৫ আগস্ট জুলাই গণঅভ্যূত্থান দিবস উদযাপন উপলক্ষ্যে “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫”-এর অংশ হিসেবে সকাল ৯ টায় চাঁদপুর সদরের রঘুনাথপুর শহীদ সাজ্জাদ হোসেন সাব্বিরের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই অভ্যুত্থানে নিহত সকল বীর শহীদদের স্মরণে বিদেহী আত্মার শান্তি কামনা করে শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম এর নেতৃত্বে পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ।
পরবর্তিতে সকাল ১০ টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫” উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক জনাব মোঃ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।
দিবসটির মূল আকর্ষণ ছিল চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান। এই অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মিলন ঘটে।
অনুষ্ঠানে চাঁদপুর জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, চাঁদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ছবির ক্যাপশন: জুলাই গণঅভ্যূত্থান দিবস উদযাপন উপলক্ষ্যে ” চাঁদপুর সদরের রঘুনাথপুর শহীদ সাজ্জাদ হোসেন সাব্বিরের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।