চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক মোঃ আহসান হাবিবের নেতৃত্বে চাঁদপুর সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার সৈয়দ আলমগীর হোসেন সহ ১০ জন সেনা সদস্যের রেইটিং পার্টির সমন্বয়ে ২টি পৃথক অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) হাপানিয়া এলাকার আশ্রাফ খান (৪২), ও অন্যদিকে আরেক অভিযানে শহরের খলিশাডুলি এলাকা থেকে মোঃ মনির হোসেন বুলেট(৩৭), কে মাদকসহ আটক করা হয়।
এরই মধ্যে মাদক কারবারি আশ্রাফ খান ও মনির হোসেন বুলেট কে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে চাঁদপুর থানায় মাদক আইনে দুজনের নামে আলাদা দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, এটি ধারাবাহিক অভিযানের অংশ যা চলমান থাকবে। সঠিক তথ্য পেলে কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেয়া হবে না। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
ছবির ক্যাপশন: চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক।