বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের প্রধান ফটকের সামনে (গণ ইফতারের স্থান) সাহরি ও ইফতারের সময়সূচি সম্বলিত বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে রাবি শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকের উদ্যোগে এ বিলবোর্ড স্থাপন করা হয়।
এ বিষয়ে তিনি বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে ছাত্রদলের ক্ষুদ্র একটি প্রচেষ্টা মাত্র।রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিক্ষার্থীদের সাথে অতীতেও পাশে ছিলো এবং ভবিষ্যতেও পাশে থেকে কাজ করবে।আসুন ভেদাভেদ ভুলে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের আইন বিভাগের এক শিক্ষার্থী বলেন, রমজান মাসে আমার মতো অনেকেই আছি যাদের ইফতার কোথায় করবো ঠিক থাকে না। ফলে সময়ের ও ঠিক থাকে না। এই বিলবোর্ডটি স্থপনের ফলে আমাদের উপকারই হলো। ইফতার ও সেহেরির সময় টা দিয়ে দেওয়াতে সাধুবাদ জানাই রাবি ছাত্রদলকে।