শিরোনাম :
Logo মাহে রমজান এবং স্বাস্থ্যসচেতনতা Logo ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুলের বাসা থেকে ২ কোটি ৪৫ লাখ টাকা জব্দ Logo ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবি আদায়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি Logo শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে ৫ শতাংশ কোটা পাবেন অভ্যুত্থানে হতাহতদের সন্তানরা Logo জাতীয় পতাকা উত্তোলন দিবস রোববার Logo চাঁদপুর জজ কোর্টের নতুন ভিপি কৌশলী হলেন অ্যাড. আলম খান মঞ্জু Logo উপদেষ্টা মাহফুজ সম্পর্কে অজানা তথ্য দিলেন তার শিক্ষক Logo নির্বাচন দেরিতে হলে ষড়যন্ত্র বাড়বে: সালাহ উদ্দিন আহমেদ Logo পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্থানীয়দের সহায়তায় ৫ ডাকাত সদস্য আটক; Logo জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্থানীয়দের সহায়তায় ৫ ডাকাত সদস্য আটক;

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্থানীয়দের সহায়তায় ৫ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার (২ মার্চ) ভোরে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারে স্থানীয়দের সহায়তায় ডাকাত সদস্যদের আটক করে ডিবি পুলিশ।

 

আটকরা হলেন, রংপুরের মিঠাকুপুর থানার সঠিবাড়ি হরিপুর গ্রামের মৃত আজিজের ছেলে আনোয়ার হোসেন (৪১), দিনাজপুরের নবাবগঞ্জ থানার আজিমপুর মির্জাপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে, তহিদুল ইসলাম (৪০), রংপুরের পীরগঞ্জ থানার লালদিঘী ফতেপুর মকিমপুর গ্রামের জলিলের ছেলে, শরিফুল ইসলাম (৩৫), পীরগঞ্জ থানার লালদিঘী আজমপুর ফকির পাড়া গ্রামের বাদশা ফকিরের ছেলে, হাসানুর (৪০), পীরগঞ্জ থানার সানের হাট পালানো শাহপুর গ্রামের জব্বারের ছেলে, আয়নাল (৩৮)।

 

শনিবার (১ মার্চ) দিবাগত রাত ১ টায় উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের আজিজনগর গ্রামে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত প্রবেশের খবর পুরো উপজেলায় ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন জায়গায় মাইক দিয়ে সতর্ক করা হয়। এসময় অনেকে মহাসড়কে অবস্থান নেয়। এ ঘটনায় উপজেলা জুড়ে দেখা দিয়েছে আতঙ্ক।

 

জানা যায়, শনিবার দিবাগত রাত ১টা দিকে তেঁতুলিয়ার আজিজনগর গ্রামের বাংলাবান্ধা-পঞ্চগড় মহাসড়কের পাশে স্কুল শিক্ষক বেলায়েত হোসেনের বাড়িতে প্রাচীর টপকে ডাকাতদল প্রবেশ করে। এবং ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে হাত-পা বেঁধে মারধর করে বাড়ির মালিকদের।

 

এসময় নগদ প্রায় ৪০ হাজার টাকা ও ২.৫ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় ডাকাতেরা। বাড়ির মালিকের চিৎকার শুনে পাশে বাড়ির লোকজন বের হয়ে আসে। এ ঘটনা জানাজানি হলে আশেপাশের সব গ্রাম থেকে মানুষজন বের হয়। এ মাঝে মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে সবাইকে সতর্ক করা হয়। এলাকার লোকজন সজাগ হয়ে রাস্তায় অবস্থান নেয়। স্থানীয়দের সহায়তায় রোববার ভোরে তেঁতুলিয়ার ভজনপুর বাজারে ডাকাত সদস্যদের আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশ।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের পুলিশ টিম তেঁতুলিয়াসহ পুরো জেলায় তৎপর থেকে সারারাত অভিযান পরিচালনা করেছে। অভিযানে ৫ ডাকাতকে আটক করা হয়। এ ঘটনার জড়িত সবাইকে আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

মাহে রমজান এবং স্বাস্থ্যসচেতনতা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্থানীয়দের সহায়তায় ৫ ডাকাত সদস্য আটক;

আপডেট সময় : ০৫:০৭:২২ অপরাহ্ণ, রবিবার, ২ মার্চ ২০২৫

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্থানীয়দের সহায়তায় ৫ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার (২ মার্চ) ভোরে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারে স্থানীয়দের সহায়তায় ডাকাত সদস্যদের আটক করে ডিবি পুলিশ।

 

আটকরা হলেন, রংপুরের মিঠাকুপুর থানার সঠিবাড়ি হরিপুর গ্রামের মৃত আজিজের ছেলে আনোয়ার হোসেন (৪১), দিনাজপুরের নবাবগঞ্জ থানার আজিমপুর মির্জাপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে, তহিদুল ইসলাম (৪০), রংপুরের পীরগঞ্জ থানার লালদিঘী ফতেপুর মকিমপুর গ্রামের জলিলের ছেলে, শরিফুল ইসলাম (৩৫), পীরগঞ্জ থানার লালদিঘী আজমপুর ফকির পাড়া গ্রামের বাদশা ফকিরের ছেলে, হাসানুর (৪০), পীরগঞ্জ থানার সানের হাট পালানো শাহপুর গ্রামের জব্বারের ছেলে, আয়নাল (৩৮)।

 

শনিবার (১ মার্চ) দিবাগত রাত ১ টায় উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের আজিজনগর গ্রামে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত প্রবেশের খবর পুরো উপজেলায় ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন জায়গায় মাইক দিয়ে সতর্ক করা হয়। এসময় অনেকে মহাসড়কে অবস্থান নেয়। এ ঘটনায় উপজেলা জুড়ে দেখা দিয়েছে আতঙ্ক।

 

জানা যায়, শনিবার দিবাগত রাত ১টা দিকে তেঁতুলিয়ার আজিজনগর গ্রামের বাংলাবান্ধা-পঞ্চগড় মহাসড়কের পাশে স্কুল শিক্ষক বেলায়েত হোসেনের বাড়িতে প্রাচীর টপকে ডাকাতদল প্রবেশ করে। এবং ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে হাত-পা বেঁধে মারধর করে বাড়ির মালিকদের।

 

এসময় নগদ প্রায় ৪০ হাজার টাকা ও ২.৫ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় ডাকাতেরা। বাড়ির মালিকের চিৎকার শুনে পাশে বাড়ির লোকজন বের হয়ে আসে। এ ঘটনা জানাজানি হলে আশেপাশের সব গ্রাম থেকে মানুষজন বের হয়। এ মাঝে মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে সবাইকে সতর্ক করা হয়। এলাকার লোকজন সজাগ হয়ে রাস্তায় অবস্থান নেয়। স্থানীয়দের সহায়তায় রোববার ভোরে তেঁতুলিয়ার ভজনপুর বাজারে ডাকাত সদস্যদের আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশ।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমাদের পুলিশ টিম তেঁতুলিয়াসহ পুরো জেলায় তৎপর থেকে সারারাত অভিযান পরিচালনা করেছে। অভিযানে ৫ ডাকাতকে আটক করা হয়। এ ঘটনার জড়িত সবাইকে আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।