শিরোনাম :
Logo ৭৮ তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের সঙ্গে চাঁদপুর এলজিইডির অবহিতকরন সভা Logo পিয়াস আফ্রিদির উদ্যোগে চিত্রনায়ক ডিএ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের পথচলা Logo প্রান্তিক মানুষের আস্থার নাম সরাইলকান্দি কমিউনিটি ক্লিনিক Logo ইবিতে সিরাতুন নবি (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী Logo ইবি ক্যাম্পাসে তালিকাভুক্ত নয় এমন  সংগঠনের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা Logo সুন্দরবনের বিনা পাশে প্রবেশ করায় তিন জেলা কটক  Logo খুবি রিসার্চ সোসাইটির নতুন নেতৃত্বে বকসী-গৌর Logo চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেয়েছেন ১৯ সাংবাদিক Logo কাল চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল সমাবেশ Logo খানপুর ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গাজায় রমজান: ধ্বংসস্তূপের মাঝে বিশ্বাসে অবিচল

ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজার মানুষের রোজা বিশ্বের অন্য দেশের মতো উৎসবের আবহে কাটছে না। ধ্বংস, শোক আর অনিশ্চয়তার মধ্যে রমজান শুরু করেছে ফিলিস্তিনের এই বিচ্ছিন্ন ভূখণ্ডের বাসিন্দারা। সোয়া এক বছরের যুদ্ধে বিধ্বস্ত ফিলিস্তিনের বিচ্ছিন্ন এই ভূ-খন্ডের মানুষ রোজা করছেন দুঃখ ও শোকের আবহে।

শনিবার দক্ষিণ গাজায় ধ্বংসস্তূপের ঢিবির মধ্য দিয়ে কয়েকশ মিটার দীর্ঘ লাল রঙে আচ্ছাদিত টেবিল তৈরি করেছেন ফিলিস্তিনিরা। সেখানে পবিত্র রমজান মাসের প্রথম দিনে রোজা ভাঙতে একসঙ্গে জড়ো হন তারা। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে এমন পরিবেশে ইফতার করেন তারা।

ধ্বংসস্তূপের কাছে সম্মিলিতভাবে এই ইফতারের আয়োজন করেছিলেন মালাক ফাদ্দা। তিনি বলেন,  ‘আমরা গভীরভাবে শোকাহত এবং আমাদের চারপাশের সবকিছু হৃদয়বিদারক। তাই আমরা এ রাস্তায় আনন্দ ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি, ঠিক যেমনটি যুদ্ধের আগে ছিল।’

ইসলামিক ইউনিভার্সিটি অব গাজার শিক্ষার্থী ইসরা আবু কামার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় গাজার পরিস্থিতি তুলে ধরেছেন। তিনি লিখেছেন, “গত বছরের রোজা অকল্পনীয়ভাবে কঠিন ছিল। ক্ষুধা ছিল সর্বত্র, বিদ্যুৎহীন অন্ধকারে স্বাদহীন খাবার চিবিয়ে কাটাতে হয়েছে আমাদের।”

গাজায় ইফতারের সময় আজানের পরিবর্তে গোলার শব্দ শুনতে হয়েছে মানুষকে। ইসরায়েলি হামলায় মসজিদ ধ্বংস হওয়ায় তারাবির নামাজ আদায়ও ছিল দুঃসাধ্য।

যুদ্ধবিরতির মধ্যেই এবার রোজা শুরু হলেও গাজার বাসিন্দারা নতুন আশঙ্কায় দিন পার করছেন। মানবিক সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় খাদ্যসংকট আরও তীব্র হচ্ছে।

ইসলামিক ইউনিভার্সিটি অব গাজার ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী ইসরা আবু কামার দমবন্ধ করা এ পরিস্থিতির বর্ণনা দিয়েছেন। তার ভাষায়, “এই যুদ্ধবিরতি স্থায়ী হবে, তার কোনো নিশ্চয়তা নেই। তারপর কী হবে, তা নিয়ে মানুষজন এখনও উদ্বিগ্ন। তারা ভীত, যুদ্ধ আবারও ফেরত আসতে পারে। গত এক বছরে আমরা যা দেখেছি এবং অনুভব করেছি, তা আমাদের স্মৃতিতে প্রবলভাবে রয়েছে।”

গত বছর গাজাবাসী রোজার দিনগুলো পার করেছেন ইসরায়েলি যুদ্ধ বিমানের উড়ে আসা ও বোমা ফাটার বীভৎস অভিজ্ঞতার মধ্য দিয়ে।

ইসরা আবু কামার লিখেছেন, “আমাদের মসজিদ ধ্বংস করা যাবে, কিন্তু বিশ্বাস ভাঙা যাবে না। আমরা আমাদের অর্ধ-ভগ্ন বাড়িতে তাঁবু টানিয়ে তারাবিহ পড়ব, দোয়ায় শান্তি খুঁজব।”

মোহাম্মদ আবু আল-জিদিয়ান বলেন, ‘আমরা এখানে ধ্বংসস্তূপের মাঝে আছি এবং ব্যথা এবং ক্ষত সত্ত্বেও আমরা অবিচল আছি। আমরা আমাদের জমিতে ইফতার খাচ্ছি এবং আমরা এ জায়গা ছেড়ে যাব না।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

৭৮ তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের সঙ্গে চাঁদপুর এলজিইডির অবহিতকরন সভা

গাজায় রমজান: ধ্বংসস্তূপের মাঝে বিশ্বাসে অবিচল

আপডেট সময় : ০৩:৫৭:৪৪ অপরাহ্ণ, সোমবার, ৩ মার্চ ২০২৫
ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজার মানুষের রোজা বিশ্বের অন্য দেশের মতো উৎসবের আবহে কাটছে না। ধ্বংস, শোক আর অনিশ্চয়তার মধ্যে রমজান শুরু করেছে ফিলিস্তিনের এই বিচ্ছিন্ন ভূখণ্ডের বাসিন্দারা। সোয়া এক বছরের যুদ্ধে বিধ্বস্ত ফিলিস্তিনের বিচ্ছিন্ন এই ভূ-খন্ডের মানুষ রোজা করছেন দুঃখ ও শোকের আবহে।

শনিবার দক্ষিণ গাজায় ধ্বংসস্তূপের ঢিবির মধ্য দিয়ে কয়েকশ মিটার দীর্ঘ লাল রঙে আচ্ছাদিত টেবিল তৈরি করেছেন ফিলিস্তিনিরা। সেখানে পবিত্র রমজান মাসের প্রথম দিনে রোজা ভাঙতে একসঙ্গে জড়ো হন তারা। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে এমন পরিবেশে ইফতার করেন তারা।

ধ্বংসস্তূপের কাছে সম্মিলিতভাবে এই ইফতারের আয়োজন করেছিলেন মালাক ফাদ্দা। তিনি বলেন,  ‘আমরা গভীরভাবে শোকাহত এবং আমাদের চারপাশের সবকিছু হৃদয়বিদারক। তাই আমরা এ রাস্তায় আনন্দ ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি, ঠিক যেমনটি যুদ্ধের আগে ছিল।’

ইসলামিক ইউনিভার্সিটি অব গাজার শিক্ষার্থী ইসরা আবু কামার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় গাজার পরিস্থিতি তুলে ধরেছেন। তিনি লিখেছেন, “গত বছরের রোজা অকল্পনীয়ভাবে কঠিন ছিল। ক্ষুধা ছিল সর্বত্র, বিদ্যুৎহীন অন্ধকারে স্বাদহীন খাবার চিবিয়ে কাটাতে হয়েছে আমাদের।”

গাজায় ইফতারের সময় আজানের পরিবর্তে গোলার শব্দ শুনতে হয়েছে মানুষকে। ইসরায়েলি হামলায় মসজিদ ধ্বংস হওয়ায় তারাবির নামাজ আদায়ও ছিল দুঃসাধ্য।

যুদ্ধবিরতির মধ্যেই এবার রোজা শুরু হলেও গাজার বাসিন্দারা নতুন আশঙ্কায় দিন পার করছেন। মানবিক সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় খাদ্যসংকট আরও তীব্র হচ্ছে।

ইসলামিক ইউনিভার্সিটি অব গাজার ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী ইসরা আবু কামার দমবন্ধ করা এ পরিস্থিতির বর্ণনা দিয়েছেন। তার ভাষায়, “এই যুদ্ধবিরতি স্থায়ী হবে, তার কোনো নিশ্চয়তা নেই। তারপর কী হবে, তা নিয়ে মানুষজন এখনও উদ্বিগ্ন। তারা ভীত, যুদ্ধ আবারও ফেরত আসতে পারে। গত এক বছরে আমরা যা দেখেছি এবং অনুভব করেছি, তা আমাদের স্মৃতিতে প্রবলভাবে রয়েছে।”

গত বছর গাজাবাসী রোজার দিনগুলো পার করেছেন ইসরায়েলি যুদ্ধ বিমানের উড়ে আসা ও বোমা ফাটার বীভৎস অভিজ্ঞতার মধ্য দিয়ে।

ইসরা আবু কামার লিখেছেন, “আমাদের মসজিদ ধ্বংস করা যাবে, কিন্তু বিশ্বাস ভাঙা যাবে না। আমরা আমাদের অর্ধ-ভগ্ন বাড়িতে তাঁবু টানিয়ে তারাবিহ পড়ব, দোয়ায় শান্তি খুঁজব।”

মোহাম্মদ আবু আল-জিদিয়ান বলেন, ‘আমরা এখানে ধ্বংসস্তূপের মাঝে আছি এবং ব্যথা এবং ক্ষত সত্ত্বেও আমরা অবিচল আছি। আমরা আমাদের জমিতে ইফতার খাচ্ছি এবং আমরা এ জায়গা ছেড়ে যাব না।’