দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪ তম বিসিএস এর ফলাফলকে কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। সোমবার (৭-ই জুলাই) আনুমানিক বেলা সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ প্রতিবাদ কর্মসূচি পালন করে চাকরি প্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীরা।
এ সময় ৪৪ তম বিসিএস এর নানা অনিয়ম ও দূর্নীতির কথা উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন,
আমরা জানি যে ২০২১ সালের প্রকাশিত ৪৪ তম বিসিএস, দীর্ঘ প্রায় ৪ বছরের এই বিজ্ঞাপনে যারা পূর্ব সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারা কখনোই ৪৪ তম বিসিএসে যোগদান করবেন না। তাই এই পদগুলো ফাঁকা থেকে যাবে।৪৪ তম বিসিএস এর চুড়ান্ত ফলাফলে শতকরা ৬০% -৭০% রিপিটেড সুপারিশপ্রাপ্ত ক্যাডার। স্বাভবিক ভাবেই তারা যোগদান করবেন না।যেহেতু এই রিপিটেড ক্যাডারগুলো যোগদান করবেন না,সেহেতু এই ক্যাডারপদগুলো ফাঁকা থেকে যাবে।
আমরা দেখেছি বিগত ৩৮ তম বিসিএস থেকে ৪৩ তম বিসিএস পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কতগুলো পদ যুক্ত করা হয়।কিন্তু ৪৪ তম বিসিএসে কোনপদ যুক্ত করা হয় নি।আমরা যারা ৪৪তম বিসিএস চুড়ান্ত ফলাফলপ্রার্থী , আমরা দীর্ঘ ৪ বছর এর পেছনে লেগে ছিলাম।তাই আমাদের দাবি আমরা যেন কেউ ফেরত না যায়।
শিক্ষার্থীরা আরও বলেন,আমাদের দাবিসমূহের মধ্যে অন্যতম হচ্ছে , ৪৪ তম বিসিএস এর ফলাফল পুনর্মুল্যায়ন,রিপিটেড ক্যাডার প্রথা বাতিল,অধিযাচনকৃত পদ ৪৪ কে প্রদান,৪৫ তম থেকে ভাইভা ১০০ নম্বর,নন-ক্যাডার বিধি ২৩ বাতিল/সংশোধনী করতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পদগুলো যুক্ত করে অতিশীঘ্রই ৪৪ তম বিসিএস এর চুড়ান্ত ফলাফল প্রকাশ করতে পিএসসি’র কাছে জোড় দাবি জানাচ্ছি আমরা।
এ সময় কর্মসূচি’তে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিবাদী শ্লোগান ও দাবিগুলো লিখে নিজ নিজ হাতে নিয়ে দাড়িয়ে থাকতে দেখা যায়।
শনিবার
১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ