জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্ধিত কমিটিতে (হল এবং অনুষদ) শিক্ষার্থীদের অগোচরে তাদের নাম অন্তর্ভুক্ত করা এবং নিষিদ্ধ ছাত্রলীগের সাথে যুক্ত অনেককে কমিটিতে জায়গা দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার ৮ আগস্ট শাখা ছাত্রদলের আহ্ববায়ক জহির উদ্দিন মো. বাবর সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটির সদস্যদের তালিকা প্রকাশ করার পর শিক্ষার্থী মহলে এসব সমালোচনা শুরু হয়।
অভিযোগকারি বীরপ্রতিক তারামন বিবি হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক পদে নাম আসা ৫৩ তম আবর্তনের শিক্ষার্থী রিফা নানজিবা হিয়া জানিয়েছেন, “আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত নই, ছাত্রদলের কমিটিতে এভাবে নাম আসা সম্পর্কে অবগত নই। আমি ক্যাম্পাসে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হতে চাই না এবং আমি কোন ফরম পূরণ করিনি।”
একই হলের ৫৩ তম আবর্তনের শিক্ষার্থী নোসিন মোকাররমা তোরসা বলেন, “আমি কমিটিতে যুক্ত হতে চাই নি। আমি আগে জানিয়েছিলাম আমার নাম যেনো কমিটিতে না থাকে। তা সত্ত্বেও আমার নাম কমিটিতে রাখা হয়েছে। আমি জাবি ছাত্রদল কর্তৃপক্ষকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে দাবি জানাচ্ছি। সম্মতি না থাকা সত্ত্বেও কমিটি থেকে দ্রুত নাম সরিয়ে নেওয়ার জন্য দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে জাবি ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর জানান এসব বিষয় খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এবং প্রয়োজনে শীঘ্রই পরিমার্জিত কমিটি ঘোষণা করা হবে।