বুধবার | ৩ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন সিবি’এর দোয়া মাহফিল Logo জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে বাংলাদেশের কৃষকদের সক্ষম করে তুলতে হবে— আন্তর্জাতিক সেমিনারে নোবিপ্রবি উপাচার্য Logo পুলিশের অভিযানে পলাশবাড়ীতে চোরাই মাল উদ্ধার : দুই ভাঙ্গারি ব্যবসায়ী আটক Logo পলাশবাড়ীতে জুলাই যোদ্ধার বাবার প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ Logo পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ Logo বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় জীবননগরে ছাত্রদল ও শ্রমিকদের দোয়া Logo জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি সরকারের Logo কারুবাক পাণ্ডুলিপি পুরস্কার পেলেন এইচএম জাকির Logo চাঁদপুরে নতুন খাবারের আকর্ষণ ‘কাচ্চি ডাইন’ গ্রাহকদের ভিড় বেড়েই চলছে

ইবির শীর্ষ দুই পদে নতুন মুখ

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন রেজিস্ট্রার হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মনজুরুল হক এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (পিডি) হিসেবে মোয়াজ্জেম হোসেন নিয়োগ পেয়েছেন।

গতকাল বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর স্বাক্ষরিত এক আদেশে তাদেরকে নিয়োগ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা এই সকল পদে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালনকারী এইচ. এম. আলী হাসানকে ৫ মার্চ থেকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের উপ-পরিচালক পদে যোগ দেবেন। তার জায়গায় অধ্যাপক ড. মনজুরুল হককে রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে একইসাথে পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. নওয়াব আলীকে একই তারিখ থেকে অব্যাহতি দিয়ে এস্টেট অফিসের উপ-রেজিস্ট্রার মোয়াজ্জেম হোসেনকে উক্ত পদে নিয়োগ দেওয়া হয়েছে। তারা বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী সংশ্লিষ্ট পদের সকল সুযোগ সুবিধা ভোগ করবেন।

নতুন দায়িত্ব পাওয়ায় রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, “ আমি প্রথমেই জুলাই-আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আমি ২৬ বছরের শিক্ষকতায় কখনোই পদ নিয়ে আগ্রহী ছিলাম না, সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছি। তারপরও মাননীয় উপাচার্য আমাকে এই দায়িত্ব দিয়েছেন। আমি যথাসাধ্য চেষ্টা করবো ভালো কাজ করার এবং প্রশাসনকে গতিশীল করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের খারাপ দিকগুলো কাটিয়ে তুলে উন্নতির দিকে অগ্রসর হওয়ার। পরিশেষে সবার পরামর্শ নিয়ে সম্মিলিতভাবে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করবো।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

ইবির শীর্ষ দুই পদে নতুন মুখ

আপডেট সময় : ০৮:৫১:৫৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন রেজিস্ট্রার হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মনজুরুল হক এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (পিডি) হিসেবে মোয়াজ্জেম হোসেন নিয়োগ পেয়েছেন।

গতকাল বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর স্বাক্ষরিত এক আদেশে তাদেরকে নিয়োগ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা এই সকল পদে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালনকারী এইচ. এম. আলী হাসানকে ৫ মার্চ থেকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের উপ-পরিচালক পদে যোগ দেবেন। তার জায়গায় অধ্যাপক ড. মনজুরুল হককে রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে একইসাথে পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. নওয়াব আলীকে একই তারিখ থেকে অব্যাহতি দিয়ে এস্টেট অফিসের উপ-রেজিস্ট্রার মোয়াজ্জেম হোসেনকে উক্ত পদে নিয়োগ দেওয়া হয়েছে। তারা বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী সংশ্লিষ্ট পদের সকল সুযোগ সুবিধা ভোগ করবেন।

নতুন দায়িত্ব পাওয়ায় রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, “ আমি প্রথমেই জুলাই-আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আমি ২৬ বছরের শিক্ষকতায় কখনোই পদ নিয়ে আগ্রহী ছিলাম না, সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছি। তারপরও মাননীয় উপাচার্য আমাকে এই দায়িত্ব দিয়েছেন। আমি যথাসাধ্য চেষ্টা করবো ভালো কাজ করার এবং প্রশাসনকে গতিশীল করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের খারাপ দিকগুলো কাটিয়ে তুলে উন্নতির দিকে অগ্রসর হওয়ার। পরিশেষে সবার পরামর্শ নিয়ে সম্মিলিতভাবে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করবো।”