শিরোনাম :
Logo জরিমানার কবলে ওয়েস্ট ইন্ডিজ Logo কচুয়ায় প্রবাসী নেতা কামরুজ্জামানের স্বদেশ প্রত্যাবর্তনে সংবর্ধনা ও জার্সি বিতরণ Logo সাজিদের রহস্যজনক মৃত্যু: উত্তাল ক্যাম্পাস, উপাচার্যের আশ্বাসে আন্দোলন স্থগিত Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘হেল্থ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন এর নেতৃত্বে আরিফুল ও রাফি Logo ইবিতে তারুণ্যে’র ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo পিন্ডি ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়: নাহিদ Logo ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সংকট তৈরি হয়েছে: আখতার Logo ভারতে সড়ক দুর্ঘটনায় ১৮ তীর্থযাত্রী নিহত Logo গাজায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে: স্বাস্থ্য মন্ত্রণালয় Logo বেইজিংয়ে ভারী বৃষ্টি ও বন্যায় ৩০ জনের মৃত্যু

তদন্ত রিপোর্ট চেয়ে বিক্ষোভ, গদি ছাড়ার হুঁশিয়ারি প্রশাসনকে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবিতে ফের বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আজই পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ না হলে প্রশাসনকে গদি ছাড়তে হবে।

মঙ্গলবার (২৯ জুলাই) ছিল তদন্ত প্রতিবেদন জমাদানের নির্ধারিত দিন। এ উপলক্ষে সকাল থেকেই আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে প্রশাসন ভবনের সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচিতে সংহতি জানান বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার নেতৃবৃন্দ।

এসময় শিক্ষার্থীরা “পারলে আজই রিপোর্ট দে, নইলে গদি ছাইড়া দে”, “তুমি কে আমি কে – সাজিদ সাজিদ”, “আমার ভাই কবরে, প্রশাসন কী করে?”, “আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই”, “উই উই ওয়ান্ট – জাস্টিস জাস্টিস”, “বিচার বিচার বিচার চাই – সাজিদ হত্যার বিচার চাই” বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, “সাজিদের লাশ উদ্ধারের পরদিনও প্রশাসনের কাউকে খুঁজে পাওয়া যায়নি। আমাদের বেঁধে দেওয়া সময় পার হলেও এখনও পর্যন্ত তদন্তে কোনো অগ্রগতি দৃশ্যমান নয়। আজকের মধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে, নইলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”

এ বিষয়ে আল-কুরআন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসিরউদ্দিন মিঝি বলেন, “ভাইস চ্যান্সেলর বিদেশ থেকে ফিরেই ক্যাম্পাস পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং আমাকে ডেকে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। তদন্ত কমিটির প্রধানকেও আজই ডাকা হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ভাইস চ্যান্সেলর তদন্ত কমিটিকে ডেকেছেন। আর কিছুক্ষণের মধ্যে শিক্ষার্থীদের সামনে তদন্তের অগ্রগতি জানানো হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জরিমানার কবলে ওয়েস্ট ইন্ডিজ

তদন্ত রিপোর্ট চেয়ে বিক্ষোভ, গদি ছাড়ার হুঁশিয়ারি প্রশাসনকে

আপডেট সময় : ০৩:৫৪:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবিতে ফের বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আজই পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ না হলে প্রশাসনকে গদি ছাড়তে হবে।

মঙ্গলবার (২৯ জুলাই) ছিল তদন্ত প্রতিবেদন জমাদানের নির্ধারিত দিন। এ উপলক্ষে সকাল থেকেই আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে প্রশাসন ভবনের সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচিতে সংহতি জানান বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার নেতৃবৃন্দ।

এসময় শিক্ষার্থীরা “পারলে আজই রিপোর্ট দে, নইলে গদি ছাইড়া দে”, “তুমি কে আমি কে – সাজিদ সাজিদ”, “আমার ভাই কবরে, প্রশাসন কী করে?”, “আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই”, “উই উই ওয়ান্ট – জাস্টিস জাস্টিস”, “বিচার বিচার বিচার চাই – সাজিদ হত্যার বিচার চাই” বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, “সাজিদের লাশ উদ্ধারের পরদিনও প্রশাসনের কাউকে খুঁজে পাওয়া যায়নি। আমাদের বেঁধে দেওয়া সময় পার হলেও এখনও পর্যন্ত তদন্তে কোনো অগ্রগতি দৃশ্যমান নয়। আজকের মধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে, নইলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”

এ বিষয়ে আল-কুরআন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসিরউদ্দিন মিঝি বলেন, “ভাইস চ্যান্সেলর বিদেশ থেকে ফিরেই ক্যাম্পাস পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং আমাকে ডেকে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। তদন্ত কমিটির প্রধানকেও আজই ডাকা হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ভাইস চ্যান্সেলর তদন্ত কমিটিকে ডেকেছেন। আর কিছুক্ষণের মধ্যে শিক্ষার্থীদের সামনে তদন্তের অগ্রগতি জানানো হবে।