কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ও কচুয়া প্রেসক্লাবের সাবেক প্রচার সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম সুমনের মমতাময়ী মা মরহুমা দেলোয়ারা বেগমের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) বাদ জোহর কচুয়ার মেঘদাইর কেন্দ্রীয় জামে মসজিদে এ আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মেঘদাইর তাহেরিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক আবু সাঈদ মজুমদার মামুন, আরবি প্রভাষক মাওলানা সাখাওয়াত হোসেন, বাংলা প্রভাষক বদিউর রহমান, সহকারী শিক্ষক মাওলানা ইসমাইল হোসেন ও মাহবুব আলমসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় মুসল্লিগণ অংশগ্রহণ করেন।
শেষে মরহুমা দেলোয়ারা বেগমসহ সাংবাদিক সাইফুল ইসলাম সুমনের বাবা, ভাই, দাদা-দাদী ও সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়।