এপ্রিল মাসে ঢাকায় আসতে পারেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্যাসিফিক বিষয়ক অতিরিক্ত পররাষ্ট্রসচিব ইমরান আহমেদ সিদ্দিকি বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে আলোচনা করেছেন।
সফররত পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্রসচিব বুধবার (৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা চলছে। আশা করা হচ্ছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এপ্রিলে ঢাকা সফর করবেন।
উল্লেখ্য, ২০১২ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ঢাকা সফর করেছিলেন। এরপর পাকিস্তানের আর কোনো মন্ত্রী ঢাকা সফর করেনি।