ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এম.ফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শনিবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
পরীক্ষা পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, এবং ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো: এমতাজ হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বেগম রোকসানা মিলি, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: আসাদুজ্জামান, লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. এ. কে. এম. মতিনুর রহমান, প্রক্টর প্রফেসর ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মো: ওবায়দুল ইসলাম এবং বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. মো: জালাল উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, এম.ফিল প্রোগ্রামে রেজিস্ট্রেশনকৃত ৮১ জনের মধ্যে ৭০ জন উপস্থিত ছিলেন। অন্যদিকে, পিএইচডি প্রোগ্রামে রেজিস্ট্রেশনকৃত ৪৩ জনের মধ্যে ৩৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন।


























































