সচিব পদমর্যাদা পেলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:২২:৫৪ অপরাহ্ণ, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • ৮৮৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে প্রথমবারের মতো সরকারের সচিব পদমর্যাদায় নাট্যকার ও শিক্ষক ড. সৈয়দ জামিল আহমেদ নিয়োগ পেয়েছেন।

গত ২১ নভেম্বর ২০২৪, রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন মহাপরিচালক হিসেবে ড. সৈয়দ জামিল আহমেদ সচিব পদমর্যাদায় বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এই নিয়োগ বাংলাদেশের সাংস্কৃতিক খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তারা দায়িত্ব পালন করেছেন। তবে এবার প্রথমবারের মতো সচিব পদমর্যাদায় এই পদে নিয়োগ দেওয়া হলো।

জনস্বার্থে এই আদেশ কার্যকর করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে ইবিতে নবীনবরণ সম্পন্ন

সচিব পদমর্যাদা পেলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক

আপডেট সময় : ০২:২২:৫৪ অপরাহ্ণ, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে প্রথমবারের মতো সরকারের সচিব পদমর্যাদায় নাট্যকার ও শিক্ষক ড. সৈয়দ জামিল আহমেদ নিয়োগ পেয়েছেন।

গত ২১ নভেম্বর ২০২৪, রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন মহাপরিচালক হিসেবে ড. সৈয়দ জামিল আহমেদ সচিব পদমর্যাদায় বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এই নিয়োগ বাংলাদেশের সাংস্কৃতিক খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদে অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তারা দায়িত্ব পালন করেছেন। তবে এবার প্রথমবারের মতো সচিব পদমর্যাদায় এই পদে নিয়োগ দেওয়া হলো।

জনস্বার্থে এই আদেশ কার্যকর করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।