দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সীরাত পাঠ প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ীদের নগদ অর্থ ও মূল্যবান বই উপহার দেয়া হয়।
শনিবার (১ মার্চ) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ পুরস্কার বিতরণী এবং প্রোডাক্টিভ রমাদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাবিপ্রবি দাওয়াহ সার্কেল এর সভাপতি মোঃ নাজমুস সাকিবের সভাপতিত্বে প্রোডাক্টিভ রমাদান বিষয়ে প্রধান আলোচক ছিলেন যুক্তরাজ্যের মানসিক হাসপাতালের প্রাক্তন উপ -পরিচালক জিয়াউল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মোঃ শামসুজ্জোহা।
এসময় সীরাত পাঠ প্রতিযোগিতা ২০২৪-এ বিজয়ী ৫১ জনকে পুরুস্কৃত করা হয়। এতে ১ম স্থান অধিকারীকে নগদ ১০ হাজার টাকা ও বই, ২য় স্থান নগদ ৮ হাজার টাকা ও বই এবং ৩য় স্থান নগদ ৫ হাজার টাকা ও বই, ৪র্থ স্থান থেকে ১০ম স্থান পর্যন্ত নগদ ১ হাজার টাকা ও বই প্রদান করা হয়। এছাড়াও অন্যান্য বিজয়ীদের বই পুরস্কার হিসেবে প্রদান করা হয়।