পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন, ক্ষতির পরিমাণ লাখের উপরে

বসে বসে মাছ হাতে নিয়ে এভাবে কাঁদছেন একজন ভুক্তভোগী। এমন বর্বর নিষ্ঠুরতায় তাদের নেমে আসে দুঃখের ছায়া।রাতের আধারে শত্রুতাবশত পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন করেছে দুবৃত্তরা। স্বপ্ন ছিল মাছ চাষে সাবলম্বী হওয়ার। কিন্তু পুকুরে বিষ পায়েগে সব স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে গেল।

ঘটনাটি ঘটেছে চাঁদপুরের কচুয়া উপজেলার বুধুন্ডা দৌলাগাজী প্রধানীয়া বাড়িতে। বুধবার ভোরে দুর্বৃত্তরা একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকার মাছ নিধন করেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন মাছচাষি কামাল হোসেন, প্রবন মিয়া ও মনির হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩০ জুলাই) সকাল ৬টার দিকে মাছচাষিরা প্রতিদিনের মতো পুকুরে গেলে দেখতে পান পানিতে মরা মাছ ভেসে উঠছে। কিছুক্ষণের মধ্যেই প্রায় সব মাছই মরে ভেসে ওঠে। চাষিরা ধারণা করছেন, মঙ্গলবার গভীর রাতে বা ভোররাতে কোনো একসময় শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে।

ভুক্তভোগীরা জানান, মাত্র ১২ দিন আগে পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ ছাড়েন, যার আনুমানিক বাজারমূল্য ছিল ১ লাখ ৩০ হাজার টাকা। এর আগেও ২০ দিন পূর্বে একই পুকুরে বিষ প্রয়োগের একটি ঘটনা ঘটেছিল। এতে ক্ষতি হয়েছে তাদের প্রায় ২লক্ষ টাকা। তারা আশঙ্কা করছেন, পূর্বের বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এই ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী কামাল হোসেন,প্রবন মিয়া ও মনির হোসেন বলেন,”আমরা কয়েকজন মিলে মাছ চাষ শুরু করেছিলাম। সব মিলিয়ে বেশ ভালো অগ্রগতি হচ্ছিল। কিন্তু বারবার এভাবে বিষ প্রয়োগে আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি। আমরা চাই প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করুক এবং দোষীদের আইনের আওতায় আনুক।”

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অনেকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় লিখিত অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন, ক্ষতির পরিমাণ লাখের উপরে

আপডেট সময় : ০২:৫২:৪৮ অপরাহ্ণ, বুধবার, ৩০ জুলাই ২০২৫

বসে বসে মাছ হাতে নিয়ে এভাবে কাঁদছেন একজন ভুক্তভোগী। এমন বর্বর নিষ্ঠুরতায় তাদের নেমে আসে দুঃখের ছায়া।রাতের আধারে শত্রুতাবশত পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন করেছে দুবৃত্তরা। স্বপ্ন ছিল মাছ চাষে সাবলম্বী হওয়ার। কিন্তু পুকুরে বিষ পায়েগে সব স্বপ্ন ধুলিস্যাৎ হয়ে গেল।

ঘটনাটি ঘটেছে চাঁদপুরের কচুয়া উপজেলার বুধুন্ডা দৌলাগাজী প্রধানীয়া বাড়িতে। বুধবার ভোরে দুর্বৃত্তরা একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকার মাছ নিধন করেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন মাছচাষি কামাল হোসেন, প্রবন মিয়া ও মনির হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩০ জুলাই) সকাল ৬টার দিকে মাছচাষিরা প্রতিদিনের মতো পুকুরে গেলে দেখতে পান পানিতে মরা মাছ ভেসে উঠছে। কিছুক্ষণের মধ্যেই প্রায় সব মাছই মরে ভেসে ওঠে। চাষিরা ধারণা করছেন, মঙ্গলবার গভীর রাতে বা ভোররাতে কোনো একসময় শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে।

ভুক্তভোগীরা জানান, মাত্র ১২ দিন আগে পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ ছাড়েন, যার আনুমানিক বাজারমূল্য ছিল ১ লাখ ৩০ হাজার টাকা। এর আগেও ২০ দিন পূর্বে একই পুকুরে বিষ প্রয়োগের একটি ঘটনা ঘটেছিল। এতে ক্ষতি হয়েছে তাদের প্রায় ২লক্ষ টাকা। তারা আশঙ্কা করছেন, পূর্বের বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এই ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী কামাল হোসেন,প্রবন মিয়া ও মনির হোসেন বলেন,”আমরা কয়েকজন মিলে মাছ চাষ শুরু করেছিলাম। সব মিলিয়ে বেশ ভালো অগ্রগতি হচ্ছিল। কিন্তু বারবার এভাবে বিষ প্রয়োগে আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি। আমরা চাই প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করুক এবং দোষীদের আইনের আওতায় আনুক।”

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অনেকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় লিখিত অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।