রেণু জানান, কীভাবে তার পরিবারের কঠিন সময়ে পাশে এসে দাঁড়িয়েছিলেন শাহরুখ। কোনো দিক চিন্তা না করেই তার ছেলে পরিচালিত প্রথম সিনেমা ‘ইত্তেফাক’-এর প্রযোজক হতে এককথায় রাজি হয়ে যান শাহরুখ। এমনকি ছবির চিত্রনাট্যটুকুও শোনেননি তিনি, এমনকী পড়েনওনি! শুধু তাই নয়, এই ছবি প্রযোজনা করার জন্য যে পরিমাণ টাকা শাহরুখ বিনিয়োগ করেছিলেন তার উপর সুদ নিতেও অস্বীকার করেছিলেন কিং খান।
সেসময় রেণু আশ্বাস দিয়ে বলেন, ‘কথা দিচ্ছি আমার ছেলে তার হৃদয় দিয়ে সিনেমাটি বানাবে।’ তিনি আরও যোগ করেন, ‘এটি ছিল আমার ছোট ছেলে অভয়ের প্রথম ছবি। তবে শাহরুখের নীতি ছিল, ঘোড়াকে নয় বরং চালককে সমর্থন করেন তিনি। যে কোনও আর্থিক লেনদেনের হিসেব ৫০ শতাংশ হয়। এ ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। ছবি মুক্তির পর স্বাভাবিকভাবেই বিনিয়োগের ওপর একটা সুদের হিসাব থাকে। তবে শাহরুখ খান এমনই এক মানুষ তিনি সেই সুদের টাকা নিতে অস্বীকার করেন।
রেণু বলেন, ‘শাহরুখ সোজা আমাকে জানিয়ে দেন, ‘এই টাকা আমার জন্য হারাম। কোনও সুদ লাগবে না।’