শিরোনাম :
Logo ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার Logo বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ভারতে আটক ৪৪৮ জন Logo ফ্রান্সে ভয়াবহ দাবানল, আহত শতাধিক মানুষ Logo জমি বিরোধকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা Logo বীরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম, ৬০ হাজার টাকা জরিমানা Logo দিনমজুরি করেও স্বপ্ন দেখেছে আইনজীবী হওয়ার, পাঁচ বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে আইন বিভাগে ভর্তি হলেও পড়ালেখার ভবিষ্যৎ টাকার অভাবে অনিশ্চিৎ Logo কুবিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের দায়িত্বে বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীরা! Logo মাদরাসা শিক্ষা ব্যবস্থার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ধর্ম উপদেষ্টা Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী” শিশু শিল্পী টুনটুনির জন্মদিন উদযাপন Logo রাবিতে ডাইনিং সংকটসহ ৫ দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের

আমাদের কোনো ব্যর্থতা নেই : সিইসি

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:১১:১০ অপরাহ্ণ, শনিবার, ২১ জানুয়ারি ২০১৭
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আমাদের কোনো ব্যর্থতা নেই বলে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ‘আমার মতে প্রতিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। আমাদের দেশে রেওয়াজ আছে, যে দল বা যাঁরা হারবেন, তাঁরা ফল মেনে নেন না। নির্বাচন কমিশন সবাইকে সন্তুষ্ট করতে পারে না।’

গতকাল শুক্রবার বিকেলে কুমিল্লা আঞ্চলিক সার্ভার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী রকিবউদ্দীন আহমদ এসব কথা বলেন। নগরের ছোটরা এলাকায় জেলা নির্বাচন দপ্তরের মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়। এতে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. আবদুল্লাহ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আবদুল মোমেন ও কুমিল্লার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম।

সিইসি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের আমলে প্রথমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হয়েছে। জেলা পরিষদ নির্বাচন হয়েছে। অতীতে এসব নির্বাচন কেউ করতে পারেনি। সিইসি আরও বলেন, ‘আমরা প্রযুক্তিগত উন্নতিতে বিশ্বাস করি। সে কারণে ইভিএম মেশিন চালু করেছি পরীক্ষামূলকভাবে। ওই মেশিনটার একটি দুর্বলতা ছিল। সে কারণে সেটি বন্ধ করে দিয়েছি। এখন আরও উন্নতমানের মেশিন করার উদ্যোগ নিয়েছি। দেশের ২০-২২টি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের এনে ওই কাজ করা হচ্ছে। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী এতে উপদেষ্টা আছেন। নতুন এ যন্ত্রের নাম ডিজিটাল ভোটিং মেশিন। এটা কেউ হ্যাক করতে পারবে না। যে ধরবে তাঁকে আটকে ফেলা যাবে।

কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ‘আমাদের কোনো ব্যর্থতা নেই। নির্বাচন কমিশনের সফলতার সবকিছু রেকর্ডে আছে। যেসব কাজ শেষ হওয়ার পথে, সেগুলোও সফল হবে। পরের কমিশন এসে ওই কাজ শেষ করে এগিয়ে নিয়ে যাবে। যেসব এলাকায় নির্বাচন আইনগত কারণে হচ্ছে না, সেগুলো আমরা আইনগতভাবে মোকাবিলা করি। নতুন নির্বাচন কমিশন কেমন হবে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে পারবে। বর্তমান কমিশন অনেকগুলো নির্বাচন করেছে। আমার মতে প্রতিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। আমাদের দেশে রেওয়াজ আছে, যে দল বা যাঁরা হারবেন, তাঁরা ফল মেনে নেন না। কমিশন সবাইকে সন্তুষ্ট করতে পারে না।’

সিইসি আরও বলেন, ‘এখন নির্বাচন অনেক মোড় নিয়েছে। ভবিষ্যতে নির্বাচন অত্যন্ত সুন্দর হবে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আমরা সেটা করেছি। সেখানে একজনের ভোট আরেকজন দিতে পারেনি। এ রকম পরিস্থিতি আমরা তৈরি করেছি।’

সিইসি বলেন, স্মার্টকার্ড দিয়েছি আমরা। ডেটাবেজ মেনটেইন করছি আমরা। খুবই শুদ্ধ ডেটাবেজ। কেউ দুবার ভোটার হতে পারবে না। ফিঙ্গার পিন ১০ আঙুলের নেওয়া হচ্ছে। নতুন কার্ডে ২৫টি বৈশিষ্ট্য আছে। এটা আন্তর্জাতিক মানের কার্ড। নকল করা যাবে না। কর্মকর্তাদের উন্নত মানের সেবা দিতে হবে। এখন কমিশনের অফিসগুলো ভালো। জনগণের সেবায় যেন গাফিলতি না হয়।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল দিতে হলে মেয়াদের ৪০ দিন সময় থাকতে হবে। এখন ৪০ দিন হাতে নেই। পরের কমিশন নির্বাচন করবে। মামলা থাকায় আমরা এ নির্বাচন করতে পারিনি।’ কমিশন থেকে বিদায় নেওয়ার পর কী করবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আই অ্যাম ফ্রি ম্যান।’

এর আগে সিইসি কুমিল্লায় নতুন আঞ্চলিক সার্ভার ভবনের উদ্বোধন করেন। ৫ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে চারতলা ভবন তৈরি করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

আমাদের কোনো ব্যর্থতা নেই : সিইসি

আপডেট সময় : ০৩:১১:১০ অপরাহ্ণ, শনিবার, ২১ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

আমাদের কোনো ব্যর্থতা নেই বলে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ‘আমার মতে প্রতিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। আমাদের দেশে রেওয়াজ আছে, যে দল বা যাঁরা হারবেন, তাঁরা ফল মেনে নেন না। নির্বাচন কমিশন সবাইকে সন্তুষ্ট করতে পারে না।’

গতকাল শুক্রবার বিকেলে কুমিল্লা আঞ্চলিক সার্ভার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী রকিবউদ্দীন আহমদ এসব কথা বলেন। নগরের ছোটরা এলাকায় জেলা নির্বাচন দপ্তরের মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়। এতে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. আবদুল্লাহ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আবদুল মোমেন ও কুমিল্লার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম।

সিইসি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের আমলে প্রথমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হয়েছে। জেলা পরিষদ নির্বাচন হয়েছে। অতীতে এসব নির্বাচন কেউ করতে পারেনি। সিইসি আরও বলেন, ‘আমরা প্রযুক্তিগত উন্নতিতে বিশ্বাস করি। সে কারণে ইভিএম মেশিন চালু করেছি পরীক্ষামূলকভাবে। ওই মেশিনটার একটি দুর্বলতা ছিল। সে কারণে সেটি বন্ধ করে দিয়েছি। এখন আরও উন্নতমানের মেশিন করার উদ্যোগ নিয়েছি। দেশের ২০-২২টি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের এনে ওই কাজ করা হচ্ছে। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী এতে উপদেষ্টা আছেন। নতুন এ যন্ত্রের নাম ডিজিটাল ভোটিং মেশিন। এটা কেউ হ্যাক করতে পারবে না। যে ধরবে তাঁকে আটকে ফেলা যাবে।

কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ‘আমাদের কোনো ব্যর্থতা নেই। নির্বাচন কমিশনের সফলতার সবকিছু রেকর্ডে আছে। যেসব কাজ শেষ হওয়ার পথে, সেগুলোও সফল হবে। পরের কমিশন এসে ওই কাজ শেষ করে এগিয়ে নিয়ে যাবে। যেসব এলাকায় নির্বাচন আইনগত কারণে হচ্ছে না, সেগুলো আমরা আইনগতভাবে মোকাবিলা করি। নতুন নির্বাচন কমিশন কেমন হবে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে পারবে। বর্তমান কমিশন অনেকগুলো নির্বাচন করেছে। আমার মতে প্রতিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। আমাদের দেশে রেওয়াজ আছে, যে দল বা যাঁরা হারবেন, তাঁরা ফল মেনে নেন না। কমিশন সবাইকে সন্তুষ্ট করতে পারে না।’

সিইসি আরও বলেন, ‘এখন নির্বাচন অনেক মোড় নিয়েছে। ভবিষ্যতে নির্বাচন অত্যন্ত সুন্দর হবে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আমরা সেটা করেছি। সেখানে একজনের ভোট আরেকজন দিতে পারেনি। এ রকম পরিস্থিতি আমরা তৈরি করেছি।’

সিইসি বলেন, স্মার্টকার্ড দিয়েছি আমরা। ডেটাবেজ মেনটেইন করছি আমরা। খুবই শুদ্ধ ডেটাবেজ। কেউ দুবার ভোটার হতে পারবে না। ফিঙ্গার পিন ১০ আঙুলের নেওয়া হচ্ছে। নতুন কার্ডে ২৫টি বৈশিষ্ট্য আছে। এটা আন্তর্জাতিক মানের কার্ড। নকল করা যাবে না। কর্মকর্তাদের উন্নত মানের সেবা দিতে হবে। এখন কমিশনের অফিসগুলো ভালো। জনগণের সেবায় যেন গাফিলতি না হয়।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল দিতে হলে মেয়াদের ৪০ দিন সময় থাকতে হবে। এখন ৪০ দিন হাতে নেই। পরের কমিশন নির্বাচন করবে। মামলা থাকায় আমরা এ নির্বাচন করতে পারিনি।’ কমিশন থেকে বিদায় নেওয়ার পর কী করবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আই অ্যাম ফ্রি ম্যান।’

এর আগে সিইসি কুমিল্লায় নতুন আঞ্চলিক সার্ভার ভবনের উদ্বোধন করেন। ৫ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে চারতলা ভবন তৈরি করা হবে।