সাদপন্থীদের মুখপাত্র মুফতি মুয়াজ বিন নূর হাইকোর্ট থেকে জামিন নিয়ে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) সাদপন্থীদের মিডিয়া সমন্বয় মো. আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ হাইকোর্ট থেকে জামিন নিয়ে মুক্তি পেয়েছেন মজলুম আলেম মুফতি মুয়াজ বিন নূর। গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। এখনো দুইজন ভেতরে রয়েছেন তারা খুব দ্রুত বের হবেন ইনশাআল্লাহ।’
প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষে জড়ায় জুবায়েরপন্থী ও সাদপন্থীরা। এতে তিনজন নিহত হন। আহত হন শতাধিক মানুষ।