শিরোনাম :
Logo প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ Logo ঢাকায় হামলার প্রতিবাদে চাঁবিপ্রবিতে প্রকৌশল অধিকার আন্দোলনে বিক্ষোভ Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গঠনে ১১ সদস্যের কমিটি Logo দিনাজপুরের বীরগঞ্জ শহীদ মিনার চত্বরে ২৭ই আগস্ট বুধবার দুপুর ১২ টায় পশ্চিম ভোগডোমায় খেলার মাঠ রক্ষায় মানববন্ধন করেন স্থানীয় জনগণ Logo উল্লাপাড়ায় বিএনপি নেতার ওপর প্রতিপক্ষের হামলার অভিযোগ Logo ঢাকায় প্রকৌশল অধিকার আন্দোলনে যোগ দিতে বাসের ব্যবস্থা করল যবিপ্রবি প্রশাসন Logo আওয়ামী ফ্যাসিস্ট দোষরদের শান্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা Logo সাতক্ষীরায় নিখোঁজের ৪ দিন পর রাজমিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার Logo সাজিদের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা Logo চাঁদপুর সদর উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা

উল্লাপাড়ায় বিএনপি নেতার ওপর প্রতিপক্ষের হামলার অভিযোগ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:১২:৪৩ অপরাহ্ণ, বুধবার, ২৭ আগস্ট ২০২৫
  • ৭০৮ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাজনৈতিক প্রতিহিংসার জেরে বিএনপি নেতা ও তার ভাইদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার (২৬আগস্ট) বিকেল ৩টার দিকে নাসির উদ্দিন, আব্দুল খালেক ও আব্দুল হাকিমসহ অন্যান্য সহযোগিরা উধুনিয়া বাজারের পশ্চিমপাড়ে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষ জাহিদুল ইসলাম, আলম সরদার, সাহেব আলী, আমির সরকার, আলছাবা সরদারসহ আরো অনেকে নাসির উদ্দিন ও তার সহযোগিদের হত্যার জন্য এ হামলা চালায়।

অভিযোগ সূত্রে জানা যায়, উধুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ধুকুড়িয়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন বিএসসি, তার ছোট ভাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম গত ২৬ আগস্ট দুপুরে নিজ বাড়িতে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা ও খিচুরি বিতরণ কর্মসূচি শেষে স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে উধুনিয়া বাজারের পশ্চিমপাড়ে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষের ৩৪ জনসহ অজ্ঞাত আরও ১০-১৫ জন অজ্ঞাতনামা লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

অভিযোগে বলা হয়, আসামিরা লোহার রড, ফালা, ছুরি, হাতুরি, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল খালেক ও তার ছোট ভাই নাসির উদ্দিন বিএসসি এবং আব্দুল হাকিমকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে ছিলা ও ফুলা জখম হয়।

এ সময় নাসির উদ্দিন, আব্দুল খালেক ও আব্দুল হাকিমের সঙ্গে থাকা আরও কয়েকজন সহযোগীকেও মারধর করে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত নাসির উদ্দিন ও আব্দুল হাকিমসহ অন্যান্য সহযোগিদের বিএসসিকে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

আব্দুল খালেক জানান, হামলাটি ছিল সম্পূর্ণ পূর্বপরিকল্পিত এবং রাজনৈতিক প্রতিহিংসার ফল। এ ঘটনায় তিনি উল্লাপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

আহত উধুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ধুকুড়িয়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জেরে আমাকে ও আমার সহযোগীদের হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। বর্তমানে আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং নানাভাবে আমার পরিবারকে হত্যার হুমকি ও ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নাসির উদ্দিন বিএসসিকে একটি বাড়ির ভিতর থেকে উদ্ধার করেছি। অভিযোগের ভিত্তিত্বে আসামীদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা গ্রহন করা হবে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

উল্লাপাড়ায় বিএনপি নেতার ওপর প্রতিপক্ষের হামলার অভিযোগ

আপডেট সময় : ০৭:১২:৪৩ অপরাহ্ণ, বুধবার, ২৭ আগস্ট ২০২৫

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাজনৈতিক প্রতিহিংসার জেরে বিএনপি নেতা ও তার ভাইদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার (২৬আগস্ট) বিকেল ৩টার দিকে নাসির উদ্দিন, আব্দুল খালেক ও আব্দুল হাকিমসহ অন্যান্য সহযোগিরা উধুনিয়া বাজারের পশ্চিমপাড়ে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষ জাহিদুল ইসলাম, আলম সরদার, সাহেব আলী, আমির সরকার, আলছাবা সরদারসহ আরো অনেকে নাসির উদ্দিন ও তার সহযোগিদের হত্যার জন্য এ হামলা চালায়।

অভিযোগ সূত্রে জানা যায়, উধুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ধুকুড়িয়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন বিএসসি, তার ছোট ভাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম গত ২৬ আগস্ট দুপুরে নিজ বাড়িতে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা ও খিচুরি বিতরণ কর্মসূচি শেষে স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে উধুনিয়া বাজারের পশ্চিমপাড়ে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষের ৩৪ জনসহ অজ্ঞাত আরও ১০-১৫ জন অজ্ঞাতনামা লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

অভিযোগে বলা হয়, আসামিরা লোহার রড, ফালা, ছুরি, হাতুরি, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল খালেক ও তার ছোট ভাই নাসির উদ্দিন বিএসসি এবং আব্দুল হাকিমকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে ছিলা ও ফুলা জখম হয়।

এ সময় নাসির উদ্দিন, আব্দুল খালেক ও আব্দুল হাকিমের সঙ্গে থাকা আরও কয়েকজন সহযোগীকেও মারধর করে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত নাসির উদ্দিন ও আব্দুল হাকিমসহ অন্যান্য সহযোগিদের বিএসসিকে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

আব্দুল খালেক জানান, হামলাটি ছিল সম্পূর্ণ পূর্বপরিকল্পিত এবং রাজনৈতিক প্রতিহিংসার ফল। এ ঘটনায় তিনি উল্লাপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

আহত উধুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ধুকুড়িয়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জেরে আমাকে ও আমার সহযোগীদের হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। বর্তমানে আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং নানাভাবে আমার পরিবারকে হত্যার হুমকি ও ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নাসির উদ্দিন বিএসসিকে একটি বাড়ির ভিতর থেকে উদ্ধার করেছি। অভিযোগের ভিত্তিত্বে আসামীদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা গ্রহন করা হবে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।