আরফান আলী, শেরপুর:
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহায়তায় শেরপুরে হেল্প ডেস্ক স্থাপন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা। শুক্রবার (২৯ আগস্ট) সকালে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে এ হেল্প ডেস্ক বসানো হয়।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে হেল্প ডেস্ক থেকে পানি, কলম ও স্যালাইন সরবরাহ করা হয়। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সেবা গ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রশিবিরের সভাপতি সামিউল হাসান সানি, শাখার দায়িত্বশীল মমিন আকন্দসহ শাখার অন্যান্য কর্মীরা।
সভাপতি সামিউল হাসান সানি বলেন, “আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করি। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা যেন কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে, সেজন্যই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। ইনশাআল্লাহ ভবিষ্যতেও ছাত্রশিবির শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবে।”


























































