শিরোনাম :
Logo আগামীকাল খুবিতে বায়স্কোপের ‘প্রাণময় লোকসন্ধ্যা মাটির টান পর্ব-২’ Logo খুবিতে শিক্ষা ডিসিপ্লিনের নবীনবরণ অনুষ্ঠিত! Logo সাংবাদিকদের টাকা-মোবাইল দেয় শিক্ষকরা’- কুবি উপাচার্য Logo যমুনা রেল সেতুর পিলারে  ফাটল, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল Logo সমন্বয়ক পরিচয়ে প্রাণনাশের হুমকির’ অভিযোগ- অভিযুক্তের অস্বীকার Logo শেরপুরে নলকূপ খননে গ্যাসের সন্ধান, আগুনে রান্না করছেন স্থানীয়রা! Logo ধৈর্যের মূর্ত প্রতীক: শাহাদত হোসেন বিপ্লব Logo কালিবাড়ি মোড়ে ‘কাশমিরী সুইটস এন্ড লাইভ বেকারী’র শুভ উদ্বোধন! Logo জলবায়ু পরিবর্তন, এসআরএইচআর ও সেবার চ্যালেঞ্জ নিয়ে চাঁদপুরে চিত্রাংকন প্রতিযোগিতা Logo ইবিতে দুইদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ক্যাম্পাস ২০২৫’

নেই কোন স্টাফ! পুরো হোটেল চালাচ্ছে রোবট

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩০:৫২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ৮০৭ বার পড়া হয়েছে

আপনি জাপানে ঘুরতে গেছেন, হোটেলে উঠবেন এজন্য গেলেন হোটেলের রিসিপশনে, গিয়েই চমকে গেলেন, সেখানে নেই কোন মানুষ বসে আছেন আস্ত এক রোবট। যে মানুষের মতই ট্রিট করছে আপনাকে। রুমৃ বুকিং করার পর রুমে যাবেন হাতে ভারি মালপত্র, হতাশ হবার কিছু নেই এগুলোও নিয়ে যাওয়ার জন্য আছে মানুষ আকৃতির স্পেশাল রোবট।

জাপানের কিছু কিছু আবিস্কার আর ঘটনাপ্রবাহ হার মানায় কল্পবিজ্ঞানকেও। জাপানের নাগাসাকিতে অবস্থিত একটি হোটেল সম্পূর্ণভাবে পরিচালিত হচ্ছে রোবট দিয়ে! মানুষের উপস্থিতি ছাড়াই অতিথিদের স্বাগত জানানো থেকে শুরু করে রুম পরিষ্কার, খাবার সরবরাহ সবই করছে যন্ত্রচালিত কর্মীরা। হোটেলটির নাম “হেনা হোটেল” যার বাংলা অর্থ “অদ্ভুত হোটেল”। প্রযুক্তির দিক থেকে এটি যেনো ভবিষ্যতের দ্বার উন্মোচন করেছে।

এই হোটেলের সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, রিসেপশন ডেস্কে অতিথিদের অভ্যর্থনা জানায় একটি ডাইনোসার আকৃতির রোবট! অতিথিরা রোবটের সাথে কথা বলেই চেক-ইন সম্পন্ন করেন। মালপত্র রুমে পৌঁছে দেয় স্বয়ংক্রিয় পোর্টার রোবট, এবং কক্ষ পরিষ্কারে নিয়োজিত রয়েছে বিশেষ ক্লিনিং রোবট।

হোটেলের প্রতিটি রুমে রয়েছে একটি এআই অ্যাসিস্ট্যান্ট রোবট, যা আলো নিয়ন্ত্রণ থেকে শুরু করে ঘড়ির অ্যালার্ম দেওয়া, আবহাওয়ার তথ্য জানানোসহ নানা সেবা দিতে সক্ষম। মোবাইল অ্যাপের মাধ্যমে রুম রিজার্ভ, খাবার অর্ডার এমনকি দরজা খোলার ব্যবস্থাও করা যায় এসব রোবটের মাধ্যমেই।

চীনা গণমাধ্যম সূত্রে জানা যায়, “হেনা হোটেল” চালু হয়েছিল ২০১৫ সালে, মূলত কর্মী সংকট ও খরচ কমানোর লক্ষ্যেই সময়ের সাথে তাল মিলিয়ে এখন প্রযুক্তি নির্ভর রোবট দারা চালিত হচ্ছে। এটি প্রযুক্তি-ভিত্তিক পর্যটনের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে বর্তমানে। হোটেল কর্তৃপক্ষ জানায়, মানুষের পরিবর্তে রোবট ব্যবহারে যেমন খরচ কমেছে, তেমনি বেড়েছে কার্যক্ষমতাও।

বিশেষজ্ঞরা মনে করছেন, “হেনা হোটেল” ভবিষ্যতের আতিথেয়তা শিল্পের এক ঝলক মাত্র। প্রযুক্তির প্রয়োগে মানুষের জীবনযাত্রা যেভাবে বদলে যাচ্ছে, তাতে এমন রোবট-চালিত হোটেল হয়তো একসময় হয়ে উঠবে খুবই সাধারণ দৃশ্য।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আগামীকাল খুবিতে বায়স্কোপের ‘প্রাণময় লোকসন্ধ্যা মাটির টান পর্ব-২’

নেই কোন স্টাফ! পুরো হোটেল চালাচ্ছে রোবট

আপডেট সময় : ০৮:৩০:৫২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

আপনি জাপানে ঘুরতে গেছেন, হোটেলে উঠবেন এজন্য গেলেন হোটেলের রিসিপশনে, গিয়েই চমকে গেলেন, সেখানে নেই কোন মানুষ বসে আছেন আস্ত এক রোবট। যে মানুষের মতই ট্রিট করছে আপনাকে। রুমৃ বুকিং করার পর রুমে যাবেন হাতে ভারি মালপত্র, হতাশ হবার কিছু নেই এগুলোও নিয়ে যাওয়ার জন্য আছে মানুষ আকৃতির স্পেশাল রোবট।

জাপানের কিছু কিছু আবিস্কার আর ঘটনাপ্রবাহ হার মানায় কল্পবিজ্ঞানকেও। জাপানের নাগাসাকিতে অবস্থিত একটি হোটেল সম্পূর্ণভাবে পরিচালিত হচ্ছে রোবট দিয়ে! মানুষের উপস্থিতি ছাড়াই অতিথিদের স্বাগত জানানো থেকে শুরু করে রুম পরিষ্কার, খাবার সরবরাহ সবই করছে যন্ত্রচালিত কর্মীরা। হোটেলটির নাম “হেনা হোটেল” যার বাংলা অর্থ “অদ্ভুত হোটেল”। প্রযুক্তির দিক থেকে এটি যেনো ভবিষ্যতের দ্বার উন্মোচন করেছে।

এই হোটেলের সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, রিসেপশন ডেস্কে অতিথিদের অভ্যর্থনা জানায় একটি ডাইনোসার আকৃতির রোবট! অতিথিরা রোবটের সাথে কথা বলেই চেক-ইন সম্পন্ন করেন। মালপত্র রুমে পৌঁছে দেয় স্বয়ংক্রিয় পোর্টার রোবট, এবং কক্ষ পরিষ্কারে নিয়োজিত রয়েছে বিশেষ ক্লিনিং রোবট।

হোটেলের প্রতিটি রুমে রয়েছে একটি এআই অ্যাসিস্ট্যান্ট রোবট, যা আলো নিয়ন্ত্রণ থেকে শুরু করে ঘড়ির অ্যালার্ম দেওয়া, আবহাওয়ার তথ্য জানানোসহ নানা সেবা দিতে সক্ষম। মোবাইল অ্যাপের মাধ্যমে রুম রিজার্ভ, খাবার অর্ডার এমনকি দরজা খোলার ব্যবস্থাও করা যায় এসব রোবটের মাধ্যমেই।

চীনা গণমাধ্যম সূত্রে জানা যায়, “হেনা হোটেল” চালু হয়েছিল ২০১৫ সালে, মূলত কর্মী সংকট ও খরচ কমানোর লক্ষ্যেই সময়ের সাথে তাল মিলিয়ে এখন প্রযুক্তি নির্ভর রোবট দারা চালিত হচ্ছে। এটি প্রযুক্তি-ভিত্তিক পর্যটনের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে বর্তমানে। হোটেল কর্তৃপক্ষ জানায়, মানুষের পরিবর্তে রোবট ব্যবহারে যেমন খরচ কমেছে, তেমনি বেড়েছে কার্যক্ষমতাও।

বিশেষজ্ঞরা মনে করছেন, “হেনা হোটেল” ভবিষ্যতের আতিথেয়তা শিল্পের এক ঝলক মাত্র। প্রযুক্তির প্রয়োগে মানুষের জীবনযাত্রা যেভাবে বদলে যাচ্ছে, তাতে এমন রোবট-চালিত হোটেল হয়তো একসময় হয়ে উঠবে খুবই সাধারণ দৃশ্য।