শিরোনাম :
Logo মৃত্যুদণ্ড বজায় রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন Logo সিরাজদিখানে মরহুম হাজী জয়নাল আবেদীন মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo ঢাকায় হামলার প্রতিবাদে খুবিতে প্রকৌশল অধিকার দাবিতে মানববন্ধন Logo চিকিৎসার অভাবে মানবেতর জীবন যাপন করছেন প্রবাসফেরত ইসমাইল হোসেন Logo চিত্রা-নড়াইল জেলা ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের নেতৃত্বে আরমান ও বোরহান Logo চাঁদপুর সদরের জনবান্ধব ইউএনও সাখাওয়াত জামিল সৈকতকে লক্ষ্মীপুরের এডিসি পদে বদলী Logo বেরোবিতে ভর্তি পরীক্ষার আসন বরাদ্দে অনিময়ের অভিযোগ ; প্রশাসন বলছে শিক্ষার্থীদের বুঝার ভুল Logo প্রকাশিত হয়েছে কবি ও কথাসাহিত্যিক নুরুন্নাহার মুন্নির সাহিত্য পত্রিকা ‘আখ্যান’ Logo পলাশবাড়ী পৌর এলাকায় জমি জবর দখলের অভিযোগ Logo প্রবাসফেরত ইসমাইলের পাশে দাঁড়ালেন এনসিপি নেতা ডা. আরিফুল ইসলাম

ইবির শীর্ষ দুই পদে নতুন মুখ

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন রেজিস্ট্রার হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মনজুরুল হক এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (পিডি) হিসেবে মোয়াজ্জেম হোসেন নিয়োগ পেয়েছেন।

গতকাল বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর স্বাক্ষরিত এক আদেশে তাদেরকে নিয়োগ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা এই সকল পদে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালনকারী এইচ. এম. আলী হাসানকে ৫ মার্চ থেকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের উপ-পরিচালক পদে যোগ দেবেন। তার জায়গায় অধ্যাপক ড. মনজুরুল হককে রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে একইসাথে পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. নওয়াব আলীকে একই তারিখ থেকে অব্যাহতি দিয়ে এস্টেট অফিসের উপ-রেজিস্ট্রার মোয়াজ্জেম হোসেনকে উক্ত পদে নিয়োগ দেওয়া হয়েছে। তারা বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী সংশ্লিষ্ট পদের সকল সুযোগ সুবিধা ভোগ করবেন।

নতুন দায়িত্ব পাওয়ায় রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, “ আমি প্রথমেই জুলাই-আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আমি ২৬ বছরের শিক্ষকতায় কখনোই পদ নিয়ে আগ্রহী ছিলাম না, সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছি। তারপরও মাননীয় উপাচার্য আমাকে এই দায়িত্ব দিয়েছেন। আমি যথাসাধ্য চেষ্টা করবো ভালো কাজ করার এবং প্রশাসনকে গতিশীল করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের খারাপ দিকগুলো কাটিয়ে তুলে উন্নতির দিকে অগ্রসর হওয়ার। পরিশেষে সবার পরামর্শ নিয়ে সম্মিলিতভাবে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করবো।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মৃত্যুদণ্ড বজায় রেখে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন

ইবির শীর্ষ দুই পদে নতুন মুখ

আপডেট সময় : ০৮:৫১:৫৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন রেজিস্ট্রার হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মনজুরুল হক এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (পিডি) হিসেবে মোয়াজ্জেম হোসেন নিয়োগ পেয়েছেন।

গতকাল বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর স্বাক্ষরিত এক আদেশে তাদেরকে নিয়োগ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা এই সকল পদে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালনকারী এইচ. এম. আলী হাসানকে ৫ মার্চ থেকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের উপ-পরিচালক পদে যোগ দেবেন। তার জায়গায় অধ্যাপক ড. মনজুরুল হককে রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে একইসাথে পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. নওয়াব আলীকে একই তারিখ থেকে অব্যাহতি দিয়ে এস্টেট অফিসের উপ-রেজিস্ট্রার মোয়াজ্জেম হোসেনকে উক্ত পদে নিয়োগ দেওয়া হয়েছে। তারা বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী সংশ্লিষ্ট পদের সকল সুযোগ সুবিধা ভোগ করবেন।

নতুন দায়িত্ব পাওয়ায় রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, “ আমি প্রথমেই জুলাই-আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আমি ২৬ বছরের শিক্ষকতায় কখনোই পদ নিয়ে আগ্রহী ছিলাম না, সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছি। তারপরও মাননীয় উপাচার্য আমাকে এই দায়িত্ব দিয়েছেন। আমি যথাসাধ্য চেষ্টা করবো ভালো কাজ করার এবং প্রশাসনকে গতিশীল করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের খারাপ দিকগুলো কাটিয়ে তুলে উন্নতির দিকে অগ্রসর হওয়ার। পরিশেষে সবার পরামর্শ নিয়ে সম্মিলিতভাবে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করবো।”