হোয়াইট হাউসের ওভাল অফিস শুক্রবার এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়। পূর্বনির্ধারিত বৈঠকে বসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রীতিমতো ধুয়ে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তাকে পদত্যাগ করতে বলা হলো আমেরিকা থেকেই। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম তাকে পদত্যাগ করার আহ্বান জানান।
এর জবাব এবার কড়া ভাষায় দিলেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমি তাকে ইউক্রেনের নাগরিকত্ব দিতে পারি। তিনি আমাদের দেশের নাগরিক হবেন, এবং তারপরে তার কথা বলার ভিত্তি হবে। এবং তিনি নাগরিক হলে ইউক্রেনের নাগরিক হিসেবে তার কথা শুনব। এরপর তিনি যেন বলেন, কে হবেন প্রেসিডেন্ট।’
এর আগে গ্রাহাম বলেছিলেন, ‘হয় তাকে পদত্যাগ করতে হবে বা এমন কাউকে পাঠাতে হবে যার সঙ্গে আমরা আসলে ব্যবসাটা করতে পারি, নয়তো এসব বদলাতে হবে।

























































