শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত Logo চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প Logo ফের ভূমিকম্প Logo কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী Logo কুবির বাংলা বিভাগের বাংলা নাটক বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন Logo মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত Logo মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৫ এর উদ্বোধন Logo পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ প্রদর্শনী Logo আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছি: চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী বাবু খান

খুবিতে আন্তঃডিসিপ্লিন কুইজ প্রতিযোগিতা শুরু

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) রোটার‌্যাক্ট ক্লাবের আয়োজনে আন্তঃডিসিপ্লিন কুইজ প্রতিযোগিতা-২০২৫ শুরু হয়েছে। শুক্রবার (২৯ আগষ্ট) বিকাল ৩:০০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা শুরু হয়। এতে বিভিন্ন ডিসিপ্লিনের প্রায় তিন শতাধিক নবীন শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানের উদ্ভোদনী বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ। তিনি  বলেন, শিক্ষার্থীদের শুধুমাত্র প্রতিষ্ঠানিক বই পত্রে সীমাবদ্ধ থাকলে হবে না। এধরণের প্রতিযোগিতায় অংশগ্রহন তাদের মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া তিনি এ প্রতিযোগিতার আয়োজক এবং উপস্থিত সকল শিক্ষার্থীদের সাধুবাদ জানান ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।
এছাড়াও বক্তব্য রাখেন রাইট সাইট এডুকেশনের স্টুডেন্ট রিকনসাল্ট কাউন্সিলর মেরিনা জাহান লাবনী। তাঁর বক্তব্যে বলেন, উচ্চশিক্ষা এবং অভিবাসনে জন্য আইইএলটিএস স্কোর বা ইংরেজি দক্ষতা অবশ্যই দরকার। যদি ইংরেজি দক্ষতা ভালো হয় তাহলে দেশ ও দেশের বাইরে অনেক জায়গা থেকে অতিরিক্ত সুযোগ-সুবিধা পাওয়া যাবে। তিনি আরও বলেন উজ্জ্বল ভবিষ্যতের জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে এবং নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে।
তাছাড়াও, নবীন শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠানের অনুভূতি ব্যক্ত করে ইংরেজি ডিসিপ্লিনের সাদিয়া ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে এসে এই প্রথম সে এধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। যা তাকে অনুপ্রাণিত কারার পাশাপাশি অনেক কিছু জানতে সাহায্য করেছে এবং পরবর্তীতেও সে এধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে বলে ইচ্ছা প্রকাশ করেছে।
সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেন, শুধুমাত্র জ্ঞানের প্রতিযোগিতা নয়, বরং শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন ডিসিপ্লিনকে একত্রিত করে পারস্পরিক বোঝাপড়া, বন্ধুত্ব ও নেতৃত্ব গড়ে তোলার এক অনন্য প্ল্যাটফর্ম। আমি বিশ্বাস করি এই আয়োজন তরুণ প্রজন্মকে আরও উদ্দীপিত করবে এবং তাদের সৃজনশীল চিন্তাকে নতুন দিগন্তে পৌঁছে দেবে।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, সোস্যাল মিডিয়া পার্টনার হিসেবে কেইউ ইনসাইডারস এবং স্ট্রটিজিক পার্টনার বিডিএপিপিএস ও ফোটোগ্রাফি পার্টনার হিসেবে ছিল ফোটোবক্স।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী

খুবিতে আন্তঃডিসিপ্লিন কুইজ প্রতিযোগিতা শুরু

আপডেট সময় : ০৯:৩৬:২৫ অপরাহ্ণ, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) রোটার‌্যাক্ট ক্লাবের আয়োজনে আন্তঃডিসিপ্লিন কুইজ প্রতিযোগিতা-২০২৫ শুরু হয়েছে। শুক্রবার (২৯ আগষ্ট) বিকাল ৩:০০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা শুরু হয়। এতে বিভিন্ন ডিসিপ্লিনের প্রায় তিন শতাধিক নবীন শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানের উদ্ভোদনী বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ। তিনি  বলেন, শিক্ষার্থীদের শুধুমাত্র প্রতিষ্ঠানিক বই পত্রে সীমাবদ্ধ থাকলে হবে না। এধরণের প্রতিযোগিতায় অংশগ্রহন তাদের মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া তিনি এ প্রতিযোগিতার আয়োজক এবং উপস্থিত সকল শিক্ষার্থীদের সাধুবাদ জানান ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।
এছাড়াও বক্তব্য রাখেন রাইট সাইট এডুকেশনের স্টুডেন্ট রিকনসাল্ট কাউন্সিলর মেরিনা জাহান লাবনী। তাঁর বক্তব্যে বলেন, উচ্চশিক্ষা এবং অভিবাসনে জন্য আইইএলটিএস স্কোর বা ইংরেজি দক্ষতা অবশ্যই দরকার। যদি ইংরেজি দক্ষতা ভালো হয় তাহলে দেশ ও দেশের বাইরে অনেক জায়গা থেকে অতিরিক্ত সুযোগ-সুবিধা পাওয়া যাবে। তিনি আরও বলেন উজ্জ্বল ভবিষ্যতের জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে এবং নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে।
তাছাড়াও, নবীন শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠানের অনুভূতি ব্যক্ত করে ইংরেজি ডিসিপ্লিনের সাদিয়া ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে এসে এই প্রথম সে এধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। যা তাকে অনুপ্রাণিত কারার পাশাপাশি অনেক কিছু জানতে সাহায্য করেছে এবং পরবর্তীতেও সে এধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে বলে ইচ্ছা প্রকাশ করেছে।
সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেন, শুধুমাত্র জ্ঞানের প্রতিযোগিতা নয়, বরং শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন ডিসিপ্লিনকে একত্রিত করে পারস্পরিক বোঝাপড়া, বন্ধুত্ব ও নেতৃত্ব গড়ে তোলার এক অনন্য প্ল্যাটফর্ম। আমি বিশ্বাস করি এই আয়োজন তরুণ প্রজন্মকে আরও উদ্দীপিত করবে এবং তাদের সৃজনশীল চিন্তাকে নতুন দিগন্তে পৌঁছে দেবে।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, সোস্যাল মিডিয়া পার্টনার হিসেবে কেইউ ইনসাইডারস এবং স্ট্রটিজিক পার্টনার বিডিএপিপিএস ও ফোটোগ্রাফি পার্টনার হিসেবে ছিল ফোটোবক্স।