চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে এ বিক্ষোভে সংহতি জানান চাঁদপুর জেলা এনসিপি, খেলাফত মজলিস ও সাধারণ ছাত্র-জনতা।
বিকাল ৪ টায় বাসস্ট্যান্ডে চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কালীবাড়ি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল, সদস্য সচিব মাহমুদুল হাসান, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এইচএম শরীফ হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জিএম মানিক, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সদর উপজেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব আল আমিন সুমন, পৌর যুব অধিকার পরিষদের সদস্য সচিব মাসুদ রানা নিশান, পৌঁর ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক পারভেজ পাটওয়ারী, সদস্য সচিব, রুবেল চৌধুরী।
সংহতি জানিয়ে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক তামিম খান, এনসিপি নেতা সাইফুর রহমান, চাঁদপুর জেলা নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি সাকিব হোসেন।