সোমবার | ১ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খালেদা জিয়ার সুস্থতা কামনা, বীরগঞ্জ উপজেলায় অসহায়দের মাঝে খাবার বিতরণ Logo চাঁদপুরে যোগদানের প্রথম দিনেই সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় Logo সদরপুরে গার্ডিয়ান এর এরিয়া অফিস উদ্ভোধন অনুষ্ঠানে ১০ লাখ টাকার মৃত্যু দাবী চেক বিতরণ। Logo ৪৫তম বিসিএস-এ ক্যাডার বুটেক্সের ১৩ শিক্ষার্থী Logo হাবিপ্রবিতে মশার উপদ্রবে উদ্বিগ্ন শিক্ষার্থীরা, ভ্রুক্ষেপ নেই প্রশাসনের Logo জবিস্থ চুয়াডাঙ্গা ছাত্রকল্যাণের নেতৃত্বে সজিব ও তরিকুল Logo মেডিকেল বোর্ডের দেওয়া চিকিৎসা খালেদা জিয়া গ্রহণ করতে পারছেন : ডা. জাহিদ Logo কচুয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন গণঅধিকার পরিষদ নেতা এনায়েত হাসিব Logo কচুয়ায় ইউএনও হেলাল চৌধুরীর বিদায় সংবর্ধনা Logo জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা সভাপতি রিংকু, সম্পাদক ফরহাদ

চাঁদপুরে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ২৩০, অন্যান্য অভিযানে সর্বমোট গ্রেপ্তার ৫৫৮ জন

ঢাকাসহ সারাদেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গত ২৫ দিনে চাঁদপুরে গ্রেপ্তার করা হয়েছে ২৩০ জনকে।চাঁদপুর জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি থেকে জেলার বিভিন্ন থানায়”অপারেশন ডেভিল হান্ট” অভিযান পরিচালনা করে। এছাড়া ডেভিল হান্টসহ অন্যান্য অভিযানে সর্বমোট গ্রেপ্তার করা হয়েছে ৫৫৮ জনকে।

অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান। যা ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরের ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এই হামলায় নেতৃত্ব দেয় ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতা-কর্মী। হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় ‘ডেভিল হান্ট’ নামক বিশেষ অভিযান শুরু হয়।

অপারেশন ডেভিল হান্টে চাঁদপুরে প্রথম আটক হয় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন (এসডু) পাটোয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এস এম জয়নাল আবেদীন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাউসারুল আলম কামরুল, শাহরাস্তি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুল কবির, চাঁদপুর পৌর ১৩ নম্বর ওয়ার্ড নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সভাপতি কাকন গাজী, বাগাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন।

অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই চাঁদপুরে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকেই আত্মগোপনে চলে গেছেন। কেউ কেউ নিরাপদ আশ্রয়ের সন্ধানে অন্যত্র চলে গেছেন, আবার কেউ বাড়িতে অবস্থান করলেও প্রকাশ্যে আসছেন না।

এ বিষয়ে চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম জানিয়েছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সারা দেশে একযোগে পরিচালিত হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট’। চাঁদপুরে‘অপারেশন ডেভিল হান্ট’ চলমান থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সুপার বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পুলিশ এ অভিযানের কার্যক্রম পরিচালনা করছে। পুলিশের সব ইউনিট একযোগে সারাদেশের মতো চাঁদপুরেও এ অভিযানে অংশগ্রহণ করেছে এবং কার্যক্রম পরিচালনা করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার সুস্থতা কামনা, বীরগঞ্জ উপজেলায় অসহায়দের মাঝে খাবার বিতরণ

চাঁদপুরে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ২৩০, অন্যান্য অভিযানে সর্বমোট গ্রেপ্তার ৫৫৮ জন

আপডেট সময় : ০৭:৩৭:৪০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

ঢাকাসহ সারাদেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গত ২৫ দিনে চাঁদপুরে গ্রেপ্তার করা হয়েছে ২৩০ জনকে।চাঁদপুর জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি থেকে জেলার বিভিন্ন থানায়”অপারেশন ডেভিল হান্ট” অভিযান পরিচালনা করে। এছাড়া ডেভিল হান্টসহ অন্যান্য অভিযানে সর্বমোট গ্রেপ্তার করা হয়েছে ৫৫৮ জনকে।

অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান। যা ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরের ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এই হামলায় নেতৃত্ব দেয় ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতা-কর্মী। হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় ‘ডেভিল হান্ট’ নামক বিশেষ অভিযান শুরু হয়।

অপারেশন ডেভিল হান্টে চাঁদপুরে প্রথম আটক হয় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন (এসডু) পাটোয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এস এম জয়নাল আবেদীন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাউসারুল আলম কামরুল, শাহরাস্তি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুল কবির, চাঁদপুর পৌর ১৩ নম্বর ওয়ার্ড নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সভাপতি কাকন গাজী, বাগাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন।

অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই চাঁদপুরে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকেই আত্মগোপনে চলে গেছেন। কেউ কেউ নিরাপদ আশ্রয়ের সন্ধানে অন্যত্র চলে গেছেন, আবার কেউ বাড়িতে অবস্থান করলেও প্রকাশ্যে আসছেন না।

এ বিষয়ে চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম জানিয়েছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সারা দেশে একযোগে পরিচালিত হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট’। চাঁদপুরে‘অপারেশন ডেভিল হান্ট’ চলমান থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সুপার বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পুলিশ এ অভিযানের কার্যক্রম পরিচালনা করছে। পুলিশের সব ইউনিট একযোগে সারাদেশের মতো চাঁদপুরেও এ অভিযানে অংশগ্রহণ করেছে এবং কার্যক্রম পরিচালনা করছে।