সর্বশেষ ১ মার্চ কমলগঞ্জের কান্দিগাঁও এলাকা থেকে একটি চিত্রা হরিণ উদ্ধার করে লাউয়াছড়ায় অবমুক্ত করা হয়। এর আগে ১১ ফেব্রুয়ারি শ্রীমঙ্গল সড়কে বন বিড়াল ও গন্ধগোকুলসহ তিনটি প্রাণী গাড়ির নিচে চাপা পড়ে মারা যায়।
বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে আজ সোমবার (৩ মার্চ) লাউয়াছড়া সহব্যবস্থাপনা কমিটির উদ্যোগে আলোচনা, র্যালি ও সচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে। বন বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর তথ্যমতে, গত এক বছরে হরিণ, বানর, লজ্জাবতী বানর, মেছোবিড়াল, চিতা বিড়াল, বনবিড়াল, বিভিন্ন প্রজাতির প্যাঁচা, মদনটাক, শকুন, অজগরসহ নানা প্রাণী উদ্ধার করা হয়েছে।
বন বিভাগের মতে, লাউয়াছড়ায় খাদ্য সংকট ও গাছ নিধনের কারণে বন্য প্রাণীরা লোকালয়ে চলে আসছে। পরিবেশবাদীরা বলছেন, বন উজাড়, জমি দখল, পর্যটকদের অতিরিক্ত ভিড় ও যানবাহনের চলাচল প্রাণীদের নিরাপদ আবাসস্থল সংকুচিত করছে। বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব জানান, গত এক বছরে তিনি ৫০টির বেশি প্রাণী উদ্ধার করে বন বিভাগকে হস্তান্তর করেছেন।