শিরোনাম :
Logo ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার Logo বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ভারতে আটক ৪৪৮ জন Logo ফ্রান্সে ভয়াবহ দাবানল, আহত শতাধিক মানুষ Logo জমি বিরোধকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা Logo বীরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম, ৬০ হাজার টাকা জরিমানা Logo দিনমজুরি করেও স্বপ্ন দেখেছে আইনজীবী হওয়ার, পাঁচ বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে আইন বিভাগে ভর্তি হলেও পড়ালেখার ভবিষ্যৎ টাকার অভাবে অনিশ্চিৎ Logo কুবিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের দায়িত্বে বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীরা! Logo মাদরাসা শিক্ষা ব্যবস্থার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ধর্ম উপদেষ্টা Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী” শিশু শিল্পী টুনটুনির জন্মদিন উদযাপন Logo রাবিতে ডাইনিং সংকটসহ ৫ দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের

বিশ্ব রেকর্ড লারাকেই মানায় : মুল্ডার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:০৩:০৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ৭১৫ বার পড়া হয়েছে

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে অপরাজিত ৩৬৭ রান করেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক উইয়ান মুল্ডার।

ম্যাচের প্রায় সাড়ে তিন দিন খেলা বাকী থাকার পরও টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারার ৪০০ রানের বিশ্ব রেকর্ড ভাঙ্গার চেষ্টা করেননি মুল্ডার। টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই দক্ষিণ আফ্রিকার ইনিংস ঘোষণা করেন তিনি।

মুল্ডারের ইনিংস ঘোষণায় অবাক হয়েছে ক্রিকেট বিশ্ব। কেন লারার রেকর্ড ভাঙ্গার চেষ্টা করেননি মুল্ডার, এমন আলোচনা ছিল সর্বত্র। অবশেষে দিন শেষে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন মুল্ডার। তিনি বলেন, ‘এমন রেকর্ড লারারই থাকা উচিৎ। লারা একজন কিংবদন্তি। তার মত একজনের কাছে এই রেকর্ড থাকা খুব স্বাভাবিক। আমি যদি আবারও এমন সুযোগ পাই, তখনও ঠিক এটাই করব।’

লারার রেকর্ড নিয়ে দলের প্রধান কোচ শুকরি কনরাডের সাথেও কথা বলেছেন মুল্ডার। তিনি বলেন, ‘আমি কোচ শুকরির সাথে এ বিষয়ে কথা বলেছি। তিনিও বলেছেন- কিংবদন্তিকে এই রেকর্ড ধরে রাখতে দাও। লারার কাছে এই রেকর্ড থাকা উচিৎ।’

৩৬৭ রানে অপরাজিত থাকা ইনিংসটি নিয়ে মুল্ডারের প্রতিক্রিয়া শুনলে বোঝা যাবে, যতটুকু তিনি পেয়েছেন সেটাও তার কল্পনার বাইরে।

৪১০ মিনিট ক্রিজে থেকে ৩৩৪ বল খেলে ৪৯ চার ও ৪ ছক্কায় ১০৯.৮৮ স্ট্রাইক রেটে অনবদ্য ৩৬৭ রান করেন মুল্ডার। এই ইনিংস খেলার পথে বেশ কিছু রেকর্ডের মালিক হয়েছেন তিনি। এরমধ্যে বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছেন মুল্ডার।

ক্যারিয়ারের ২১তম টেস্টে বিশ্ব রেকর্ড গড়া ইনিংস নিয়ে মুল্ডার বলেন, ‘অনুভূতি অবশ্যই বিশেষ। ট্রিপল সেঞ্চুরির কথা তো বাদই, সত্যি বলতে কখনও ডাবল সেঞ্চুরির স্বপ্নও দেখিনি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই ম্যাচে দলকে জয়ের জন্য একটা ভালো জায়গায় নিয়ে যেতে পেরেছি।’

মুল্ডারের দুর্দান্ত ব্যাটিংয়ে ৫ উইকেটে ৬২৬ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৭০ রানে প্রথম ইনিংসে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ৪৫৬ রানে পিছিয়ে ফলো-অনে পড়ে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৫১ রান করেছে জিম্বাবুয়ে। ৯ উইকেট হাতে নিয়ে ৪০৫ রানে পিছিয়ে তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

বিশ্ব রেকর্ড লারাকেই মানায় : মুল্ডার

আপডেট সময় : ০৫:০৩:০৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে অপরাজিত ৩৬৭ রান করেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক উইয়ান মুল্ডার।

ম্যাচের প্রায় সাড়ে তিন দিন খেলা বাকী থাকার পরও টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারার ৪০০ রানের বিশ্ব রেকর্ড ভাঙ্গার চেষ্টা করেননি মুল্ডার। টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই দক্ষিণ আফ্রিকার ইনিংস ঘোষণা করেন তিনি।

মুল্ডারের ইনিংস ঘোষণায় অবাক হয়েছে ক্রিকেট বিশ্ব। কেন লারার রেকর্ড ভাঙ্গার চেষ্টা করেননি মুল্ডার, এমন আলোচনা ছিল সর্বত্র। অবশেষে দিন শেষে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন মুল্ডার। তিনি বলেন, ‘এমন রেকর্ড লারারই থাকা উচিৎ। লারা একজন কিংবদন্তি। তার মত একজনের কাছে এই রেকর্ড থাকা খুব স্বাভাবিক। আমি যদি আবারও এমন সুযোগ পাই, তখনও ঠিক এটাই করব।’

লারার রেকর্ড নিয়ে দলের প্রধান কোচ শুকরি কনরাডের সাথেও কথা বলেছেন মুল্ডার। তিনি বলেন, ‘আমি কোচ শুকরির সাথে এ বিষয়ে কথা বলেছি। তিনিও বলেছেন- কিংবদন্তিকে এই রেকর্ড ধরে রাখতে দাও। লারার কাছে এই রেকর্ড থাকা উচিৎ।’

৩৬৭ রানে অপরাজিত থাকা ইনিংসটি নিয়ে মুল্ডারের প্রতিক্রিয়া শুনলে বোঝা যাবে, যতটুকু তিনি পেয়েছেন সেটাও তার কল্পনার বাইরে।

৪১০ মিনিট ক্রিজে থেকে ৩৩৪ বল খেলে ৪৯ চার ও ৪ ছক্কায় ১০৯.৮৮ স্ট্রাইক রেটে অনবদ্য ৩৬৭ রান করেন মুল্ডার। এই ইনিংস খেলার পথে বেশ কিছু রেকর্ডের মালিক হয়েছেন তিনি। এরমধ্যে বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছেন মুল্ডার।

ক্যারিয়ারের ২১তম টেস্টে বিশ্ব রেকর্ড গড়া ইনিংস নিয়ে মুল্ডার বলেন, ‘অনুভূতি অবশ্যই বিশেষ। ট্রিপল সেঞ্চুরির কথা তো বাদই, সত্যি বলতে কখনও ডাবল সেঞ্চুরির স্বপ্নও দেখিনি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই ম্যাচে দলকে জয়ের জন্য একটা ভালো জায়গায় নিয়ে যেতে পেরেছি।’

মুল্ডারের দুর্দান্ত ব্যাটিংয়ে ৫ উইকেটে ৬২৬ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৭০ রানে প্রথম ইনিংসে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ৪৫৬ রানে পিছিয়ে ফলো-অনে পড়ে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৫১ রান করেছে জিম্বাবুয়ে। ৯ উইকেট হাতে নিয়ে ৪০৫ রানে পিছিয়ে তারা।