পঞ্চগড় জেলার বোদা উপজেলার নিরাময় নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক উজ্জ্বল সরকারকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে জর্জরিত এ প্রতিষ্ঠানটি নিয়ে বহুবার আলোচনা হলেও এবার প্রশাসনিক পদক্ষেপের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে ভ্রাম্যমাণ আদালত সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ, লুৎফুল কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা: সাফাদ বীন সাদ, ক্যাপ্টেন ইনজামাম, এর নেতৃত্বে অভিযানে অভিযুক্ত উজ্জ্বল সরকার কে হাতকড়া পড়িয়ে জেলহাজতে পাঠানো হয়।
জানা যায়, নিরাময় নার্সিং হোম দীর্ঘদিন ধরে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটিতে প্রশিক্ষণবিহীন ওটি বয় দিয়ে অপারেশন করানো হয়।
এসব বিষয়ে অতীতে একাধিকবার গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও প্রতিষ্ঠানটি অদৃশ্য প্রভাব খাটিয়ে কোনোভাবে আইনের হাত থেকে বারবার রক্ষা পেয়ে আসছিল।
সাম্প্রতিক সময়ে আজকের রিপোর্ট, দৈনিক নীলকন্ঠ, আমার বার্তা সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রকাশে ভ্রাম্যমাণ আদালতের নজরে আসলে যৌথ বাহিনী অভিযান এ পরিচালনা করেন।
বক্তব্য ; আজিম উদ্দিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা বোদা থানা।