শিরোনাম :
Logo কিশোর অপরাধ দমনে চাঁদপুর জেলা পুলিশের কঠোর অবস্থান কিশোর অপরাধের ভয়াবহ পরিণতি উপলব্ধি করতে পারেন কেবল ভুক্তভোগী পিতা-মাতা ………….মুহম্মদ আব্দুর রকিব পিপিএম Logo ইসলামী আন্দোলন বাংলাদেশ (চাঁদপুর-২ আসনে)” এমপি প্রার্থী মুফতী মানসুর আহমদ সাকী Logo রাজশাহীর বাগমারায় বজ্রপাতে যুবক নিহত Logo মহিলা আওয়ামী লীগ নেত্রীসহ রাজশাহীতে ২০ জন আটক Logo কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo রাকসুর তফসিল আদায়ে দ্রুত মাঠে নামার ঘোষণা রাবি ছাত্রশিবির সভাপতির Logo ইসলামী ব্যাংকগুলো শরিয়া অনুসরণ করলে তাদের এ দুর্দশা হতো না Logo ইবি’র লালন শাহ হলে কোরআন শিক্ষা কার্যক্রম শুরু Logo বৃষ্টির দিনে ঘরে শিশুকে সক্রিয় রাখবেন যেভাবে Logo পুনর্বাসনের যথাযথ উদ্যোগ দরকার

পরিস্থিতির কারণে আমরা বিয়ে করতে বাধ্য হই: নায়িকা পপি

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০১:৫৫:০৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • ৭৬১ বার পড়া হয়েছে
ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি। দীর্ঘদিন ধরে নিজেকে আড়ালে করে রেখেছিলেন পপি। বেশ কিছুদিন আগে বিয়ে ও সন্তান জন্মের উড়ো খবর সামনে এলেও এ নিয়ে মুখ খোলেননি এই চিত্রনায়িকা। তবে হঠাৎ প্রকাশ্যে এলেন এক পারিবারিক বিতর্কের সূত্র ধরে।

গোপনে কেন বিয়ে করতে হলো এমন প্রশ্নের জবাবে নায়িকা বলেন, ‘বিয়ের খবর মোটেও গোপন করিনি। মা-বাবা, ভাইবোন, পরিবার, আত্মীয়স্বজন, ফিল্মের বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা সবাই আমার বিয়ের খবর জানত। ফিল্মের পপির ব্যাপারে সবার আগ্রহ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমারও তো একটা ব্যক্তিগত জীবন আছে। সে জীবনের কতটুকু কী আমি পাবলিকলি জানাব, কতটুকু জানাব না, সেটা একান্তই আমার বিষয়। এ খবর জানাতে আমার কোনো বাধ্যবাধকতাও নেই’।

তিনি আরও বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, আমার বিয়ের খবরটা পরিবার ও ফিল্মের কাছের মানুষেরা জানলেই চলবে। রিয়াজ, নিপুণ, ফেরদৌসসহ সিনেমার বন্ধুরা জানত’।

খোঁজ নিয়ে জানা গেছে, পপি দীর্ঘ ৬ বছরেরও বেশি সময় হলো জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে বিয়ে করেছেন। তাদের সংসারে (আয়াত) নামে একটি পুত্র সন্তানও রয়েছে। ব্যক্তিজীবনে ব্যবসায়ী কামাল বিবাহিত। তার তিনটি সন্তানও রয়েছে।

বছরখানেক আগে বিয়ের গুঞ্জন উঠলে- পপির সঙ্গে বিয়ের খবর তার স্ত্রী উপভোগ করছেন বলেও মন্তব্য করেন আদনান উদ্দিন বলেন, ‘পপির সঙ্গে বিয়ের খবরে আমাকে রীতিমতো ভাইরাল করে দেওয়া হয়েছে। পুরো বিষয়টা বেশ উপভোগ করেছে আমার স্ত্রী।’ তবে বছরখানেক পার হতেই সেই কামালের পাশেই দেখা মিলল চিত্রনায়িকা পপির।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কিশোর অপরাধ দমনে চাঁদপুর জেলা পুলিশের কঠোর অবস্থান কিশোর অপরাধের ভয়াবহ পরিণতি উপলব্ধি করতে পারেন কেবল ভুক্তভোগী পিতা-মাতা ………….মুহম্মদ আব্দুর রকিব পিপিএম

পরিস্থিতির কারণে আমরা বিয়ে করতে বাধ্য হই: নায়িকা পপি

আপডেট সময় : ০১:৫৫:০৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি। দীর্ঘদিন ধরে নিজেকে আড়ালে করে রেখেছিলেন পপি। বেশ কিছুদিন আগে বিয়ে ও সন্তান জন্মের উড়ো খবর সামনে এলেও এ নিয়ে মুখ খোলেননি এই চিত্রনায়িকা। তবে হঠাৎ প্রকাশ্যে এলেন এক পারিবারিক বিতর্কের সূত্র ধরে।

গোপনে কেন বিয়ে করতে হলো এমন প্রশ্নের জবাবে নায়িকা বলেন, ‘বিয়ের খবর মোটেও গোপন করিনি। মা-বাবা, ভাইবোন, পরিবার, আত্মীয়স্বজন, ফিল্মের বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা সবাই আমার বিয়ের খবর জানত। ফিল্মের পপির ব্যাপারে সবার আগ্রহ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমারও তো একটা ব্যক্তিগত জীবন আছে। সে জীবনের কতটুকু কী আমি পাবলিকলি জানাব, কতটুকু জানাব না, সেটা একান্তই আমার বিষয়। এ খবর জানাতে আমার কোনো বাধ্যবাধকতাও নেই’।

তিনি আরও বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, আমার বিয়ের খবরটা পরিবার ও ফিল্মের কাছের মানুষেরা জানলেই চলবে। রিয়াজ, নিপুণ, ফেরদৌসসহ সিনেমার বন্ধুরা জানত’।

খোঁজ নিয়ে জানা গেছে, পপি দীর্ঘ ৬ বছরেরও বেশি সময় হলো জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে বিয়ে করেছেন। তাদের সংসারে (আয়াত) নামে একটি পুত্র সন্তানও রয়েছে। ব্যক্তিজীবনে ব্যবসায়ী কামাল বিবাহিত। তার তিনটি সন্তানও রয়েছে।

বছরখানেক আগে বিয়ের গুঞ্জন উঠলে- পপির সঙ্গে বিয়ের খবর তার স্ত্রী উপভোগ করছেন বলেও মন্তব্য করেন আদনান উদ্দিন বলেন, ‘পপির সঙ্গে বিয়ের খবরে আমাকে রীতিমতো ভাইরাল করে দেওয়া হয়েছে। পুরো বিষয়টা বেশ উপভোগ করেছে আমার স্ত্রী।’ তবে বছরখানেক পার হতেই সেই কামালের পাশেই দেখা মিলল চিত্রনায়িকা পপির।