শিরোনাম :
Logo ফ্যামিলি কার্ডে স্বপ্ন দেখছেন নারীরা: খিলমেহেরে ছাত্রদল নেতা হাবিবুল বাশারের সচেতনতা সভা Logo সিরাজগঞ্জে প্রতিবন্ধী যুবক হত্যায় ৬ আসামী গ্রেফতার Logo কয়রায় শ্যামল কয়েলের ২টি বসতঘর আগুনে পুড়ে ছাই সহায়তা নিয়ে এগিয়ে এলেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান Logo পলাশবাড়ীতে ৪৪ বোতল ফেন্সিডিলসহ স্বামী স্ত্রী আটক  Logo চাঁদপুর ডিএনসির সহকারী পরিচালক মুহা. মিজানুর রহমানের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শ Logo কচুয়ার ২৪১টি গ্রামে সমাজ সেবায় শিক্ষানুরাগী রফিকুল ইসলাম রনির দৃষ্টান্ত স্থাপন Logo কমরেড আব্দুর রহমানের ৩০ তম মৃত্যুবার্ষিকী পালিত Logo সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান-২০ বোতল ভারতীয় মদসহ ৭ লাখ টাকার মালামাল জব্দ Logo চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু Logo আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল

উচ্ছ্বাস আর স্বপ্নে মুখর রাবি ক্যাম্পাস; জীবনের নতুন যাত্রা নিয়ে নবীনদের অনুভূতি

আগামী ১৭ আগস্ট থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নবীন শিক্ষার্থীদের প্রথম ক্লাস শুরু হতে যাচ্ছে। নতুন জীবন ও স্বপ্নের যাত্রা শুরুর এই মুহূর্তকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে প্রবল উচ্ছ্বাস, কৌতূহল ও খানিকটা শঙ্কাও।

শিক্ষার্থীদের অনেকে ইতোমধ্যে ক্যাম্পাসে এসে ক্লাসরুম, বিভাগ ও হল ঘুরে দেখেছেন। কেউ ছবি তুলছেন, কেউ বা নতুন বন্ধুদের সঙ্গে পরিচিত হচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে লিখছেন তাঁদের ‘প্রথম ক্লাসের অপেক্ষা’ নিয়ে স্ট্যাটাস।

বিশ্ববিদ্যালয় জীবনের ক্লাসের অপেক্ষা জানিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আবু হুরায়রা কাব্য বলেন,এটি জীবনের পাতায় একদম নতুন এক অধ্যায় খুলতে চলেছে। চারপাশে থাকবে অচেনা মুখ, নতুন স্বপ্ন আর অজানা সম্ভাবনা। উত্তেজনা, কৌতূহল আর খানিকটা শঙ্কা,সব মিলিয়ে হৃদয়ের ভেতরে এক অন্যরকম ঢেউ উঠছে। এতদিনের অপেক্ষা, প্রস্তুতি আর স্বপ্নগুলো এবার বাস্তবে রূপ নেবে।

তনি আরও বলেন, আমি এই গণযোগাযোগ ও সাংবাদিকতার পরিবারে যোগ দেওয়ার জন্য ভীষণ উদগ্রীব। সেই সাথে সিনিয়রদের সাথে আন্তরিক ও সম্মানজনক সম্পর্ক গড়ে তুলে, তাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা থেকে শিখে এগিয়ে যেতে চাই। এই মুহূর্তটা যেন আমার জন্য কেবল শুরু নয়,এটা আমার গল্পের প্রথম আলোকিত বাক্য।

ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী মাহমুদুর রহমানে এটিকে ‘এক নতুন যাত্রার সূচনা’ উল্লেখ করে বলেন, আমার প্রথম দিনের অপেক্ষা শেষ হতে চলেছে। এটি শুধু একটি ক্লাস শুরুর দিন নয় বরং আমার জীবনের এক নতুন অধ্যায়ের দরজা খুলে যাওয়ার মুহূর্ত। চারপাশে থাকবে অচেনা মুখ, কিন্তু সেই অচেনাতেই লুকিয়ে থাকবে নতুন বন্ধুত্ব, নতুন অভিজ্ঞতা আর অসংখ্য সম্ভাবনা। আমি জানি এই পথ সহজ হবে না, তবে আমি প্রস্তুত চ্যালেঞ্জ গ্রহণ করতে, নিজেকে গড়ে তুলতে, আর সেরাদের মধ্যে নিজের জায়গা করে নিতে।

সিনিয়রদের কাছ থেকে জ্ঞান ও অনুপ্রেরণা নেব, সহপাঠীদের সাথে এগোব, আর প্রতিটি ক্লাসরুম, প্রতিটি আলোচনাকে বানাব আমার স্বপ্ন পূরণের সিঁড়ি। এই সূচনা আমার জন্য শুধু শুরু নয় এটাই আমার ভবিষ্যতের প্রথম বিজয়ী পদক্ষেপ।

অনুভূতি জানিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শেখ নাহিদুজ্জামান বলেন, আগামী ১৭ তারিখ আমাদের ক্লাস শুরু হবে। এক বুক আশা নিয়ে আমরা একতাবদ্ধ হয়ে একটা নতুন পরিবার গড়তে যাচ্ছি ইনশাল্লাহ। এই পরিবার যেন বরকতময় হয়ে ওঠে।সবাই একে অপরের ভাই হয়ে যেন পাশে থাকতে পারি। সকল বিপদ শঙ্কা যেন মুকাবেলা করতে পারি।সিনিয়রদের সাথে আন্তরিক এবং সম্মানজনক সম্পর্ক গড়ে তুলে তাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা থেকে শিক্ষা নিতে পারি। সামনের পথচলা যেন সুখকর ও সমৃদ্ধশালী হয়ে ওঠে। মহান আল্লাহ আমাদের সহায় হোন।

অনুভূতি জানিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আরেক শিক্ষার্থী তাছকিন জাহান বৃষ্টি বলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ক্লাস শুরুর মধ্যে দিয়ে শুরু হচ্ছে জীবনের নতুন এক অধ্যায়। নতুন কিছুর শুরুর শব্দটা বড়ই মধুর। সব অপেক্ষার অবসান।নতুন করে, নতুন ভাবে, অচেনা মুখ, অচেনা জায়গা সব কিছুকে নিয়ে নতুন ভাবে পথ চলা। যে স্বপ্নটা লুকিয়ে রেখেছিলাম আজ তার হাওয়াটা প্রথম বারের মতো ছুয়ে গেল। সবসময় চেয়েছি এমন এক জায়গা, যেখানে কলম আর কণ্ঠ দিয়ে সত্য প্রকাশের শিক্ষা মিলবে। আজ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্বোধনে দাঁড়িয়ে মনে হচ্ছে সেই স্বপ্নপথেই হাঁটা শুরু হলো।

তিনি আরও বলেন, এই যাত্রাটাই আমাকে বদলে দিবে। প্রতিটি মুহূর্ত আমাকে শিখতে চাই।সাহসের সাথে এগিয়ে যেতে চাই।পরিশ্রমের ঘাম শুকিয়ে গেলে স্বপ্নের গন্ধ আরও স্পষ্ট হয়। এই যাত্রা কেবল শুরু, শেষ নয়। আজ থেকে আমি জানি ফলাফল নয়, লড়াইটাই আসল, আর নিজের স্বপ্নের প্রতি সততা আমার সবচেয়ে বড় শক্তি।

অনুভূতি প্রকাশ করেন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আরাফাত হোসাইন রিয়াদ বলেন, ক্লাস শুরুর মাধ্যমে আমার জীবনের ক্যানভাসে একেবারে নতুন রঙের আঁচড় পড়তে চলেছে। চোখের সামনে আসবে অনেক অচেনা চেহারা, নতুন স্বপ্ন আর অনন্ত সম্ভাবনা। মনের গভীরে বাজছে একসাথে আনন্দ, কৌতূহল আর অজানা শঙ্কার মিশ্র সুর। যে স্বপ্নগুলো এতদিন কেবল কল্পনায় ছিল এবার তারা বাস্তবের মাটিতে পা রাখতে যাচ্ছে। আমি অপেক্ষায় আছি সমাজকর্মের এই বন্ধুসুলভ পরিবারে যুক্ত হওয়ার জন্য। সিনিয়রদের জ্ঞান, অভিজ্ঞতা আর আন্তরিক পরামর্শকে পাথেয় করে এগিয়ে যেতে চাই আমি। আমার কাছে এই মুহূর্ত শুধু শুরু নয় এটাই আমার পথচলার প্রথম উজ্জ্বল অধ্যায়।

অনুভূতি জানায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আরেক শিক্ষার্থী নুর-এ-হুমায়রা তন্নি। তিনি বলেন, ক্লাসের মাধ্যমে আমার নতুন যাত্রা শুরু হবে। মনে হচ্ছে, জীবনের কাহিনিতে এক সম্পূর্ণ নতুন অধ্যায় যোগ হতে যাচ্ছে। নতুন বন্ধু, নতুন অভিজ্ঞতা আর শেখার অসংখ্য সুযোগ সবকিছু মিলিয়ে মন ভরে উঠছে আনন্দে। আমি এই গণযোগাযোগ ও সাংবাদিকতার পরিবারের সদস্য হতে পেরে সত্যিই রোমাঞ্চিত। সিনিয়রদের সাথে আন্তরিক ও সৌহার্দ্যময় সম্পর্ক গড়ে তুলে, তাদের অভিজ্ঞতা ও জ্ঞানকে নিজের পথচলার আলো বানাতে চাই। আমার বিশ্বাস, এই পথ শুধু শিক্ষার নয় এটা হবে বিকাশ, বন্ধন আর স্বপ্নপূরণের পথ।

 

অনুভূতি জানিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জাকিয়া সুলতানা জ্যোতি বলেন, ক্লাস শুরুর মাধ্যমে ভবিষ্যতের দরজা আমার জন্য খুলে যাবে। সেই দরজার ওপারে আছে অচেনা পথ, অগণিত গল্প, আর শেখার এক বিশাল ভুবন। মনে হচ্ছে, আমি যেন এক নতুন পরিবারের কোলে পা রাখতে যাচ্ছি যেখানে থাকবে ভালোবাসা, দিকনির্দেশনা আর অনুপ্রেরণা। সিনিয়রদের সাথে বন্ধুত্বপূর্ণ ও সম্মানজনক সম্পর্ক গড়ে তুলে আমি তাদের অভিজ্ঞতার ভাণ্ডার থেকে শিখতে চাই। এই যাত্রা কেবল বিশ্ববিদ্যালয়ের ক্লাসে সীমাবদ্ধ থাকবে না এটা হবে জীবনকে নতুনভাবে দেখার, বলার এবং বোঝার এক অসাধারণ অধ্যায়।

 

অনুভূতি জানায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আরেক শিক্ষার্থী মির্জা সায়মা তাসিন রুম্মান। তিনি বলেন, সেই দিনটির অপেক্ষায় আমি এক ধরনের অদ্ভুত উচ্ছ্বাসে আছি যেন নতুন এক জগতে প্রবেশের প্রহর গুনছি। অচেনা ক্লাসরুম, নতুন সহপাঠী আর অজানা অভিজ্ঞতা আমাকে টানছে এক অদৃশ্য আকর্ষণে। আমি আশা করি সিনিয়রদের সাথে উষ্ণ সম্পর্ক গড়ে উঠে একে অপরের পাশে থাকার এক সুন্দর পরিবেশ তৈরি হবে। এখানে শুধু পাঠ্যবই নয়, জীবনের নানা দিক নিয়েও শেখার সুযোগ পাবো যা আমার স্বপ্ন আর লক্ষ্যকে আরও দৃঢ় করে তুলবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে স্বপ্ন দেখছেন নারীরা: খিলমেহেরে ছাত্রদল নেতা হাবিবুল বাশারের সচেতনতা সভা

উচ্ছ্বাস আর স্বপ্নে মুখর রাবি ক্যাম্পাস; জীবনের নতুন যাত্রা নিয়ে নবীনদের অনুভূতি

আপডেট সময় : ১১:৩১:২৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

আগামী ১৭ আগস্ট থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নবীন শিক্ষার্থীদের প্রথম ক্লাস শুরু হতে যাচ্ছে। নতুন জীবন ও স্বপ্নের যাত্রা শুরুর এই মুহূর্তকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে প্রবল উচ্ছ্বাস, কৌতূহল ও খানিকটা শঙ্কাও।

শিক্ষার্থীদের অনেকে ইতোমধ্যে ক্যাম্পাসে এসে ক্লাসরুম, বিভাগ ও হল ঘুরে দেখেছেন। কেউ ছবি তুলছেন, কেউ বা নতুন বন্ধুদের সঙ্গে পরিচিত হচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে লিখছেন তাঁদের ‘প্রথম ক্লাসের অপেক্ষা’ নিয়ে স্ট্যাটাস।

বিশ্ববিদ্যালয় জীবনের ক্লাসের অপেক্ষা জানিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আবু হুরায়রা কাব্য বলেন,এটি জীবনের পাতায় একদম নতুন এক অধ্যায় খুলতে চলেছে। চারপাশে থাকবে অচেনা মুখ, নতুন স্বপ্ন আর অজানা সম্ভাবনা। উত্তেজনা, কৌতূহল আর খানিকটা শঙ্কা,সব মিলিয়ে হৃদয়ের ভেতরে এক অন্যরকম ঢেউ উঠছে। এতদিনের অপেক্ষা, প্রস্তুতি আর স্বপ্নগুলো এবার বাস্তবে রূপ নেবে।

তনি আরও বলেন, আমি এই গণযোগাযোগ ও সাংবাদিকতার পরিবারে যোগ দেওয়ার জন্য ভীষণ উদগ্রীব। সেই সাথে সিনিয়রদের সাথে আন্তরিক ও সম্মানজনক সম্পর্ক গড়ে তুলে, তাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা থেকে শিখে এগিয়ে যেতে চাই। এই মুহূর্তটা যেন আমার জন্য কেবল শুরু নয়,এটা আমার গল্পের প্রথম আলোকিত বাক্য।

ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী মাহমুদুর রহমানে এটিকে ‘এক নতুন যাত্রার সূচনা’ উল্লেখ করে বলেন, আমার প্রথম দিনের অপেক্ষা শেষ হতে চলেছে। এটি শুধু একটি ক্লাস শুরুর দিন নয় বরং আমার জীবনের এক নতুন অধ্যায়ের দরজা খুলে যাওয়ার মুহূর্ত। চারপাশে থাকবে অচেনা মুখ, কিন্তু সেই অচেনাতেই লুকিয়ে থাকবে নতুন বন্ধুত্ব, নতুন অভিজ্ঞতা আর অসংখ্য সম্ভাবনা। আমি জানি এই পথ সহজ হবে না, তবে আমি প্রস্তুত চ্যালেঞ্জ গ্রহণ করতে, নিজেকে গড়ে তুলতে, আর সেরাদের মধ্যে নিজের জায়গা করে নিতে।

সিনিয়রদের কাছ থেকে জ্ঞান ও অনুপ্রেরণা নেব, সহপাঠীদের সাথে এগোব, আর প্রতিটি ক্লাসরুম, প্রতিটি আলোচনাকে বানাব আমার স্বপ্ন পূরণের সিঁড়ি। এই সূচনা আমার জন্য শুধু শুরু নয় এটাই আমার ভবিষ্যতের প্রথম বিজয়ী পদক্ষেপ।

অনুভূতি জানিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শেখ নাহিদুজ্জামান বলেন, আগামী ১৭ তারিখ আমাদের ক্লাস শুরু হবে। এক বুক আশা নিয়ে আমরা একতাবদ্ধ হয়ে একটা নতুন পরিবার গড়তে যাচ্ছি ইনশাল্লাহ। এই পরিবার যেন বরকতময় হয়ে ওঠে।সবাই একে অপরের ভাই হয়ে যেন পাশে থাকতে পারি। সকল বিপদ শঙ্কা যেন মুকাবেলা করতে পারি।সিনিয়রদের সাথে আন্তরিক এবং সম্মানজনক সম্পর্ক গড়ে তুলে তাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা থেকে শিক্ষা নিতে পারি। সামনের পথচলা যেন সুখকর ও সমৃদ্ধশালী হয়ে ওঠে। মহান আল্লাহ আমাদের সহায় হোন।

অনুভূতি জানিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আরেক শিক্ষার্থী তাছকিন জাহান বৃষ্টি বলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ক্লাস শুরুর মধ্যে দিয়ে শুরু হচ্ছে জীবনের নতুন এক অধ্যায়। নতুন কিছুর শুরুর শব্দটা বড়ই মধুর। সব অপেক্ষার অবসান।নতুন করে, নতুন ভাবে, অচেনা মুখ, অচেনা জায়গা সব কিছুকে নিয়ে নতুন ভাবে পথ চলা। যে স্বপ্নটা লুকিয়ে রেখেছিলাম আজ তার হাওয়াটা প্রথম বারের মতো ছুয়ে গেল। সবসময় চেয়েছি এমন এক জায়গা, যেখানে কলম আর কণ্ঠ দিয়ে সত্য প্রকাশের শিক্ষা মিলবে। আজ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্বোধনে দাঁড়িয়ে মনে হচ্ছে সেই স্বপ্নপথেই হাঁটা শুরু হলো।

তিনি আরও বলেন, এই যাত্রাটাই আমাকে বদলে দিবে। প্রতিটি মুহূর্ত আমাকে শিখতে চাই।সাহসের সাথে এগিয়ে যেতে চাই।পরিশ্রমের ঘাম শুকিয়ে গেলে স্বপ্নের গন্ধ আরও স্পষ্ট হয়। এই যাত্রা কেবল শুরু, শেষ নয়। আজ থেকে আমি জানি ফলাফল নয়, লড়াইটাই আসল, আর নিজের স্বপ্নের প্রতি সততা আমার সবচেয়ে বড় শক্তি।

অনুভূতি প্রকাশ করেন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আরাফাত হোসাইন রিয়াদ বলেন, ক্লাস শুরুর মাধ্যমে আমার জীবনের ক্যানভাসে একেবারে নতুন রঙের আঁচড় পড়তে চলেছে। চোখের সামনে আসবে অনেক অচেনা চেহারা, নতুন স্বপ্ন আর অনন্ত সম্ভাবনা। মনের গভীরে বাজছে একসাথে আনন্দ, কৌতূহল আর অজানা শঙ্কার মিশ্র সুর। যে স্বপ্নগুলো এতদিন কেবল কল্পনায় ছিল এবার তারা বাস্তবের মাটিতে পা রাখতে যাচ্ছে। আমি অপেক্ষায় আছি সমাজকর্মের এই বন্ধুসুলভ পরিবারে যুক্ত হওয়ার জন্য। সিনিয়রদের জ্ঞান, অভিজ্ঞতা আর আন্তরিক পরামর্শকে পাথেয় করে এগিয়ে যেতে চাই আমি। আমার কাছে এই মুহূর্ত শুধু শুরু নয় এটাই আমার পথচলার প্রথম উজ্জ্বল অধ্যায়।

অনুভূতি জানায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আরেক শিক্ষার্থী নুর-এ-হুমায়রা তন্নি। তিনি বলেন, ক্লাসের মাধ্যমে আমার নতুন যাত্রা শুরু হবে। মনে হচ্ছে, জীবনের কাহিনিতে এক সম্পূর্ণ নতুন অধ্যায় যোগ হতে যাচ্ছে। নতুন বন্ধু, নতুন অভিজ্ঞতা আর শেখার অসংখ্য সুযোগ সবকিছু মিলিয়ে মন ভরে উঠছে আনন্দে। আমি এই গণযোগাযোগ ও সাংবাদিকতার পরিবারের সদস্য হতে পেরে সত্যিই রোমাঞ্চিত। সিনিয়রদের সাথে আন্তরিক ও সৌহার্দ্যময় সম্পর্ক গড়ে তুলে, তাদের অভিজ্ঞতা ও জ্ঞানকে নিজের পথচলার আলো বানাতে চাই। আমার বিশ্বাস, এই পথ শুধু শিক্ষার নয় এটা হবে বিকাশ, বন্ধন আর স্বপ্নপূরণের পথ।

 

অনুভূতি জানিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জাকিয়া সুলতানা জ্যোতি বলেন, ক্লাস শুরুর মাধ্যমে ভবিষ্যতের দরজা আমার জন্য খুলে যাবে। সেই দরজার ওপারে আছে অচেনা পথ, অগণিত গল্প, আর শেখার এক বিশাল ভুবন। মনে হচ্ছে, আমি যেন এক নতুন পরিবারের কোলে পা রাখতে যাচ্ছি যেখানে থাকবে ভালোবাসা, দিকনির্দেশনা আর অনুপ্রেরণা। সিনিয়রদের সাথে বন্ধুত্বপূর্ণ ও সম্মানজনক সম্পর্ক গড়ে তুলে আমি তাদের অভিজ্ঞতার ভাণ্ডার থেকে শিখতে চাই। এই যাত্রা কেবল বিশ্ববিদ্যালয়ের ক্লাসে সীমাবদ্ধ থাকবে না এটা হবে জীবনকে নতুনভাবে দেখার, বলার এবং বোঝার এক অসাধারণ অধ্যায়।

 

অনুভূতি জানায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আরেক শিক্ষার্থী মির্জা সায়মা তাসিন রুম্মান। তিনি বলেন, সেই দিনটির অপেক্ষায় আমি এক ধরনের অদ্ভুত উচ্ছ্বাসে আছি যেন নতুন এক জগতে প্রবেশের প্রহর গুনছি। অচেনা ক্লাসরুম, নতুন সহপাঠী আর অজানা অভিজ্ঞতা আমাকে টানছে এক অদৃশ্য আকর্ষণে। আমি আশা করি সিনিয়রদের সাথে উষ্ণ সম্পর্ক গড়ে উঠে একে অপরের পাশে থাকার এক সুন্দর পরিবেশ তৈরি হবে। এখানে শুধু পাঠ্যবই নয়, জীবনের নানা দিক নিয়েও শেখার সুযোগ পাবো যা আমার স্বপ্ন আর লক্ষ্যকে আরও দৃঢ় করে তুলবে।