সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৫ বাংলাদেশীকে বিজিবির নিকট হস্তান্তর করেছে বিএসএফ। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) রাত ৮টার দিকে বিএসএফ’র আমুদিয়া কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি ও বিজিবির তলুইগাছা বিওপি কমান্ডার পতাকা বৈঠকের তাদের হস্তান্তর করে বিএসএফ।
এসব বাংলাদেশী নাগরিকরা সাতক্ষীরা, খুলনা, পিরোজপুরসহ দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, ভারতে বিএসএফের হাতে এসব বাংলাদেশী নাগরিকরা আটক হন। পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে এসব নাগরিকদের ফেরৎ এনে থানায় হস্তান্তর করেছে বিজিবি। এসব নাগরিকদের পরিবার, আত্নীয় স্বজনদের খবর দেওয়া হয়েছে। যাচাই বাছাই শেষে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে


























































