পলাশবাড়ীতে ভূয়া সমিতির নামে পৌনে এক কোটির টাকার গাছ বিক্রি করে অর্থ লুটপাট Logo কুবিতে এক সাংবাদিক সংগঠনের নিবন্ধন বাতিলের দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo পঞ্চগড়ে ভিডাব্লিউবি কার্ড বিতরণ নিয়ে লিখিত অভিযোগ মিথ্যা, ষড়যন্ত্রমূলক বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন Logo সিরাজগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী নিহত, চারজন আহত Logo ভুক্তভোগীর সংবাদ সম্মেলন কচুয়ায় ফসলি জমি নষ্ট করে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, বাধা দিলে প্রাণনাশের হুমকি  Logo চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল সমাবেশ Logo ইবিতে “ক্যারিয়ার গাইডলাইন ফর ফ্রেশার্স ২০২৫” অনুষ্ঠিত  Logo বেলকুচি আনন্দমেলায় টিকিট বাণিজ্য সময় বাড়ানোর আবেদন

সাজিদের রহস্যজনক মৃত্যু: উত্তাল ক্যাম্পাস, উপাচার্যের আশ্বাসে আন্দোলন স্থগিত

oppo_0

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন এলাকা। পরবর্তীতে উপাচার্যের আশ্বাসে সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে প্রশাসন ভবনের সামনে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এসময় অবস্থান কর্মসূচিতে সংহতি জানান বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার নেতৃবৃন্দ। পরে দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আগামী রবিবারের মধ্যে মৃত্যুর কারণ উদ্ঘাটনের প্রতিশ্রুতি পেয়ে কর্মসূচি স্থগিত করেন তারা।

কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘সাজিদ হত্যার বিচার চাই’, ‘খুনিদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘কণ্ঠে আবার লাগাও জোর, প্রশাসনের কবর খোঁড়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘ক্যাম্পাসে লাশ পড়ে, প্রশাসন কী করে’, ‘আমাদের সংগ্রাম চলছেই চলবে’— এমন স্লোগানে ক্যাম্পাস প্রকম্পিত করেন।

শিক্ষার্থীরা বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে সাজিদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত প্রতিবেদন দিতে হবে। যদি প্রশাসন ব্যর্থ হয়, তাহলে আমরা প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেব, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অচল করে দেব।”

আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসিরউদ্দিন মিঝি বলেন, “উপাচার্য স্যার বিদেশ থেকে ফিরেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ তিনি আমাকে ডেকে ক্যাম্পাস পরিস্থিতি এবং শিক্ষার্থীদের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছেন। তদন্ত কমিটির প্রধানকেও তিনি ডেকেছেন।”

ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, “তদন্তের কাজ ইতোমধ্যেই অনেকদূর এগিয়েছে। আমরা গঠনের পরপরই কাজ শুরু করেছি। রবিবারের মধ্যেই আমরা রিপোর্ট জমা দিতে পারব বলে আশা করছি। তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু এখন বলা ঠিক হবে না।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “সাজিদের মৃত্যুতে আমিও ব্যথিত। তোমরা যেমন বলছ, ‘উই ওয়ান্ট জাস্টিস’— আমিও সেই দাবি সমর্থন করি। প্রশাসন কোনোভাবেই এই ঘটনাকে ধামাচাপা দিতে চায় না।

যদি আমাদের তদন্ত কমিটি প্রকৃত কারণ উদ্ঘাটনে ব্যর্থ হয়, তাহলে আমরা বিচার বিভাগীয় তদন্তের ব্যবস্থা নেব। প্রয়োজনে পিবিআই বা আরও উচ্চপর্যায়ের তদন্ত হবে। আমরা অবশ্যই মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করব।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “তোমরা নিশ্চিত থাকতে পারো— প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা কিছুই এড়িয়ে যাচ্ছি না এবং ভবিষ্যতেও যাব না।”

উল্লেখ্য, ১৭ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করা হয়। তবে এই মৃত্যুকে স্বাভাবিক হিসেবে মেনে নিতে পারছেন না তার সহপাঠী, বন্ধু এবং স্বজনেরা। ফলে মৃত্যু ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইবিতে দুর্গাপূজা উপলক্ষে পরীক্ষা স্থগিতের নোটিশ

সাজিদের রহস্যজনক মৃত্যু: উত্তাল ক্যাম্পাস, উপাচার্যের আশ্বাসে আন্দোলন স্থগিত

আপডেট সময় : ০৮:৫৫:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন এলাকা। পরবর্তীতে উপাচার্যের আশ্বাসে সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে প্রশাসন ভবনের সামনে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এসময় অবস্থান কর্মসূচিতে সংহতি জানান বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার নেতৃবৃন্দ। পরে দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আগামী রবিবারের মধ্যে মৃত্যুর কারণ উদ্ঘাটনের প্রতিশ্রুতি পেয়ে কর্মসূচি স্থগিত করেন তারা।

কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘সাজিদ হত্যার বিচার চাই’, ‘খুনিদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘কণ্ঠে আবার লাগাও জোর, প্রশাসনের কবর খোঁড়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘ক্যাম্পাসে লাশ পড়ে, প্রশাসন কী করে’, ‘আমাদের সংগ্রাম চলছেই চলবে’— এমন স্লোগানে ক্যাম্পাস প্রকম্পিত করেন।

শিক্ষার্থীরা বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে সাজিদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত প্রতিবেদন দিতে হবে। যদি প্রশাসন ব্যর্থ হয়, তাহলে আমরা প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেব, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অচল করে দেব।”

আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসিরউদ্দিন মিঝি বলেন, “উপাচার্য স্যার বিদেশ থেকে ফিরেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ তিনি আমাকে ডেকে ক্যাম্পাস পরিস্থিতি এবং শিক্ষার্থীদের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছেন। তদন্ত কমিটির প্রধানকেও তিনি ডেকেছেন।”

ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, “তদন্তের কাজ ইতোমধ্যেই অনেকদূর এগিয়েছে। আমরা গঠনের পরপরই কাজ শুরু করেছি। রবিবারের মধ্যেই আমরা রিপোর্ট জমা দিতে পারব বলে আশা করছি। তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু এখন বলা ঠিক হবে না।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “সাজিদের মৃত্যুতে আমিও ব্যথিত। তোমরা যেমন বলছ, ‘উই ওয়ান্ট জাস্টিস’— আমিও সেই দাবি সমর্থন করি। প্রশাসন কোনোভাবেই এই ঘটনাকে ধামাচাপা দিতে চায় না।

যদি আমাদের তদন্ত কমিটি প্রকৃত কারণ উদ্ঘাটনে ব্যর্থ হয়, তাহলে আমরা বিচার বিভাগীয় তদন্তের ব্যবস্থা নেব। প্রয়োজনে পিবিআই বা আরও উচ্চপর্যায়ের তদন্ত হবে। আমরা অবশ্যই মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করব।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “তোমরা নিশ্চিত থাকতে পারো— প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা কিছুই এড়িয়ে যাচ্ছি না এবং ভবিষ্যতেও যাব না।”

উল্লেখ্য, ১৭ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করা হয়। তবে এই মৃত্যুকে স্বাভাবিক হিসেবে মেনে নিতে পারছেন না তার সহপাঠী, বন্ধু এবং স্বজনেরা। ফলে মৃত্যু ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা।