”মাদক থেকে দূরে থাকি-সুস্থ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে চাঁদপুর শহরের ডিএন উচ্চ বিদ্যালয় হলরুমে এই আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আহসান হাবিব, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিন্টু দত্ত, ডি.এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, বেগম জামে মসজিদ মাদ্রাসার মুহতামিম ও খতিব মাওলানা মাহবুবুর রহমান।
বক্তারা বলেন, মাদকের ভয়াল থাবা আমাদের নতুন প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছি। এর থেকে উত্তরণে সমাজের সর্বস্তরে মানুষকে এগিয়ে আসতে হবে। বর্তমানে মাদকের মতোই ভয়াবহ আকার ধারণ করেছে আরেকটি ডিজিটাল মাদক। আর সেটি হল স্মার্টফোন।
এই ডিজিটাল মাদককে শিশু কিশোর থেকে শুরু করে সকল বয়সের নারী-পুরুষরা আসক্ত হচ্ছে। শিক্ষক ও অভিভাবকরাই পারেন কোমলমতী শিক্ষার্থীদের মাদক এবং ডিজিটাল আসক্তি বিষয়ে সঠিক জ্ঞান দান করতে।
বক্তারা আরো বলেন, বর্তমানে যুবকদদের পাশাপাশি তরুণ কিশোররাও মাদক আসক্তিতে বেশি ঝুঁকে পড়তে দেখা যায়। তাদের মাদকের আসক্তি থেকে মুক্ত রাখার জন্য ইতিবাচক কাজে যুক্ত কার উচিত। আমাদের সন্তানদেরকে বেশি সময় দেওয়া ও প্রয়োজনে তাদের সাথে খেলাধুলা করা দরকার।
পাশাপাশি তাদের ধর্মীয় শিক্ষায় আলোকিত করতে হবে। তারা যেন কোন খারাপ কাজের সঙ্গে জড়িত না হতে পারে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে।
মানবদূত সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ সাইফুল ইসলাম আকাশের পরিচালনায় আলোচনা সভায় ডিএন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উত্তম কুমার, মানবদূত সংগঠনের উপদেষ্টা সদস্য মুজিবুর রহমান, অনন্যা শিক্ষক, মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মানবদূত সংগঠনের সদস্য, আলামিন তালুকদার, তন্ময় মজুমদার রনি, সোহেল গাজী, রাসেল খান রাজু, সুহ্নদ সাহা অংশু, শাহ আমানত উল্লাহ, সৌরভ কর্মকার, আকাশ দত্ত, জাকির হোসেন, মুক্তার গাজী, মমিন উল্লাহ রাজু, ইসমাইল মিয়াজী, দীপক মন্ডল প্রমুখ।
























































