“মা” শব্দটি এক অক্ষরের হলেও এতে লুকিয়ে আছে হাজারো আবদারের পাওয়া হাজারো ভালোবাসা। মা হলো এই পৃথিবীর সবচেয়ে দামী। যার সঙ্গে কোনও কিছুর তুলনা চলে না। যার মা নেই সেই একমাত্র বোঝে মা হারানোর যন্ত্রণা। মা হলেন এমন একজন, যিনি অন্য সবার স্থান নিতে পারেন কিন্তু যার স্থান অন্য কেউ বিস্তারিত..