হাজীগঞ্জ উপজেলা রাজারগাঁও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন জনকে পিটিয়ে গুরুতর আহত ও টাকা ছিনতাই এর অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২৯ আগস্ট) বিকাল ৫ টার সময় উপজেলার রাজারগাঁও ৪নং ওয়ার্ড মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে। আহত নাজমা (৪৫), নাজমুল (৩০), রাকিব পাটোয়ারী (৩২) কে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, আহত নাজমুলের সাথে তার মামার বাড়ির রহিম, রাব্বি, আফসার, কাশেম, দেলু, দ্বীন ইসলাম, আজাদ, সবু ও লিমনের সাথে পূর্বের শত্রুতা ছিলো।
ঘটনার দিন, গত ২৫ আগস্ট সোমবার সন্ধ্যায় নাজমুলে মা নাজমা বেগমকে নিয়ে চাঁদপুর থেকে হাজীগঞ্জ রাজারগাঁও মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাজারগাঁও সিএনজি স্ট্যান্ডে গেলে উপরোক্ত হামলাকারীরা তাদেরকে মারধর করে। স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় তাদের চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। আহতরা হাসপাতালে ৩ দিন চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় আহতদের পক্ষে চাঁদপুরের বিজ্ঞ আমলী আদালত হাজীগঞ্জ চাঁদপুরে সিআর ৭১৫, ২০২৫ ইং একটি মামলা দায়ের করেন। এ নিয়ে মীমাংসার জন্য শুক্রবার বিকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপরোক্ত আসামীরা তাদের ওপর পুনরায় হামলা চালান। তাদের বেপরোয়া মারপিটের কারনে একই পরিবারের নাজমা, নাজমুল, রাকিব পাটোয়ারী তিনজন গুরুতর আহত হন।
এবিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। জানতে চাইলে মামলার আইনজীবী এডভোকেট আলম খান মঞ্জু বলেন, আমরা চেয়েছি বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সমাধান হোক। কিন্তু প্রতিপক্ষরা তাদের উপর সালিশ বৈঠকে হামলা করে। এটা অত্যন্ত দুঃখজনক। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। হামলার ঘটনার বিচার দাবি করে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারটি।