রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম ভাষাভিত্তিক সংগঠন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। এতে আবুল হাসান কুরাইশিকে সভাপতি ও হাফিজুর রহমান খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গত সোমবার (৩০ জুন) এই নতুন কমিটির গঠনের মাধ্যমে ক্লাবটি তাদের ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা নির্ধারণ করেছে।
নতুন কমিটির সভাপতি মোঃ আবুল হাসান কুরাইশি,পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান খান ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন,
সহ-সভাপতি মোঃ মাহবুব আলম ও তালহা হোসাইন।
জয়েন্ট সেক্রেটারি, খালেদ মিয়া;
জয়েন্ট জেনারেল সেক্রেটারি,মোঃ ইয়াকুব আলী; অর্গানাইজিং সেক্রেটারি, মোঃ মোস্তাবশির রাহিক ; অফিস সেক্রেটারি, আহম্মদ ইমতিয়াজ সৈকত; ট্রেজারার, কাওসার আহমেদ; পাবলিসিটি সেক্রেটারি, মোঃ সবুজ মিয়া; আইটি সেক্রেটারি: পায়েল আহমেদ; এছাড়াও, কমিটিতে আরও ১৯ জন এক্সিকিউটিভ সদস্য রয়েছেন।
নবগঠিত কমিটির সভাপতি মোঃ আবুল হাসান কুরাইশি বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। অথচ আমাদের অনেক শিক্ষার্থীর মধ্যেই ইংরেজি ভাষায় সাবলীলতা ও আত্মবিশ্বাসের অভাব রয়েছে। নতুন কমিটি এই চ্যালেঞ্জ মোকাবিলায় নিরলসভাবে কাজ করবে ইনশাআল্লাহ। আমাদের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি ভাষা বিষয়ে আত্মবিশ্বাস তৈরি করা এবং স্পিকিং ফোবিয়া দূর করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।”
তারা আরও জানান, নতুন কমিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শিক্ষায় আগ্রহী করে তুলতে ও তাদের দক্ষতা উন্নয়নে নিয়মিত কর্মশালা, সেশন পরিচালনা করবে। এ লক্ষ্যে ক্লাব সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।