শিরোনাম :
Logo মৃত্যুদণ্ড বজায় রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন Logo সিরাজদিখানে মরহুম হাজী জয়নাল আবেদীন মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo ঢাকায় হামলার প্রতিবাদে খুবিতে প্রকৌশল অধিকার দাবিতে মানববন্ধন Logo চিকিৎসার অভাবে মানবেতর জীবন যাপন করছেন প্রবাসফেরত ইসমাইল হোসেন Logo চিত্রা-নড়াইল জেলা ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের নেতৃত্বে আরমান ও বোরহান Logo চাঁদপুর সদরের জনবান্ধব ইউএনও সাখাওয়াত জামিল সৈকতকে লক্ষ্মীপুরের এডিসি পদে বদলী Logo বেরোবিতে ভর্তি পরীক্ষার আসন বরাদ্দে অনিময়ের অভিযোগ ; প্রশাসন বলছে শিক্ষার্থীদের বুঝার ভুল Logo প্রকাশিত হয়েছে কবি ও কথাসাহিত্যিক নুরুন্নাহার মুন্নির সাহিত্য পত্রিকা ‘আখ্যান’ Logo পলাশবাড়ী পৌর এলাকায় জমি জবর দখলের অভিযোগ Logo প্রবাসফেরত ইসমাইলের পাশে দাঁড়ালেন এনসিপি নেতা ডা. আরিফুল ইসলাম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্থানীয়দের সহায়তায় ৫ ডাকাত সদস্য আটক;

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্থানীয়দের সহায়তায় ৫ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার (২ মার্চ) ভোরে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারে স্থানীয়দের সহায়তায় ডাকাত সদস্যদের আটক করে ডিবি পুলিশ।

 

আটকরা হলেন, রংপুরের মিঠাকুপুর থানার সঠিবাড়ি হরিপুর গ্রামের মৃত আজিজের ছেলে আনোয়ার হোসেন (৪১), দিনাজপুরের নবাবগঞ্জ থানার আজিমপুর মির্জাপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে, তহিদুল ইসলাম (৪০), রংপুরের পীরগঞ্জ থানার লালদিঘী ফতেপুর মকিমপুর গ্রামের জলিলের ছেলে, শরিফুল ইসলাম (৩৫), পীরগঞ্জ থানার লালদিঘী আজমপুর ফকির পাড়া গ্রামের বাদশা ফকিরের ছেলে, হাসানুর (৪০), পীরগঞ্জ থানার সানের হাট পালানো শাহপুর গ্রামের জব্বারের ছেলে, আয়নাল (৩৮)।

 

শনিবার (১ মার্চ) দিবাগত রাত ১ টায় উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের আজিজনগর গ্রামে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত প্রবেশের খবর পুরো উপজেলায় ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন জায়গায় মাইক দিয়ে সতর্ক করা হয়। এসময় অনেকে মহাসড়কে অবস্থান নেয়। এ ঘটনায় উপজেলা জুড়ে দেখা দিয়েছে আতঙ্ক।

 

জানা যায়, শনিবার দিবাগত রাত ১টা দিকে তেঁতুলিয়ার আজিজনগর গ্রামের বাংলাবান্ধা-পঞ্চগড় মহাসড়কের পাশে স্কুল শিক্ষক বেলায়েত হোসেনের বাড়িতে প্রাচীর টপকে ডাকাতদল প্রবেশ করে। এবং ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে হাত-পা বেঁধে মারধর করে বাড়ির মালিকদের।

 

এসময় নগদ প্রায় ৪০ হাজার টাকা ও ২.৫ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় ডাকাতেরা। বাড়ির মালিকের চিৎকার শুনে পাশে বাড়ির লোকজন বের হয়ে আসে। এ ঘটনা জানাজানি হলে আশেপাশের সব গ্রাম থেকে মানুষজন বের হয়। এ মাঝে মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে সবাইকে সতর্ক করা হয়। এলাকার লোকজন সজাগ হয়ে রাস্তায় অবস্থান নেয়। স্থানীয়দের সহায়তায় রোববার ভোরে তেঁতুলিয়ার ভজনপুর বাজারে ডাকাত সদস্যদের আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশ।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের পুলিশ টিম তেঁতুলিয়াসহ পুরো জেলায় তৎপর থেকে সারারাত অভিযান পরিচালনা করেছে। অভিযানে ৫ ডাকাতকে আটক করা হয়। এ ঘটনার জড়িত সবাইকে আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মৃত্যুদণ্ড বজায় রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্থানীয়দের সহায়তায় ৫ ডাকাত সদস্য আটক;

আপডেট সময় : ০৫:০৭:২২ অপরাহ্ণ, রবিবার, ২ মার্চ ২০২৫

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্থানীয়দের সহায়তায় ৫ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার (২ মার্চ) ভোরে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারে স্থানীয়দের সহায়তায় ডাকাত সদস্যদের আটক করে ডিবি পুলিশ।

 

আটকরা হলেন, রংপুরের মিঠাকুপুর থানার সঠিবাড়ি হরিপুর গ্রামের মৃত আজিজের ছেলে আনোয়ার হোসেন (৪১), দিনাজপুরের নবাবগঞ্জ থানার আজিমপুর মির্জাপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে, তহিদুল ইসলাম (৪০), রংপুরের পীরগঞ্জ থানার লালদিঘী ফতেপুর মকিমপুর গ্রামের জলিলের ছেলে, শরিফুল ইসলাম (৩৫), পীরগঞ্জ থানার লালদিঘী আজমপুর ফকির পাড়া গ্রামের বাদশা ফকিরের ছেলে, হাসানুর (৪০), পীরগঞ্জ থানার সানের হাট পালানো শাহপুর গ্রামের জব্বারের ছেলে, আয়নাল (৩৮)।

 

শনিবার (১ মার্চ) দিবাগত রাত ১ টায় উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের আজিজনগর গ্রামে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত প্রবেশের খবর পুরো উপজেলায় ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন জায়গায় মাইক দিয়ে সতর্ক করা হয়। এসময় অনেকে মহাসড়কে অবস্থান নেয়। এ ঘটনায় উপজেলা জুড়ে দেখা দিয়েছে আতঙ্ক।

 

জানা যায়, শনিবার দিবাগত রাত ১টা দিকে তেঁতুলিয়ার আজিজনগর গ্রামের বাংলাবান্ধা-পঞ্চগড় মহাসড়কের পাশে স্কুল শিক্ষক বেলায়েত হোসেনের বাড়িতে প্রাচীর টপকে ডাকাতদল প্রবেশ করে। এবং ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে হাত-পা বেঁধে মারধর করে বাড়ির মালিকদের।

 

এসময় নগদ প্রায় ৪০ হাজার টাকা ও ২.৫ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় ডাকাতেরা। বাড়ির মালিকের চিৎকার শুনে পাশে বাড়ির লোকজন বের হয়ে আসে। এ ঘটনা জানাজানি হলে আশেপাশের সব গ্রাম থেকে মানুষজন বের হয়। এ মাঝে মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে সবাইকে সতর্ক করা হয়। এলাকার লোকজন সজাগ হয়ে রাস্তায় অবস্থান নেয়। স্থানীয়দের সহায়তায় রোববার ভোরে তেঁতুলিয়ার ভজনপুর বাজারে ডাকাত সদস্যদের আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশ।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের পুলিশ টিম তেঁতুলিয়াসহ পুরো জেলায় তৎপর থেকে সারারাত অভিযান পরিচালনা করেছে। অভিযানে ৫ ডাকাতকে আটক করা হয়। এ ঘটনার জড়িত সবাইকে আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।