২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হওয়া সাহসী তরুণদের স্মরণে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ, ঢাকা মহানগর পশ্চিমের নেতৃবৃন্দ নিহতদের স্মরণে কবর জিয়ারত করেন।
রোববার (২৮ জুলাই) সকালে মোহাম্মদপুর কবরস্থানে সংগঠনের নেতাকর্মীরা শহীদদের কবর জিয়ারত করেন, ফাতেহা পাঠ করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ, ঢাকা মহানগর পশ্চিমের (সভাপতি) নূর আলিফ হাসান অপূর্ব ও (সাধারণ সম্পাদক) খালেদ মাহমুদ সুজনসহ বিভিন্ন থানার নেতৃবৃন্দগণ।
নেতৃবৃন্দ বলেন, “২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা আমাদের জাতীয় আন্দোলনের আলোকবর্তিকা।
তাদের আত্মত্যাগ আমাদের নতুন করে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সাহস জোগায়। শহীদদের স্মৃতি ও আদর্শ ধরে রাখতেই এই উদ্যোগ, এবং তারা ভবিষ্যতেও অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করবে।