শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরা-০২ এ ধানের শীষের জয়ে নতুন অধ্যায়—বিএনপির একতাবদ্ধ ঘোষণা Logo বুটেক্স অ্যালামনাই ইউএসএ-এর আত্মপ্রকাশ: যুক্তরাষ্ট্রে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মিলনমেলা ও কমিটি গঠন Logo বুটেক্সের প্রথম সমাবর্তন আগামী ২৭ ডিসেম্বর Logo রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর Logo নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ Logo রাবি ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা Logo “কণিকা”সংগঠনের সচেতনতা সেমিনার ও কুইজ এমইএস কলেজে অনুষ্ঠিত Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত

সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিকের  উপকূলীয় অঞ্চলে সংকট সমাধানে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৫৮:১৯ অপরাহ্ণ, শনিবার, ৩০ আগস্ট ২০২৫
  • ৮৩৮ বার পড়া হয়েছে

Oplus_131072

কয়রা (খুলনা) প্রতিনিধ : ফরহাদ হোসাইন 
কয়রা (খুলনা): খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম (রফিক) উপকূলের মানুষের দীর্ঘদিনের দুঃখ, দুর্দশা ও চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) বিকাল ৪টায় কয়রা কপোতাক্ষ কলেজের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, খুলনা- ৬ আসনে বহিরাগত নেতৃত্ব আর নয়, এই জনপদের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে স্থানীয় নেতৃত্বকেই এগিয়ে আসতে হবে।
সিনিয়র সাংবাদিক মো. সদর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময়  সভায় রফিকুল ইসলাম উপকূলের প্রধান সমস্যাগুলো তুলে ধরে বলেন, যুগ যুগ  ধরে কয়রা-পাইকগাছার মানুষেরা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে দিনাতিপাত করছে । দুর্বল ও ভঙ্গুর বেড়িবাঁধের কারণে প্রায়ই মানুষের ঘরবাড়ি, ফসলি জমি ও মৎস্য ঘের  প্লাবিত হয়। জলবায়ু পরিবর্তনের কারণে এখানকার মানুষের জীবন ও প্রকৃতি মারাত্মক হুমকির মুখে।
একদিকে যেমন লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, তেমনি বিশুদ্ধ ও খাবার  পানির সংকটও প্রকট হচ্ছে।
রফিকুল ইসলাম তার বক্তব্যে আরও বলেন, যদি আমি জনগণের সমর্থন পেয়ে নির্বাচিত হতে পারি, তবে এই অঞ্চলের স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবো। পাশাপাশি, সুন্দরবনকে কেন্দ্র করে আধুনিক ও পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে, যা স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করবে। একই সঙ্গে, উন্নত রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, বহিরাগতদের নেতৃত্বের কারণে এই অঞ্চলের মানুষের প্রকৃত দুর্দশাগুলো প্রায়ই অনুচ্চারিত থেকে যায়। এখন সময় এসেছে ‘বহিরাগত নিপাত যাক, খুলনা-৬ মুক্তি পাক’ এই স্লোগানকে বাস্তব রূপ দেওয়ার।
এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পাইকগাছা নাগরিক ফোরামের সহ-সমন্বয়ক অ্যাডভোকেট মো. সরোওয়ার মাহবুব ও মো. নজরুল ইসলাম, সাবেক সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, লস্কর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মো. শরিফুল ইসলাম, পাইকগাছা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দীপঙ্কর সাহা এবং নাগরিক নেতা মোহাম্মদ মাহফুজুর রহমান।
এছাড়াও কয়রার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা-০২ এ ধানের শীষের জয়ে নতুন অধ্যায়—বিএনপির একতাবদ্ধ ঘোষণা

সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রফিকের  উপকূলীয় অঞ্চলে সংকট সমাধানে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

আপডেট সময় : ০৯:৫৮:১৯ অপরাহ্ণ, শনিবার, ৩০ আগস্ট ২০২৫
কয়রা (খুলনা) প্রতিনিধ : ফরহাদ হোসাইন 
কয়রা (খুলনা): খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম (রফিক) উপকূলের মানুষের দীর্ঘদিনের দুঃখ, দুর্দশা ও চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) বিকাল ৪টায় কয়রা কপোতাক্ষ কলেজের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, খুলনা- ৬ আসনে বহিরাগত নেতৃত্ব আর নয়, এই জনপদের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে স্থানীয় নেতৃত্বকেই এগিয়ে আসতে হবে।
সিনিয়র সাংবাদিক মো. সদর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময়  সভায় রফিকুল ইসলাম উপকূলের প্রধান সমস্যাগুলো তুলে ধরে বলেন, যুগ যুগ  ধরে কয়রা-পাইকগাছার মানুষেরা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে দিনাতিপাত করছে । দুর্বল ও ভঙ্গুর বেড়িবাঁধের কারণে প্রায়ই মানুষের ঘরবাড়ি, ফসলি জমি ও মৎস্য ঘের  প্লাবিত হয়। জলবায়ু পরিবর্তনের কারণে এখানকার মানুষের জীবন ও প্রকৃতি মারাত্মক হুমকির মুখে।
একদিকে যেমন লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, তেমনি বিশুদ্ধ ও খাবার  পানির সংকটও প্রকট হচ্ছে।
রফিকুল ইসলাম তার বক্তব্যে আরও বলেন, যদি আমি জনগণের সমর্থন পেয়ে নির্বাচিত হতে পারি, তবে এই অঞ্চলের স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবো। পাশাপাশি, সুন্দরবনকে কেন্দ্র করে আধুনিক ও পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে, যা স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করবে। একই সঙ্গে, উন্নত রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, বহিরাগতদের নেতৃত্বের কারণে এই অঞ্চলের মানুষের প্রকৃত দুর্দশাগুলো প্রায়ই অনুচ্চারিত থেকে যায়। এখন সময় এসেছে ‘বহিরাগত নিপাত যাক, খুলনা-৬ মুক্তি পাক’ এই স্লোগানকে বাস্তব রূপ দেওয়ার।
এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পাইকগাছা নাগরিক ফোরামের সহ-সমন্বয়ক অ্যাডভোকেট মো. সরোওয়ার মাহবুব ও মো. নজরুল ইসলাম, সাবেক সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, লস্কর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মো. শরিফুল ইসলাম, পাইকগাছা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দীপঙ্কর সাহা এবং নাগরিক নেতা মোহাম্মদ মাহফুজুর রহমান।
এছাড়াও কয়রার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন।