জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হল কমিটি বিলুপ্তির দাবিকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় জড়িয়েছেন জাবি ছাত্রদলের দুইটি গ্রুপের সদস্যরা। সোমবার ১৮ আগস্ট বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ছাত্রদলের নেতাকর্মীদের সূত্রে জানা যায়, জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীকসহ শীর্ষ পাঁচ নেতা ক্যাম্পাসে প্রবেশ করলে তাদের সাথে হল কমিটি বিলুপ্তি নিয়ে বাক বিতণ্ডায় জড়ায় জাবি ছাত্রদলের আরেকটি গ্রুপের সদস্যরা এবং একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে । এসময় জাবি ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে আটকা পড়েন। উত্তেজিত কর্মীরা তৎক্ষণাৎ বিক্ষোভ শুরু করেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ. কে. এম. রাশেদুল আলম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তিনি বলেন, “আসন্ন জাকসু নিয়ে ক্যাম্পাসে সবার মধ্যে শান্তি বজায় রাখার জন্যে আমরা কাজ করে যাচ্ছি। সুষ্ঠু-সুশৃঙ্খল ভাবে জাকসু নির্বাচন সম্পন্ন করাই আমাদের মূল লক্ষ।”
উল্লেখ্য, গতকাল ১৭ আগস্ট জাবির ১৭টি হলে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট সমস্যা সমাধানে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাবিতে আগমন করেন। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় এবং দু’জন ছাত্রদল কর্মীকে মারধরের ঘটনাও ঘটে। ঘটনার একপর্যায়ে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ শীর্ষ পাঁচ নেতা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আটকা পড়েন।