নিউজ ডেস্ক:
মুম্বাই ইন্ডিয়ান্সের জয় রথ যেন অশ্বগতিতে ছুটে চলেছে! প্রথম ম্যাচে পুনের কাছে হারের পর টানা চার ম্যাচে জয় পেয়েছে রোহিত শর্মার দল। আর এতেই পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে এসেছে শচীন টেন্ডুলকারে শিষ্যরা। রবিবার গুজরাট লায়ন্সকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
এর আগে টস জিতে গুজরাটকে ব্যাট করতে আমন্ত্রণ জানায় মুম্বাই। ব্যাটিংয়ে নেমে দলীয় ১ রানেই ডোয়াইন স্মিথকে (০) হারায় গুজরাট। কিন্তু এরপরই খেলার মোড় ঘুরিয়ে দেন ব্রেন্ডন ম্যাককালাম এবং অধিনায়ক সুরেশ রায়না। দুজনে মিলে দ্বিতীয় উইকেটে ৮০ রানের জুটি গড়েন। রায়না ২৯ বলে ২৮ রান করে হরভজন সিংয়ের ঘূর্ণিতে ফিরে গেলেও ঠিকই হাফ সেঞ্চুরি তুলে নেন ম্যাককালাম। মালিঙ্গার একমাত্র শিকার হওয়ার আগে তিনি ৪৪ বলে ৬ চার এবং ৩ ছক্কায় ৬৪ রান সংগ্রহ করেন।
এরপর পঞ্চম উইকেট জুটিতে আবারও ৫৪ রানের পার্টনারশিপ। সৌজন্যে ঈশান কিশান এবং দিনেশ কার্তিক। তারকাবহুল মুম্বাইয়ের বোলিং যেন নখদন্তহীন হয়ে পড়েছিল। দিনেশ কার্তিকের সঙ্গে ভাগ্য একটু প্রতারণাই করল। কিংবা তিনি নিজেই ব্যর্থ হলেন আর ২টি রান করে হাফ সেঞ্চুরি তুলে নিতে। নির্ধারিত ওভার শেষে তাকে ২৬ বলে ২৩ চার এবং ২ ছক্কায় ৪৮ রানেই অপরাজিত থেকে মাঠ ছাড়তে হয়। জেসন রয়ও ৭ বলে ১ চার ১ ছক্কায় ১৪* রান করেন। মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন ম্যাকক্লিঘান। তবে ৪ ওভার বল করা বোলারদের মধ্যে মালিঙ্গাই সবচেয়ে বেশি খরুচে। আর ৪ ওভারে ২২ রান দিয়ে ১ উইকেট নেওয়া ‘বৃদ্ধ’ হরভজন সিং সবচেয় কৃপণ বোলার।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় মুম্বাই। শূন্য রানে সাজঘরে ফেরেন পার্থিব প্যাটেল। এর পর নীতিশ রানা ও জস বাটলারের জুটিতে ধাক্কা সামলে নেয় তারা। ৩৬ বলে ৫৩ রান করেন নীতিশ আর বাটলার ২৪। তবে শেষ দিকে রোহিত শর্মার ৪০ ও কাইরন পোলার্ডের ৩৯ রানের ওপর ভর করে জয় তুলে নেয় মুম্বাই। ম্যাচ সেরা হয়েছেন নীতিশ রানা।
সূত্র: ক্রিকইনফো